ছবি: সংগৃহীত
শিক্ষা

কলেজছাত্রকে কোপালো স্কুল শাখার ৩ ছাত্র

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের সৃষ্টি কলেজের এক ছাত্রকে কোপানোর অভিযোগে এর স্কুল শাখার ৩ এসএসসি পরিক্ষার্থীকে আটক করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

আরও পড়ুন: জাপার সঙ্গে আসন নিয়ে আলোচনা হয়নি

বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় প্রতিষ্ঠান সংলগ্ন টাঙ্গাইল পৌর শহরের সুপারি বাগান এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ঐ ছাত্র বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় আটক ছাত্ররা হলেন- সৃষ্টি একাডেমিক স্কুলের এসএসসি পরিক্ষার্থী জিদান, ইসমাম ও আসলাম।

আহত সৃষ্টি কলেজ ছাত্র সূর্য (১৭) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামসুর গ্রামের কৃষক জুলহাস মিয়ার ছেলে। সে সৃষ্টি কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র ও প্রতিষ্ঠানের এনএক্স আবাসিক ভবনে বসবাসরত।

আরও পড়ুন: টুঙ্গিপাড়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ঘটনাটি ধামাচাপা দিতে সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান সংবাদ মাধ্যমে আনুষ্ঠানিক বক্তব্য দেননি। এমনকি ঘটনাটি পুলিশকেও অবগত করা হয়নি।

হামলার শিকার সূর্য জানায়, নামাজ পড়ে আবাসিক ভবনে ফেরার পথে হামলাকারী ওই ৩ ছাত্র আমাকে বলে তাদের এক বড় ভাই আমাকে ডেকেছেন। আমি ওই বড় ভাইয়ের কাছে যাওয়া মাত্রই পেছন থেকে তারা আমার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

কারা কী কারণে আমার উপর হামলা করলো এবং যে বড় ভাই আমাকে ডেকেছেন, আমি তাদের কাউকেই চিনি না। আমি ৩ মাস হলো মাত্র এই কলেজে ভর্তি হয়েছি।

আরও পড়ুন: ৫ নারী পাচ্ছেন রোকেয়া পদক

হামলাকারী জিদান জানায়, ভুলবশত ওই ছাত্রের উপর হামলা করেছে তারা।

সৃষ্টি কলেজের এনএক্স আবাসিক ভবনের ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, হামলার শিকার ও হামলাকারীরা আমাদের প্রতিষ্ঠানের ছাত্র। কেন তারা হামলার ঘটনাটি ঘটেছে, সেটি এখনো জানা যায়নি। এ বিষয়ে প্রতিষ্ঠানের উর্ধ্বতন কি পদক্ষেপ নিচ্ছেন, সে বিষয়েও তিনি অবগত নন বলে জানান।

আবাসিক ভবনের নিরাপত্তা প্রসঙ্গে জানতে চাইলে দায়িত্বরত ইনচার্জ আরও বলেন, ঘটনাটি প্রতিষ্ঠানের বাইরে ঘটেছে।

সৃষ্টি শিক্ষা পরিবারের পরিচালক মোস্তাফিজুর রহমান হ্যাপি বলেন, ঘটনাটি নিয়ে প্রতিষ্ঠানিকভাবে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। পুলিশকেও বিষয়টি অবগত করা হয়নি।

আরও পড়ুন: ফখরুলের জামিন নামঞ্জুর

সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান লায়ন ড. শরিফুল ইসলাম রিপনের মুঠোফোন একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (সহকারি উপ-পুলিশ পরিদর্শক) আতিকুর রহমান ভূঁইয়া জানান, সৃষ্টি শিক্ষা পরিবারের সূর্য নামের এক ছাত্রকে হাসপাতালের ৬ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

কয়েকজন ছাত্র তাকে মারধর করেছে, এমন তথ্য জানতে পেরেছি। মামলার বিষয়টি থানা কর্তৃপক্ষ অবগত করতে পারবেন।

সান নিউজে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দ্বিতীয় দিনের মতো শাহবাগে চলছে ছাত্র-জনতার বিক্ষোভ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের পর আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দ...

সংঘাত দীর্ঘস্থায়ী হলে পাকিস্তানের অর্থনৈতিক ক্ষতি হবে বেশি: মুডিস

ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা প্রতিনিয়ত বাড়ছে। আন্তর্জাতিক ঋণমান নির...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শনিবার (১০ মে) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্দায়...

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চান শাহবাগে আন্দোলনকারীরা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে জুলাই-আন্দোলনের...

ফেনীর স্থায়ীত্বশীল উন্নয়নে "নাগরিক সংলাপ"

ফেনীর স্থায়ীত্বশীল উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। চায়না-বাংলা ফ্রেন্ডশি...

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির নেপথ্যে ভয়ংকর গোয়েন্দা তথ্য?

ভারত-পাকিস্তানের সংঘর্ষ যখন চতুর্থ দিন চলছিল, তার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেস...

ফেনীতে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ স্থাপনের দাবি

ফেনীসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে চব্বিশের বন্যার পুনর্বাসন ও আসন্ন বর্ষা মৌসুমে...

বিশ্ব শান্তি ও সর্বজীবের মুক্তি কামনায় দিনাজপুরে মহানাম যজ্ঞ শুরু

বিশ্ব শান্তিকল্পে ও কলিযুগে সর্বজীবের মুক্তি কামনায় দিনাজপুর সুইহারী ওঁ দয়ানন...

সংরক্ষিত আসনের সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ...

ফেনীর স্থায়ীত্বশীল উন্নয়নে "নাগরিক সংলাপ"

ফেনীর স্থায়ীত্বশীল উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। চায়না-বাংলা ফ্রেন্ডশি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা