ছবি-যোবায়ের
শিক্ষা

প্রথম দিনের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

যোবায়ের হোসাইন : ঢাকাসহ সারাদেশে একযোগে ২০২৩ সালের এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে।

আরও পড়ুন : বুটেক্সের নতুন উপাচার্য ড. শাহ্ আলিমুজ্জামান

রোববার (৩০ এপ্রিল) শান্তিপূর্ণ পরিবেশে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হয়ে এই পরীক্ষা দুপুর ১টায় শেষ হয়।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। তাদের মধ্যে ১০ লাখ ২১ হাজার ১৯৭ জন ছাত্র ও ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন ছাত্রী। শিক্ষার্থীদের মধ্যে ১৬ লাখ ৪৯ হাজার ২৭৫ জন সাধারণ শিক্ষা বোর্ড, ২ লাখ ৯৫ হাজার ১২১ জন মাদরাসা শিক্ষা বোর্ড ও ১ লাখ ২৭ হাজার ৭৬৭ জন কারিগরি শিক্ষা বোর্ডের।

আরও পড়ুন : গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা

মোট ৩ হাজার ৮১০ কেন্দ্রে এবারের পরীক্ষা হচ্ছে। গতবছরের চেয়ে এবার কেন্দ্র বেড়েছে ২০টি। এবার ২৯ হাজার ৭৯৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা বসছে। গতবারের তুলনায় শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ২০৭টি।

এদিন রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, সন্তানদের পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষা করছেন সঙ্গে আসা অভিভাবকেরা। এসময় অভিভাবকেরা পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

তবে অভিভাবকদের মধ্যে অনেকে পরীক্ষার রুটিন নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ঈদের ছুটিতে সকলেই ঈদ উদযাপনে সময় কাটায়। বাচ্চাদের বিনোদনেরও তো প্রয়োজন আছে। তাছাড়া দীর্ঘ একমাস রোজা রেখে তারা ক্লান্ত। কিন্তু ঈদের সাতদিনের মাথায় পরীক্ষা শুরু হওয়াতে ছেলে-মেয়েরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারেনি।

পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা বলেন, আমরা যথাসম্ভব ভালো পরীক্ষা দেয়ার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ্ পরীক্ষা অনেক ভালো হয়েছে।

প্রশ্ন কিছুটা কঠিন ছিল উল্লেখ করে পরীক্ষার্থীদের অনেকে বলেন, আরো ভালোভাবে স্টাডি (পড়ালেখা) করতে হবে যেন পরবর্তী বিষয়গুলোতে আরো ভালো করতে পারি। পরীক্ষার হলের পরিবেশ সুন্দর এবং শান্ত ছিল বলেও জানান তারা।

আরও পড়ুন : কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

সাধারণত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে শুরু হয়। কিন্তু করোনা ও বন্যার কারণে সাত মাস পিছিয়ে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়। তবে এবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শিক্ষা মন্ত্রণালয় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিলে নেওয়ার কথা আগেই জানিয়েছিল।

জানা যায়, সাধারণ শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা আজ (রোববার) শুরু হয়ে আগামী ২৩ মে পর্যন্ত চলবে। ব্যবহারিক পরীক্ষা চলবে ২৪ মে শুরু হয়ে ৩০ মে পর্যন্ত। মাদরাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা আজ শুরু হয়ে আগামী ২৫ মে পর্যন্ত চলবে। ব্যবহারিক পরীক্ষা চলবে ২৭ মে শুরু হয়ে ৩ জুন পর্যন্ত।

আরও পড়ুন : এসএসসি-সমমান পরীক্ষা শুরু

কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা আজ শুরু হয়ে আগামী ২৩ মে পর্যন্ত চলবে। ব্যবহারিক পরীক্ষা ২৫ মে শুরু হয়ে চলবে আগামী ৪ জুন পর্যন্ত। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশিত হবে।

প্রসঙ্গত, এ বছর দেশের বাইরেও ৮টি কেন্দ্রে এসএসসি ও সমানের পরীক্ষা হচ্ছে। এসব কেন্দ্রের মধ্যে জেদ্দায় পরীক্ষায় অংশ নিচ্ছে ৮৯ জন, রিয়াদে ৫১ জন, ত্রিপলিতে ৪ জন, দোহায় ৭৭ জন, আবুধাবীতে ৪১ জন, দুবাইতে ২৭ জন, বাহরাইনে ৬৫ জন, সাহামে (ওমান) ২০ জন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে ভূমি দুস্যুর বিরুদ্ধে মানববন্ধন 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম...

ফসলের ক্ষতি করে চলছে অবৈধ ব্যাটারি ইন্ডাস্ট্রি

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর):

আজ শেরে বাংলার ৬২তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক: আজ অবিভক্ত বাংল...

গরমে বারবার গোসল করা কি ক্ষতিকর?

লাইফস্টাইল ডেস্ক: বৈশাখের শুরু থে...

খাগড়াছড়িতে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ৬ দশমি...

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ২০৬

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় ভিসার অপব্যবহার দায়ে ১৩২ জন ব...

কম্বোডিয়ায় বিস্ফোরণে ২০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : কম্বোডিয়ায় একটি সামরিক ঘাঁটিতে গোলাবারুদ...

তাপদাহের মধ্যে খুলল শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : তীব্র তাপপ্রবাহের মধ্যেই খুললো দেশের সব প...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ রোববার (২৮ এপ্রিল) বেশ কিছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা