ঐতিহ্য ও কৃষ্টি

বসন্ত ও ভালোবাসার যুগলবন্দী

হাসনাত শাহীন: শিমুল আর পলাশের রঙে প্রকৃতির রূপ এখন অনন্য। প্রকৃতির সেই সুষমার সঙ্গে নিজেদের রাঙিয়ে নিতে বসন্তের বাসন্তি রঙের বাঁধভাঙ্গা স্রোতে ভেসেছে রাজধানীসহ সারাদেশের মানুষ।

গোলাপ, গাঁদাসহ বিভিন্ন ফুলের বৈচিত্র্যময় সজ্জায় আবাল-বৃদ্ধ-বণিতার ভিড়ে অনন্য এক চিত্র ছিল গোটা রাজধানী জুড়ে। ঋতুরাজের উচ্ছ্বাসের সঙ্গে বাসন্তী আবীরে ভালোবাসা ধরা দিয়েছে কপোত-কপোতীর বাহুডোরে। ফাগুনের আগুনলাগা উচ্ছাসের সাথে ভালোবাসার বাঁধনহারা উন্মাদনা উপচে পড়েছিল পুরো ঢাকা শহরে। ঋতুরাজকে বরণের পাশাপাশি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল ছিল প্রেমিকযুগলরা।

১৪ ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন বসন্ত আর ভালোবাসা দিবস একই দিনে হওয়ায় রাজপথ থেকে গলিপথে ছিল প্রেম আর বসন্তের ঢেউ। সেই ঢেউ আছড়ে পড়েছিল রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, বলধা গার্ডেন, টিএসসি, বেইলি রোড, হাতিরঝিল, ধানমন্ডি লেক, রবীন্দ্র সরোবর, শিল্পকলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ফাগুন আর ভালোবাসার সেতুবন্ধনে অনন্য এক দিন উপভোগ করেছিল রাজধানীবাসী।

বসন্তকে বরণ করার এমন ভালোবাসার দিনে প্রিয়তমার খোঁপায় হলুদ গাঁদা পরিয়ে নরম হাতে লাল গোলাপ তুলে দিয়ে চোখে চোখ, হাতে হাত রেখে ঘর বাঁধার স্বপ্নে বিভোর হয়ে বসন্ত আর ভালোবাসার উত্তাপ ছড়িয়েছিলো সুজন-সখিরা। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করেছে বসন্ত আর ভালোবাসার এমন দিন।

জমজমাট আয়োজনটি অনুষ্ঠিত হয় রাজধানীর শিল্পকলা একাডেমির খোলা প্রাঙ্গণের নন্দন মঞ্চে। এই নাচ, গান, আবৃত্তি ও আলোচনাসহ নানা বর্ণাঢ্য আয়োজনে বসন্ত উদযাপন করেছে শিল্পকলা একাডেমি। দুই পর্বে বিভক্ত এই আয়োজনের প্রথম পর্বে ছিল আলোচনা। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মো. নওসাদ হোসেন।

আলোচনা পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয়নৃত্য পরিবেশন করে বাংলাদেশ ওয়ার্ল্ড পারফরমিং আর্টস ও স্পন্দন নৃত্যদলের শিশুশিল্পীরা। বড়দের বিভাগে দলীয় নৃত্য পরিবেশন করে নাচের দল নৃত্যালোক, বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস, নৃত্যম, নন্দন কলা কেন্দ্র, মারমা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়, ধৃতি নত্যনালয়ের শিল্পীরা।

অনুষ্ঠানে দলীয়সঙ্গীত পরিবেশন করে শিল্পকলা একাডেমি সঙ্গীতদল, শিল্পকলা একাডেমি ভাওয়াইয়া সঙ্গীতদল, সরকারি সঙ্গীত কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিল্পীরা।

দ্বৈতসঙ্গীত পরিবেশন করে সাজেদ আকবর ও সালমা আকবর, ইবরার টিপু-বিন্দু কনা এবং খায়রুল আনাম শাকিল-কল্পনা আনাম। এককসঙ্গীত পরিবেশন করেন অপু আমান, সাব্বির, বিউটি এবং দিতি সরকার। নাটকের অংশবিশেষ পাঠ করেন শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী এবং অনন্ত হীরা ও নূনা আফরোজ। সবশেষে ব্যান্ডসঙ্গীত পরিবেশন করে ব্যান্ডদল ‘স্পন্দন’।

এদিকে, জাতীয় বসন্ত উদযাপন পরিষদের আয়োজনে সদ্যপ্রয়াত অভিনেতা আলী যাকেরের স্মৃতির প্রতি উৎসর্গ করে দিনব্যাপি নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে এবারের ঋতুরাজ বসন্তকে বরণ করে নেয়। গান, কবিতা, দলীয় নৃত্য আর বসন্ত কথন দিয়ে সাজানো ছিল পরিষতের দুই পর্বে আয়োজন। ফাগুনের প্রথম দিনের সকালে এই আয়োজনের প্রথম পর্ব অনুষ্ঠিত হয় সকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে। সকাল ৭টা ২৫ মিনিটে যন্ত্রশিল্পী দীপেন সরকারের সুরের মধ্য দিয়ে ‘এসো মিলি প্রাণের উৎসবে’ সেøাগানের এবারের আয়োজনের সূচনা ঘটে। উৎসবের উদ্বোধন করেন সাংস্কৃতিকব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

এরপর প্রথম পর্বের আয়োজন শেষে বিকেলে সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত গেন্ডারিয়ার সীমান্ত গ্রন্থাগার প্রাঙ্গণের সীমান্ত-সাহারা মঞ্চে ও উত্তরার ৬ নং সেক্টরের আজমপুর প্রাইমারি স্কুল মাঠে ছিল দ্বিতীয় পর্বের আয়োজন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা