সারাদেশ

মেলার নামে অবৈধ লটারি বাণিজ্য

রাকিব হাসনাত, পাবনা: পাবনার ঈশ্বরদীতে তাঁত বস্ত্র ও কুঠির শিল্প মেলার নামে অবৈধ লটারি (জুয়া) বাণিজ্য ও রাতে যাদু দেখানোর নামে অশ্লিল নৃত্য পরিবেশন করার অভিযোগ উঠেছে। প্রশাসনের চোখের সামনে জুয়া ও নৃত্য চললেও কোন ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে না।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

সোমবার (১৪ নভেম্বর) রাতে সরেজমিনে গিয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এমন চিত্রের দেখা মেলে। এতে দেখা যায়, চটকদার সব বিজ্ঞাপন করে এবং মোটরসাইকেল, টিভি, ফ্রিজ রাইচ কুকারসহ বিভিন্ন ধরনের পুরস্কারের প্রলোভন ব্যাটারীচালিত ইজিবাইক, সিএনজি দিয়ে চলছে লটারির টিকেট বিক্রি।

মাইকে এসব লোভনীয় বিজ্ঞাপন শুনে লটারি কিনতে পিকআপ, ব্যাটারিচালিত ভ্যান, ব্যাটারিচালিত ইজিবাইকে থাকা লটারি বিক্রেতাদের কাছে হুমড়ি খেয়ে পড়ছেন বিভিন্ন বয়সী নারী পুরুষরা। কেউ কেউ ২০ টাকা মূল্যের এই লটারি ১০ থেকে ৫০টিও কিনছেন। কোনো কোনো ব্যক্তি আবার ১০টির অধিক লটারিও কিনছেন। জেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে টিকিট বিক্রি করা হচ্ছে।

আরও পড়ুন: ‘যুদ্ধ এখনই বন্ধ করতে হবে’

টিকিট বিক্রেতারা জানান, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দুই শতাধিক ব্যাটারিচালিত অটোভ্যানে ৫ শতাধিক লটারি বিক্রেতা সমগ্র পাবনার বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছে র‍্যাফেল ড্র এর লটারি বিক্রি করতে। এমনকি পার্শ্ববর্তী জেলার নাটোরের বিভিন্ন উপজেলাতেও এসব টিকিট বিক্রি করা হচ্ছে। এভাবেই র‍্যাফেল ড্র এর নামে প্রতিদিন সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন মেলার আয়োজক ও র‍্যাফেল ড্র সংশ্লিষ্টরা। এতে আর্থিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। কিন্তু এসব অবৈধ কর্মকান্ড প্রকাশ্যে চললেও জেলা ও উপজেলা প্রশাসনের নিরব ভূমিকা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

স্থানীয়রা জানান, চটকদার এসব বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে মোটরসাইকেল, সাইকেল, টিভি, ফ্রিজসহ বিভিন্ন রকম পুরস্কার পাওয়ার আশায় গ্রামের নিরীহ নারী পুরুষ প্রতিদিনই এই লটারি কিনছেন।

আরও পড়ুন: কারচুপি করলে কঠোর ব্যবস্থা

আব্দুল লতিফ নামের একজন অভিযোগ করে বলেন, ছেলে-মেয়ে ও পরিবারের সদস্যদের নিয়ে মেলাতে ঘুড়তে এসেছি। এখানে এসে দেখি লটারির টিকিট বিক্রি করা হচ্ছে। বাধ্য হয়েই আমি ১২ টি টিকিট কিনেছি।

মোসলেম উদ্দিন মিয়া নামে আরেকজন বলেন, একদিকে মানুষের অভাব অনটন। অন্যদিকে বর্তমান উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। ঈশ্বরদী শহরের চতুর্দিকে উচ্চ শব্দে মাইক বাজানো হচ্ছে। যেটি পরীক্ষার্থীদের জন্য খুবই অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্স পাবেন

আব্দুল হান্নান নামে আরেকজন ভ্যানচালক জানান, আশা নিয়ে প্রতিদিন ১০/১২ টি লটারি কেনেন এতে তার প্রতিদিন ২শ থেকে ৩শ টাকা খরচ হয়। যা আয় করছেন তার বেশির ভাগই লটারি কিনতে ফুরিয়ে যাচ্ছে। লটারি কেনা তার কাছে নেশার মতো হয়ে গেছে বলেও তিনি জানান।

অপরদিকে ভিতরে সার্কাস ও যাদু দেখানোর নামে নর্তকী নিয়ে এসে অশ্লিল নৃত্য দেখানো হচ্ছে। যাকে গ্রামের মানুষ পুতুল নাচ বলে থাকে। ছোট ছোট বাচ্চাদের আবদারে ৫০/১০০ টাকা মুল্যের টিকিট কেটে মা-বাবা ভিতরে যাদু ও সার্কাস দেখতে গিয়ে লজ্জার মুখে ভিতর তেকে ফিরে আসতে দেখা গেছে।

আরও পড়ুন: কালোবাজারিদের ধরিয়ে দিন

জহির প্রামানিক জানান, পরিবারসহ মেলায় এসে যাদু দেখতে পরিবারের ৮ জন সদস্য টিকিট কেটে ভিতরে মেয়েদের অশ্লিল নাচ দেখে দ্রুত বের হয়ে আসছি। তিনি অভিযোগ করে বলেন, সন্ধা থেকে গভীর রাত পর্যন্ত এসব অশ্লিল নৃত্য দেখছে তরুণ ছেলেরা। যেটার জন্য সমাজের মানুষের নৈতিক অবক্ষয় দেখা দিয়েছে।

ঈশ্বরদী উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) পিএম ইমরুল কায়েসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপনি ফোন রাখেন এখনই লটারির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।

আরও পড়ুন: বেশি সুদ নিচ্ছে এনজিও

পাবনার অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, মেলার লটারি খেলা ও যাদু দেখানোর কোন ধরণের অনুমতি দেওয়া হয়নি। গতকাল সোমবার লটারি শুরু করলে আমরা প্রশাসনের পক্ষ থেকে নিষেধ করেছি। তারপরও যদি কেউ লটারি বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: টানা একমাস দাবদ...

মিল্টন সমাদ্দার রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: মৃত্যুর জাল সনদ তৈরির অভিযোগে প্রতারণা ও জ...

আমিরাতে প্রবল বৃষ্টিপাত, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক: প্রবল বৃষ্টিপা...

লিওনার্দো দা ভিঞ্চি’র প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

ভরিতে ১৮৭৮ টাকা কমলো স্বর্ণের দাম 

নিজস্ব প্রতিবেদক: টানা অষ্টমবারের...

পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের সদরে পুকুরের পানিতে ডুবে দুই ভ...

তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস

নিজস্ব প্রতিবেদক : ঢাকাসহ বিভিন্ন বিভাগের ওপর দিয়ে যে তাপপ্র...

বৃষ্টিতে বন্ধ খেলা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টি-টোয়...

রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বকশিবাজারে বাসের ধাক্কায় আনোয়ার...

বাস-ট্রাক সংঘর্ষে আহত ৮

জেলা প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৮ যাত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা