বিদ্যুৎ ও জ্বালানির অভাবে গত এক বছরে প্লাস্টিক শিল্প খাতে এক হাজার ২০০ কারখানা বন্ধ হয়েছে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)। এছাড়া নতুন কোনো বিনিয়োগও নেই। উদ্যোক্তারা জানান, একসময় এ খাতে ছয় হাজারেরও বেশি কারখানা ছিল।
বুধবার (১৮ জুন) রাজধানীর পল্টন টাওয়ারের বিপিজিএমইএ সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি সামিম আহমেদ এ তথ্য জানান।
বুধবার ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে বিপিজিএমইএর গুরুত্বপূর্ণ প্রস্তাব অন্তর্ভুক্তির জন্য এই সংবাদ সম্মেলন ডাকা হয়।
এ সময় নেতারা প্লাস্টিকশিল্পের জন্য নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এছাড়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবে রফতানিমুখী প্লাস্টিকশিল্পের জন্য আমদানি যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও কাঁচামালের ওপর শুল্কহার টেক্সটাইল শিল্পের মতো ১ শতাংশে নামিয়ে আনা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) বিশেষ বিবেচনায় নেওয়ার দাবি জানানো হয়।
এমন পরিস্থিতিতে আগামী ২০২৫-২৬ অর্থবছরে আমদানি যন্ত্রপাতির ওপর শুল্ক সুবিধা চেয়ে সরকারের কাছে ১৫টি সংশোধিত প্রস্তাব দিয়েছে বিপিজিএমইএ।
সাননিউজ/ইউকে