আন্তর্জাতিক

৩০০ মানুষকে গিলে খাওয়া দানব কুমির!

আন্তর্জাতিক ডেস্ক : ‘গুস্তাভ’ নামের কুমিরটির বসবাস বুরুন্ডির রুসিজি নদীতে। শরীরের আকার দৈত্যের মত। পেটের খিদেও তার দৈত্যের মতো। অনেকের ধারনা, ৩০০ মানুষকে আস্ত গিলে খেয়েছে এটি। তার পর পালিয়ে বেঁচেও আছে অনায়াসে। আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি গুস্তাভ নামে সেই কুমিরকে। এটির চামড়া এত পুরু যে অনেকে মনে করেন, একে-৪৭’এর গুলি, রকেট লঞ্চারও কিছু করতে পারবে না গুস্তাভের।

আরও পড়ুন: ৩৩ আসনে একাই লড়বেন ইমরান

বলা হয়, গুস্তাভ নাকি আফ্রিকার সবচাইতে বড় সরীসৃপ। এটি লম্বায় প্রায় ছ’মিটার। ওজন প্রায় এক টনের কাছাকাছি। কিছু গবেষকের দাবি, গুস্তাভের ওজন ২০০০ পাউন্ড। অর্থাৎ প্রায় ৯০৭ কেজি।

কুমির বিশেষজ্ঞ মার্ক গানসুয়ানা জানিয়েছেন, ১৯৮৭ সাল নাগাদ প্রথম গুস্তাভের উৎপাত ধরা পড়ে। বেশ কিছু মানুষকে খেয়ে ফেলে এটি। এরপর ক্রমেই বাড়তে থাকে উৎপাত। কুমির বিশেষজ্ঞ প্যাট্রিস ফায়ে ২০০১ সালে তার নাম রাখেন ‘গুস্তাভ’।

নথি বলছে, ষাটের দশকে বেলজিয়ামের দাসত্ব থেকে দেশকে মুক্ত করতে লড়ছেন বুরুন্ডির রাজা চতুর্থ মোয়ামবাৎসা। তাঁরই এক হুতু সৈন্য নদীর জলে স্নান করছিল। সেই প্রথম দেখে গুস্তাভকে। একটা বিরাট কুমির নদীর শ্যাওলা থেকে বিশ্রী শরীর তুলে, থ্যাপথ্যাপ করে এগিয়ে এল। খপ করে গিলে ফেলে একটা আস্ত জলহস্তী।

সেসময় স্থানীয়রা বলেছিলেন, হতেও পারে। অতিরিক্ত বৃষ্টিতে পানি একটু বেশি মিঠে হয়ে গেলে এই এলাকায় নীলনদের কুমিরগুলো চলে আসে। মাছে পেট না ভরলে লাগোয়া জঙ্গলের কালো হরিণগুলোকে ধরে খেয়ে ফেলে।

এছাড়া জানা যায় বুরুন্ডির টাঙ্গানিকা হ্রদের ধারে ছোট্ট একটি নদী দ্বীপে ঘাপটি মেরে বসে থাকে গুস্তাভ। সময়-সুযোগ পেলেই ধরে শিকার। মাঝেমধ্যে রুজিজি নদীতে সাঁতার দেয়। তার জ্বালায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: পাকিস্তানে বিস্ফোরণে নিহত ২৮

অনেক বছর ধরে প্যাট্রিস পর্যবেক্ষণ করেছিলেন গুস্তাভকে। তিনি জানিয়েছেন, টাঙ্গানিকার বাকি কুমিররা মাছ, ছাগল, বাছুরের মতো স্তন্যপায়ী প্রাণী খেয়ে পেট ভরায়। গুস্তাভ ওসবের ধার ধারে না। তার নিশানা মানুষ। এছাড়া কিছু কুমির বিশেষজ্ঞদের মতে, পশু বা মাছ নয়, শুধুই মানুষ খায় বলে গুস্তাভের ওজন অন্য কুমিরের থেকে বেশি।

বিশেষজ্ঞরা জানান, রুমঙ্গ ও মিনাগো এলাকায় ঘোরাঘুরি করে সে। নদীর তীরঘেঁষে সাঁতার দেওয়ার সময় গিলে ফেলে মৎস্যজীবী ও নদীতে গোসল করতে আসা লোকজনকে। প্যাট্রিসের দাবি, ওই এলাকায় ঘোরাঘুরির সময় কয়েক দিনের মধ্যে এটি ১০-১৫ জনকে খেয়ে ফেলে।

ফায়ে জানান, সবসময় গোটা শিকার খেয়ে ফেলে না গুস্তাভ। কিছু অংশ ফেলে রাখে নদীতে। গ্রামবাসীর দাবি, খিদের জন্য শিকার ধরে না সে। আসলে মজা পায়। তাই মানুষ ধরে খায়। পেটে জায়গা থাকে না বলে কিছু অংশ মুখ দিয়ে উগরে দেয়।

আরও পড়ুন: জন্মদিনের অনুষ্ঠানে গুলি, নিহত ৮

যদিও সরীসৃপ বিশেষজ্ঞ গানসুয়ানা এ দাবি মানেননি। তার মতে, কুমির কখনই মজার জন্য মানুষকে গিলে ফেলে না। আসলে কুমির খুব বেশি খেতে পারে না। প্রয়োজনের বেশি পরিমাণ খাবার সে উগরে দেয়।

বহুবার চেষ্ট করা হয়েছে গুস্তাভকে ধরার । শিকারির দল হাল ছেড়ে দিয়েছেন। একবার তাকে ধরা নিয়ে একটি তথ্যচিত্রও তৈরি করা হয়েছিল। সেবারও শেষ পর্যন্ত ধরা পড়েনি গুস্তাভ।

বিখ্যাত সরীসৃপ বিশেষজ্ঞ প্যাট্রিস ফে নব্বইয়ের শেষাশেষি, নীলনদের এই মানুষখেকোকে নিয়ে গবেষণা শুরু করেন। প্যাট্রিস বলেছিলেন, এই কুমিরের চামড়া এত মোটা যে ও বুলেটপ্রুফ। তিনি চিন্তা করেছিলেন, এটিকে জ্যান্ত ধরবেন। তাতে খুলে যেতে পারে জীব-বৈচিত্রের নতুন এক অধ্যায়।

আরও পড়ুন: বাংলাদেশে আসছে গঙ্গা বিলাস

প্যাট্রিস এক দল বন্যপ্রাণী কর্মীদের নিয়ে ২০০০ সাল থেকে শুরু করে দু-তিন বছর ধরে প্রচুর পড়াশোনা ও পরিশ্রম করে, গুস্তাভকে পাকড়াও করার একটা পরিকল্পনা করেন। অনেক কষ্টে গুস্তাভের এলাকায় পৌঁছনোর ছাড়পত্র জোগাড় করেন তিনি। প্রায় তিরিশ ফুট লম্বা খাঁচা বানিয়ে তাতে লাগান একটা ক্যামেরা। টানা দু’মাস ধরে বহু টোপ ব্যবহার করেন। এমনো শোনা যায় গুস্তাভের প্রিয় খাদ্য, জীবন্তমানুষ ও পর্যন্ত ব্যবহার করেছিলেন তাঁরা। কিন্তু আসেনি সে। শেষে মিশনে ব্যর্থ হয়ে বাড়ি ফেরেন তারা।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির ভিডিও ভাইরাল, এনসিপি নেতাকে শোকজ

চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন বন্ধ করতে পাঁচ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ...

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান বাংলাদেশের বোয়িং

ইতালির রোমে আটকা পড়েছে বিমানের একটি বোয়িং ড্রিমলাইনার উড়োজাহাজ।বিমানটিতে ২...

বাংলাদেশে জার্মানির নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ

বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ আনুষ্ঠানিকভাবে দায়িত...

নির্বাচন কমিশন অভিমুখী মিছিল থেকে রাহুল–প্রিয়াঙ্কা আটক

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলটির নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে আটক...

গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরার ৪ সাংবাদিক নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আল–জাজিরার চার সাংবাদিক নিহত হয়েছেন...

ইভিএম বাতিল, ফিরছে ‘না’ ভোট

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম বাতিল করে ‘না’ ভোটের বিধান ফিরি...

অবহেলায় শিক্ষা খাত, সংস্কারে কমিশনও করা হয়নি

অন্তর্বর্তী সরকারের এক বছরে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে দৃশ্যমান পরিবর্তন হ...

ভোটের অধিকার বাস্তবায়ন না হওয়ার ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

স্বৈরাচার পতনের আন্দোলনের প্রথম ধাপ শেষ হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চ...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মা...

রংপুরে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: আসক

রংপুরে তারাগঞ্জ উপজেলা এলাকায় ভ্যান চুরির সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা