আর্টস

২৬ জুলাই রোববার, কেমন যাবে আপনার আজকের দিন

বিনোদন ডেস্কঃ

মেষ রাশি (মার্চ ২১ থেকে এপ্রিল ২০ অথবা চৈত্র থেকে বৈশাখ ):

প্রতিবেশীর কোনও কথায় মানসিক কষ্ট বাড়তে পারে। আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। আজ পাওনা আদায়ের জন্য দিনটি ভাল নয়। বাড়িতে কোনও অনিষ্ট হওয়া থেকে সাবধান। পেটের সমস্যার জন্য ডাক্তারের সঙ্গে আলোচনা। আজ বাইরে কোনও ভোগান্তি হওয়ার যোগ। সংসারে ভুল বোঝাবুঝি বৃদ্ধি। বন্ধু নিয়ে সমস্যা।

বৃষ রাশি (এপ্রিল ২১ থেকে মে ২০ অথবা বৈশাখ থেকে জ্যৈষ্ঠ ):

সংসারে ব্যপারে অধিক ব্যয় বৃদ্ধি। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে। বাড়িতে অনেক বন্ধু নিয়ে আনন্দ। গবেষণায় সাফল্য আসতে পারে। ব্যবসায় চিন্তা বৃদ্ধি পাবে। দুপুরের পরে বাড়িতে কলহ বাধতে পারে। চাকরির স্থানে নিজের বুদ্ধির সুনাম পেতে পারেন। কাজের প্রতি একটু অনীহা থাকবে। দাঁতের যন্ত্রণা বাড়তে পারে।

মিথুন রাশি (মে ২১ থেকে জুন ২০ অথবা জ্যৈষ্ঠ থেকে আষাঢ় ):

কোনও মহিলার প্রতি দুর্বলতা নিয়ে চিন্তা। খেলাধূলার জন্য চিন্তা বৃদ্ধি। ব্যবসায় কোনও সমস্যার সমাধান হতে পারে আজ। রাস্তা-ঘাটে বিপদের ঝুঁকি নেবেন না আজ । স্ত্রীর সঙ্গে ছোট কারণে বিবাদ। সকাল থেকে অধিক ব্যয় বাড়তে পারে। শিক্ষার ব্যপারে কোনও ভাল সুযোগ। কিছু পাওনা আদায় হতে পারে। বিজ্ঞান বিষয় আলোচনা। ব্যবসায় খরচ বৃদ্ধি। কাছে কোনও ভ্রমণ হতে পারে।

কর্কট রাশি (জুন ২১ থেকে জুলাই ২০ অথবা আষাঢ় থেকে শ্রাবণ ):

অপরের কোনও জিনিসের উপর লোভ বাড়তে পারে। সারাদিন প্রচুর পরিশ্রম করার জন্য শরীরে ক্লান্তি বৃদ্ধি। ক্ষত থেকে রোগ বাড়তে পারে। পুরনো জিনিস থেকে আয় হতে পারে। পিতার সঙ্গে বিবাদ। কোনও কাজে আজ সাহসের পরিচয় দিতে হবে। ভাল কাজের জন্য ভাল সুযোগ আসতে পারে। ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি। পিতার জন্য মানসিক কষ্ট বাড়তে পারে।

সিংহ রাশি (জুলাই ২১ থেকে অগাস্ট ২০ অথবা শ্রাবন থেকে ভাদ্র ):

আজ সকাল থেকে কাজের চাপ বাড়তে পারে। একাধিক পথে উপায় করতে গিয়ে বিপদের সম্ভাবনা। কাজের ব্যপারে উদ্বেগ বাড়তে দেবেন না। খেলাধূলার জন্য উপহার পেতে পারেন। অহেতুক ক্রোধ বাড়তে পারে। কূটিল মনভাবের জন্য অশান্তি বৃদ্ধি। অর্থ ব্যপারে সাহায্য মেলার সম্ভাবনা। পাওনা আদায়ে দেরি হতে পারে। পেটের সমস্যা থেকে সাবধান।

কন্যা রাশি (আগস্ট ২১ থেকে সেপ্টেম্বর ২০ অথবা ভাদ্র থেকে আশ্বিন ):

বাড়িতে কোনও বিবাদ থেকে দূরে থাকুন। ব্যবসার জন্য খরচ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয় বৃদ্ধি। নিজের চালাকির দ্বারা বিপদ থেকে উদ্ধার। প্রেমের জন্য মনে আনন্দ বাড়তে পারে। প্রেমের প্রতি ঘৃণাও আসতে পারে। শরীরের কোনও কষ্ট অবহেলা করবেন না। যাঁরা বিদেশে থাকেন তাঁদের জন্য ভাল সুযোগ হাতছাড়া হতে পারে। পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি।

তুলা রাশি (সেপ্টেম্বর ২১ থেকে অক্টোবর ২০ অথবা আশ্বিন থেকে কার্তিক ):

আজ ভাল কোনও কাজে বাধা পড়তে পারে। লজ্জাহীন কোনও কাজ আপনার দ্বারা হতে পারে। মায়ের সঙ্গে বিবাদের জন্য মনঃকষ্ট বৃদ্ধি। পড়াশোনার জন্য শুভ পরিবর্তন , ব্যবসার ব্যপারে কোনও ভাল আলোচনা। শরীরে ক্ষয় বৃদ্ধি। সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে। কাজের জন্য সুনাম বৃদ্ধি ও আনন্দ। বিদেশে থাকা কোনও বন্ধুর জন্য মন খারাপ। ব্যবসায় খরচ বাড়তে পারে। বুকে-পিঠে কোনও কষ্ট বাড়তে পারে।

বৃশ্চিক রাশি (অক্টোবর ২১ থেকে নভেম্বর ২০ অথবা কার্তিক থেকে অগ্রহায়ন ):

ব্যবসায় অতিরিক্ত ব্যয়ের কারণে ঋণ হতে পারে। প্রতিবেশীর জন্য কোনও অশান্তি বাড়তে পারে। অনেক দিনের আশা পূরণ হবার সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে বাইরের কোনও লোকের সঙ্গে বিবাদ বাড়তে পারে। রক্তচাপ বৃদ্ধি। কর্মস্থানে উৎ্কণ্ঠা বাড়তে পারে। বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। বাজে কোনও চিন্তার কারণে মনঃকষ্ট। লটারি থেকে কিছু আয়। উচ্চব্যক্তির জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন।

ধনু রাশি (নভেম্বর ২১ থেকে ডিসেম্বর ২০ অথবা অগ্রহায়ণ থেকে পৌষ ):

সন্তানের জন্য খুব ভাল দিন। সকালের দিকে ব্যবসায় বাড়তি কিছু খরচ নিয়ে চিন্তা। আজ কোনও অশুভ কিছু ঘটতে পারে। শরীরের কোনও অংশে পুরনো ব্যথা বাড়তে পারে। কর্মস্থানে সমস্যা নাজেহাল করবে। অকারণে তর্কে জড়াতে পারেন। স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ। আত্মীয়ের সঙ্গে সম্পত্তি ব্যাপারে বিবাদ। কর্মস্থানে কোনও বিবাদ নিয়ে চিন্তা। ব্যবসার ব্যপারে ভাল যোগাযোগ। বাড়তি খরচের জন্য চিন্তা।

মকর রাশি (ডিসেম্বর ২১ থেকে জানুয়ারি ২০ অথবা পৌষ থেকে মাঘ ):

সকাল থেকে প্রতিবেশীর সঙ্গে কোনও বিবাদ বা তর্ক বাধতে পারে। গোপন কোনও রোগ থেকে সাবধান। ব্যবসায় খরচের জন্য চাপ বৃদ্ধি। ঋণ থেকে মুক্তির সুযোগ। কাজে কোনও ভুল হবার সম্ভাবনা। ঘরের শত্রু থেকে একটু সাবধান। উচ্চপদস্থ ব্যক্তির সাহায়্যে উন্নতি লাভ। কোনও আশা নষ্ট হতে পারে। সম্পত্তির ব্যপারে চিন্তা বৃদ্ধি। কোনও মহিলার থেকে সাহায্য। স্ত্রীর আবদার পূরণ না হওয়ার জন্য বিবাদ।

কুম্ভ রাশি (জানুয়ারি ২১ থেকে ফেব্রুয়ারি ২০ অথবা মাঘ থেকে ফাল্গুন ):

চাকরির ব্যপারে চিন্তা বাড়তে পারে। শরীরে কোনও অংশে যন্ত্রণা থেকে কষ্ট। প্রেমে জটিলতা বৃদ্ধি। কোনও উপহার আসার সম্ভাবনা। কর্মস্থানে অস্থিরতা বাড়তে পারে। অর্থ ব্যপারে চাপ। কোনও কারণে মনে ভয় বাড়তে পারে। বন্ধুদের সঙ্গে একটু বুঝে কথা বলুন, বিবাদ হতে পারে। হৃদরোগ নিয়ে চিন্তা। আজ ব্যবসায় একটু মন্দা বাড়তে পারে।

মীন রাশি (ফেব্রুয়ারি ২১ থেকে মার্চ ২০ অথবা ফাল্গুন থেকে চৈত্র ):

নিজের চেষ্টায় প্রচুর অর্থ আয় করতে পারবেন। হজমের গণ্ডগোল হতে পারে। চাকরির জন্য ভাল যোগাযোগ হওয়ায আনন্দ। বাড়তি কোনও খরচের জন্য বাড়িতে বিবাদ। প্রেমে অশান্তি। আজ দিনটি খুব খারাপ যাবে না। শত্রু আজ দুর্বলতার সুযোগ নিতে পারে। জ্যোতিষচর্চা থেকে আনন্দ বৃদ্ধি। চাকরির স্থানে চাপ বাড়তে পরে।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ রবিবার (৪ মে) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্দায়।...

রাখাইন রাজ্যে ‘মানবিক করিডর’ ইস্যুতে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেনটেটি...

পাকিস্তানি সেনা আটকের দাবি ভারতের, সীমান্তে ব্যাপক গোলাগুলি

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (০৩ মে) রাজস্থান সীমান্ত থেকে পাকিস্তা...

"সাংবাদিকদের মত-পথ ভিন্ন হতে পারে, পেশার ক্ষেত্রে ঐক্যবদ্ধ হতে হবে": কামাল উদ্দিন সবুজ

দৈনিক দেশ রূপান্তর সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবু...

নীলফামারীতে মাসব্যাপী এ্যাথলেটিকস প্রশিক্ষণ শুরু

নীলফামারীতে জেলা ক্রীড়া দপ্তরের আয়োজনে মাসব্যাপী এ্যাথলেটিকস প্রশিক্ষণ শুরু হ...

কটিয়াদীতে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে লিচুর বিচি গলায় আটকে মোহাম্...

স্বতন্ত্র ‘স্বাস্থ্য সার্ভিস’ গঠনের সুপারিশ স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প...

হাসনাতের গাড়িতে হামলা : অভিযানে আটক ৫৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গা...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ সোমবার (৫ মে) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্দায়।...

৫ মে: কার্ল মার্কস এর জন্মদিন

মার্ক্স ১৮১৮ সালের ৫ মে প্রুশিয়ার (বর্তমান জার্মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা