খেলা

সেভিয়ার মাঠে রিয়ালের কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক : লা লিগায় অবশেষে জয়ের দেখা মিলল রিয়াল মাদ্রিদের। টানা তিন ম্যাচে জয়শূন্য থাকার পর অবশেষে শনিবার (৫ ডিসেম্বর) সেভিয়ার মাঠে ১-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। নিজেদের শেষ তিন ম্যাচের দুটিতে হার আর একটিতে ড্র করে খাদের কিনারায় পৌঁছে যায় লস ব্ল্যাঙ্কোসরা। সেভিয়া গোলরক্ষক ইয়াসিন বনুর একমাত্র আত্মঘাতি গোলে জয় পেয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা।

সেভিয়ার মাঠ রামোন সানচেজ পিজুয়ানে ম্যাচের শুরু থেকেই এক ভিন্ন রিয়ালের দেখা মেলে। শুরুতেই একাধিক গোলে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল লস ব্ল্যাঙ্কোসরা কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের গোল মিসের মহড়ায় তা আর হয়নি।

ম্যাচের প্রথম মিনিটে লুকাস ভাস্কেজের ডিফেন্স চেরা পাসে সেভিয়ার ডি বক্সে বল পেয়ে যান ভিনিসিয়াস কিন্তু দুর্দান্ত সুযোগ হাতছাড়া করেন গোলের বাইরে শট নিয়ে। এরপর ম্যাচের পঞ্চম মিনিটের মাথায় আবারও সুযোগ আসে ভিনিসিয়াসের কাছে তবে এবারেও হাতছাড়া করেন এই তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

খেলার ২১ মিনিটের মাথায় রিয়ালের সামনে আরও একবার গোলের সুযোগ আসে এবারেও রিয়াল ব্যর্থ। এরপর ৩৮ মিনিটের মাথায় রদ্রিগোর দারুণ এক পাস থেকে সেভিয়া ডি বক্সে চমৎকার এক শট নেন বেনজেমা তবে এবার বাধা হয়ে দাঁড়ায় ইয়াসিন বনো। তাই তো প্রথমার্ধে আর এগিয়ে যাওয়া হয়নি লস ব্ল্যাঙ্কোসদের।

বিরতি থেকে ফিরেই ম্যাচের ৫৫ মিনিটের মাথায় কাউন্টার অ্যাটাকে সেভিয়ার ডি বক্সে ভিনিসিয়াসের উদ্দেশ্যে বল বাড়িয়ে দেন ফারল্যান্ড মেন্ডি। ভিনিসিয়াস দারুণ এক শটে বল জালে জড়ানোর চেষ্টা করলে বল ইয়াসিন বনুর গায়ে লেগে গোলপোস্টে ঢুকে পড়ে। আর তার আত্মঘাতি গোলেই রিয়াল ম্যাচে লিগ নেয় ১-০ ব্যবধানে।

ম্যাচের বাকি সময়টা দুই দলই আক্রমণ প্রতি আক্রমণ করে যায় কিন্তু আর কেউই গোলের দেখা পায়নি। ঘরের মাঠে ম্যাচের ৬৩ শতাংশ বলই নিজেদের দখলে রাখে সেভিয়া। রিয়াল মাদ্রিদের যেখানে ১০টি শট গোল বরাবর নিয়েছিল সেখানে সেভিয়ার শট সংখ্যা ১২টি। আবার গোলের সুযোগ তৈরির ক্ষেত্রেও রিয়ালের থেকে এগিয়ে তাঁরা। লস ব্ল্যাঙ্কোসরা গোটা ম্যাচে মোট ৯টি গোলের সুযোগ তৈরি করেছে বিপরীতে সেভিয়ার করেছে ১০টি। তবে দিন শেষে পার্থক্য গড়ে দিয়েছে ইয়াসিন বনুর ওই আত্মঘাতি গোলটিই। আর তাতেই তিন ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে রিয়াল।

এই জয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এসেছে লস ব্ল্যাঙ্কোসরা। ১১ ম্যাচে ৬টি জয় ২টি ড্র আর ৩ হারে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল। চার পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল সোসিয়েদাদ আর ৬ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাংবাদিকতায় সেরাদের অ্যাওয়ার্ড দিচ্ছে ডিএমএফ

নিজস্ব প্রতিবেদক: আগামী জুন মাসে...

ভালুকায় কৃষকদের মাঝে উন্নয়ন সহায়তা প্রদান

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ২০২৩-২৪ অ...

বিশ্বকাপের দল ঘোষণা মঙ্গলবার

স্পোর্টস ডেস্ক: সব জল্পনা-কল্পনার...

এসএসসি পরীক্ষায় ফেল করায় আত্মহত্যা

নোয়াখালীর প্রতিনিধি: নোয়াখালীর সদ...

ঢাবিতে ‘আগুনমুখা’র নেতৃত্বে ফাহাদ-সামদানী

নিজস্ব প্রতিবেদক: বাকিবিল্লাহ ফাহাদকে সভাপতি ও মু. তানযীম সা...

পেঁয়াজ আমদানি শুরু

জেলা প্রতিনিধি : ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি...

ইবির প্রথম বাসকে ভাস্কর্যে রূপ দেওয়ার দাবি

নজরুল ইসলাম, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম বাস (কুষ্টিয়...

ফ্রান্সে প্রিজন ভ্যানে হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে প্রিজন ভ্যানে অতর্কিত হামলা চাল...

গৃহকর্মী হত্যায় দম্পতির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিলে শিল্পী বেগম (১১) নামে এক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা