ছবি: সংগৃহীত
সারাদেশ

মুন্সীগঞ্জে ২ উপজেলাকে গৃহহীনমুক্ত ঘোষণা 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলার ২ টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: আ’লীগ ভোটাধিকার সুরক্ষিত করেছে

বুধবার (৯ আগষ্ট) সকাল সাড়ে ১০ টার দিকে প্রধানমন্ত্রী দেশের ১২ টি জেলা ও ১২৩ টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণার সাথে শ্রীনগর ও টঙ্গীবাড়ি উপজেলার নামও ঘোষণা করেন।

এ সময় শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত মুন্সীগঞ্জের জেলা প্রশাসক আবু জাফর রিপনসহ সকলেই করতালির মাধ্যমে প্রধানমন্ত্রীর এ ঘোষণাকে সাধুবাদ জানান।

আরও পড়ুন: দুর্নীতির দায়ে শিক্ষকের বেতন বন্ধ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পরপরই আশ্রয়ণ দ্বিতীয় প্রকল্পের চতুর্থ ধাপে শ্রীনগর উপজেলার ২১ টি পরিবারের হাতে ২ শতাংশ জমিসহ পাকা ঘরের দলিল তুলে দেওয়া হয়।

এছাড়া সিরাজদিখান উপজেলায় ৩৪ টি, টঙ্গীবাড়ি ১৫ টি পরিবারের মধ্যে গৃহ ও জমি প্রদান করা হয়েছে। এর মধ্যে দিয়ে জেলার ৫ টি উপজেলা ভূমি-গৃহহীনমুক্ত ঘোষণা হলো।

উল্লেখ্য, চতুর্থ পর্যায়ে ১ম ধাপে চলতি বছরের ২২ মার্চ জেলায় ২১২ টি ঘর উদ্ভোধন করা হয়েছে। সে সময় মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলাকে ভূমি-গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: খাগড়াছড়িতে আদিবাসী স্বীকৃতির দাবি

প্রাকৃতিক বা অন্য কোন বিশেষ কারণে অন্য কোন ব্যক্তি ভূমিহীন বা গৃহহীন হলে তাদেরকে দ্রুততার সাথে পুর্নবাসনের আওতায় আনা হবে।

এ প্রকল্পটি মুজিববর্ষ উপলক্ষে ৪০০ বর্গফুট আয়তনের ২ কক্ষ বিশিষ্ট সেমিপাকা একক গৃহ সংযোজন করা হয়েছে। এই ঘরে ২ কক্ষের সামনে টানা বারান্দা এবং পেছনে রান্নাঘর ও স্বাস্থসম্মত স্যানিটারী ল্যাটট্রিন রয়েছে।

প্লাষ্টার ভিত্তিক স্থাপিত এ প্রকল্পে গ্রামগুলোতে সুনির্দিষ্ট দৃষ্টিদন্দন লে আউটের মাধ্যমে অভ্যন্তরীণ রাস্তা নিশ্চিত করা হয়েছে। একই সাথে ক্ষুদ্র ঋণসহ আর্থিক সেবা প্রাপ্তির ক্ষেত্রে প্রত্যয় ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: ট্যাঙ্কারের ধাক্কায় নারীর মৃত্যু

আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে স্বামী-স্ত্রী যৌথ মালিকানায় বিনা মূল্যে বিদ্যুৎ সংযোগ ও সুপেয় পানির সুবিধাসহ ২ শতক জমি ও একটি সেমিপাকা ঘরের মালিক হচ্ছেন। একই সাথে তাদের স্বাবলম্বী করতে ক্ষুদ্র ঋণ সুবিধা প্রদান করা হচ্ছে।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(শ্রীনগর সার্কেল) মো. তোফায়েল হোসেন সরকার, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ, বীর মুক্তিযোদ্ধা,গনমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন: কক্সবাজারে কমছে বন্যার পানি

শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ জানান, মাননীয় প্রধানমন্ত্রী শ্রীনগর উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন।

এরপরও কেউ গৃহ-ভূমিহীন হিসাবে আবেদন করলে, তা চলমান প্রক্রিয়ার আওতাভূক্ত হয়ে উপকারভোগী হতে পারবেন।

জেলা প্রশাসক আবুজাফর রিপন বলেন, আজ মুন্সীগঞ্জে মোট ৭০ টি পরিবার ভূমি ও গৃহ পেলো।

লৌহজং উপজেলাটি পদ্মা নদীর ভাঙন এলাকা। তাদের পুনর্বাসনে কি পদক্ষেপ নিবেন?- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সরকারের পরিকল্পনা রয়েছে। যতদিন পর্যন্ত গৃহহীন থাকবে, ততদিন পর্যন্ত গৃহ প্রদান করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভূঞাপুরে বৃষ্টির জন্য নামাজ আদায় 

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: প্রচণ্ড তাপদাহে জনজীবন অতিষ্ট। নেই...

শহীদ শেখ জামাল’র জন্ম

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অত...

রাতের আঁধারে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর):

লক্ষ্মীপুরে চলছে ৫ ইউনিয়নে ভোট

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি...

মুন্সীগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন

মো. নাজির হোসেন, মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলায় ভূমি অফি...

ডেঙ্গুতে বিশ্বে ৪০ হাজার মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: ডেঙ্গু রোগে...

গোটা দেশকে বন্দিশালা বানানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির অঙ্গ ও...

নারী আম্পায়ারের সমালোচনায় সুজন

স্পোর্টস ডেস্ক: চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ড...

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাত, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে টর্নেড...

বাস-মাইক্রো সংঘর্ষে নিহত বেড়ে ৪

জেলা প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে বাস-মাইক্রোবাসের মুখোমু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা