সারাদেশ

ওসমানীতে হয়রানির শিকার ভ্যাকসিন প্রত্যাশীরা

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট সিটি কর্পোরেশনের করোনা ভ্যাকসিন কেন্দ্রে হয়রানির শিকার হচ্ছেন আগ্রহী নাগরিকবৃন্দ। নির্ধারিত সময়ের আগেই রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত কাউন্টার বন্ধ, সঠিক নির্দেশনা না পাওয়া, গাটের টাকা খরচ করে কেন্দ্রে দৌড়াদৌড়ি করতে করতে সাধারণ মানুষের কঠিন একটা দিন গেলো। ব্যর্থ হয়ে অনেককেই ফিরে যেতে হয়েছে ভগ্ন মনোরথে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর দু’টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের পঞ্চমতলায় অনলাইনে রেজিস্ট্রেশনের কাগজপত্র নিয়ে গেলে এ প্রতিবেদকসহ আরও কয়েকজন সাংবাদিক ও সাধারণ মানুষ সেখানে কমরত কারও হদিস পাননি। স্বেচ্ছাসেবকদের জিজ্ঞাসা করলে তাদের সাফ জবাব, আজ আর হবে না। তারা চলে গেছেন।

হতাশাগ্রস্ত ভ্যাকসিন প্রত্যাশিরা নির্ধারিত সময়ের আগে কাউন্টার বন্ধের কারণ জানতে এর কাছে ওর কাছে ছুটাছুটি করলেও সঠিক জবাব পাচ্ছিলেন না।

তাছাড়া আড়াইটার আগেই দেখা যায়, ১২টি বুথের প্রায় সবগুলোই বন্ধ। একটা বুথে ভ্যাকসিন প্রদানের কাজ চলছিল। পরে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলামের সহযোগিতায় এ প্রতিবেদকসহ দু’জন সাংবাদিককে সোয়া ২টার দিকে ভ্যাকসিন দেয়া হলেও অন্যদের ফিরে যেতে হয়েছে।

এই ফিরে যাওয়াদের সংখ্যা প্রচুর। সিলেট মহানগরীর দাড়িয়াপাড়ার শংকর বাবু (৫০) এসেছিলেন সস্ত্রীক। দু’টোর দিকে অনলাইন রেজিস্ট্রেশনের কাগজপত্র নিয়ে নির্ধারিত কাউন্টারে গিয়ে দেখেন সেখানে কেউ নেই। হাসপাতালের একজন পরিচ্ছন্নতাকর্মীকে জিজ্ঞেস করলে জবাব আসে, আজ শেষ কাল আসেন। তারা চলে গেছেন।

এরপর তিনি আরও কয়েজন স্বেসেবকের কাছে ছুটে গেলেও শেষ পর্যন্ত কোন লাভ হয়নি। আড়াইটার আগে ১১টি বুধ বন্ধ হয়ে যাওয়ায় কঠোর সমালোচনা চলে পুরো কেন্দ্রজুড়ে।

সার্বিক বিষয়ে আলাপকালে ডা. জাহিদুল ইসলাম বলেন, ওসমানীতে দৈনিক ভ্যাকসিন প্রদানের সক্ষমতা ১৮শ জনের। তবে আজ শনিবার মোট ৩ হাজার ৯শ’ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে। এত মানুষের জন্য কাজ করতে হয়েছে তাদের। তাই আজ একটু সমস্যা হয়েছে। তবে বিষয়টা আমরা দ্রুত সমাধানের চেষ্টা করছি।

নির্ধারিত সময়ের আগে কাউন্টার বন্ধের কারণ সম্পর্কে তিনি বলেন, বিষয়টি আমি জানি না। খোঁজ নিয়ে দেখবো। অন্তত আড়াইটা পর্যন্ততো রেজিস্ট্রেশনের কাজ চলার কথা।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ভ্যাকসিনের কোন সংকট নেই। তবে লোকবল আর সময়ের সমন্বয় করতে পারলে এ সমস্যা থাকবে না। আমরা সেই চেষ্টা করছি। তাছাড়া, টিকা নিতে নগরবাসীর আগ্রহ অনেক বেড়েছে। সেজন্যই কিছুটা চাপ সৃষ্টি হয়েছে।

সান নিউজ/এক/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শনিবার (৩ মে) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্দায়।...

হাসিনার মতো ভুল করবেন না, ড. ইউনূসকে সতর্কবার্তা হেফাজতের

বর্তমান সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে হেফাজতে ইসলামের নেতার...

ফেনীতে তালিকাভুক্ত ছিনতাইকারী বাদশা গ্রেফতার

ফেনীতে আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত এক ছিনতাইকারী চক্রের প্রধানকে গ্রেফতার...

সিন্ধু নদে বাঁধ দিলে ভারতে হামলার হুঁশিয়ারি পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর

সিন্ধু নদের পানিপ্রবাহ বন্ধ করলে পাকিস্তান সামরিক হামলা চালাবে বলে হুঁশিয়ারি...

মুক্তিযোদ্ধাদের অসম্মান এবং চাঁদাবাজির অভিযোগে ফুলবাড়ীতে উত্তেজনা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মুক্তিযোদ্ধাদের অসম্মান ও চাঁদাবাজির অভিযোগ নিয়ে ত...

রাখাইন রাজ্যে ‘মানবিক করিডর’ ইস্যুতে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেনটেটি...

পাকিস্তানি সেনা আটকের দাবি ভারতের, সীমান্তে ব্যাপক গোলাগুলি

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (০৩ মে) রাজস্থান সীমান্ত থেকে পাকিস্তা...

নারী সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনায় কমিটির দাবিতে রিট

নারী সংস্কার কমিশনের বিতর্কিত ও সাংঘর্ষিক ধারাগুলো পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ রবিবার (৪ মে) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্দায়।...

৪ মে: হোসনি মুবারাক এর জন্মদিন

হোসনি মুবারাক ১৯২৮ সালের ৪ মে কাফর-আল মেসেলহাতে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা