জাতীয়

বাজেট অধিবেশনের জন্য এমপিদের রোস্টার

নিউজ ডেস্কঃ

আগামী ১০ জুন শুরু হতে যাচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। সেই লক্ষ্যে ইতিমধ্যেই প্রস্তুত করা হচ্ছে জাতীয় সংসদ। সব সময় বাজেট অধিবেশন উৎসবমুখর হলেও, এবার থাকছে ভিন্নতা। করোনা সংক্রমণকে মাথায় রেখে সকলের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এবার সাংসদদের রোস্টার তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, সংসদে যোগ দেওয়া প্রতিটি সদস্য, কর্মকর্তা, কর্মচারী এমনকি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিরও কোভিড টেস্ট করা হবে।

উপস্থিতির ক্ষেত্রে শুধু মাত্র কোরাম পূর্ণ হওয়ার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বয়স্ক ও অসুস্থ সাংসদদের উপস্থিত হতে নিরুৎসাহিত করা হবে। কোরামপূর্ণ করতে ৬০ জন সহ সব মিলিয়ে ৮০ জন সাংসদ সামাজিক দুরত্ব বজায় রেখে বসতে পারবেন।

অধিবেশন সংশ্লিষ্ট প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কাউকে সংসদ ভবনে ঢুকতে দেওয়া হবে না। এমনকি গণমাধ্যমকর্মীরাও সরাসরি সংবাদ সংগ্রহের অনুমতি পাবে না। যতটা সম্ভব অধিবেশন সংক্ষিপ্ত করা হবে।

অধিবেশন চলাকালে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি ও সুরক্ষা পালন করা হবে যথাযথভাবে।সংসদ সচিবালয়ের একাধিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে বাজেট অধিবেশনের সার্বিক প্রস্তুতি নিয়ে আজ বৈঠক করবে সংসদ সচিবালয়।

সংসদে বাজেট অধিবেশন দীর্ঘ সময় ধরে চললেও এবার সাত থেকে আট কার্যদিবসের মধ্যে শেষ হবে। ১০ জুন শুরু হওয়া এ অধিবেশন ৩০ জুন বাজেট পাসের মধ্য দিয়ে শেষ হবে। ১১ জুন বাজেট পেশের পর মধ্যে মধ্যে বিরতি দিয়ে চলবে অধিবেশন। বাজেটের ওপর আলোচনাও হবে সংক্ষিপ্ত।

সম্পূরক বাজেটসহ সব মিলিয়ে ১০/১২ ঘণ্টা আলোচনা হতে পারে। সাধারণত অধিবেশন শুরুর দিন সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সার্বিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলেও কার্য উপদেষ্টা কমিটির বৈঠক এবার হচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

১১ জুন বেলা তিনটায় জাতীয় সংসদে আসন্ন ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। এরপর কার্যদিবসের অধিবেশন শুরু হবে বেলা ১১ টায়। বিনা বিরতিতে দিনের কার্যসূচি শেষ করা হবে। এবারের অধিবেশনে প্রশ্ন-উত্তর পর্বও থাকছে না।

এ ব্যাপারে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘রোস্টার অনুযায়ী এমপিরা আসবেন। বাড়তি কেউ আসতে পারবেন না। গণমাধ্যমকর্মীদের টিভি দেখে সংসদ কভার করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যেসব স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে তার সবই অনুসরণ করা হবে।’

উল্লেখ্য, সংবিধান অনুযায়ী নিয়ম রক্ষার্থে গত ১৮ এপ্রিল বসেছিল জাতীয় সংসদের ইতিহাসে সংক্ষিপ্ততম অধিবেশন। সেদিন ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পরিধান করা, সামাজিক দুরত্ব নিশ্চিত করাসহ বিভিন্ন বিধি নিষেধ আরোপ করা হয়।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভায় সরকারি খাল দখলের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভায় সরকারি খাল দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্...

মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ

বৃহস্পতিবার ১১ ডিসেম্বর, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুন্সীগঞ্জ হানাদার...

দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে: আব্দুল গফুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুষ্টিয়া–২ (মিরপুর–ভেড়াম...

পদত্যাগ করলেন মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণা...

গণপিটুনিতে আসামি নিহত, মামলা প্রত্যাহারে গ্রামবাসীর মানববন্ধন

নোয়াখালীর বেগমগঞ্জে একাধিক মামলার আসামি গণপিটুনিতে হত্যার ঘটনায় দায়েরকৃত মামল...

আসিফ রাজপথে গড়ে ওঠা সংগ্রামী নেতা: নুর

উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ জানানোর পর আসিফকে ঘি...

জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি, একই দিনে গণভোট

জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘো...

লাল আপেল হাতে কী ইঙ্গিত দিলেন জয়া আহসান!

অভিনেত্রী জয়া আহসান মানেই নতুন চমক। তিনি তার রূপ আর অভিনয় দক্ষতা দিয়ে যেমন...

মাদারীপুরে ধর্ষকের দ্রুত বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মাদারীপুরের শিবচরে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মিঠুন মজুমদারের ফাঁসির দাবিতে শিক...

২৪ ঘণ্টায় ৪২ ফুট গর্ত খুঁড়েও পাওয়া যায়নি সাজিদকে

৪২ ফুট পর্যন্ত খনন করেও রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গভীর গর্তে পড়ে যাওয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা