ছবি: সংগৃহীত
জাতীয়

খুলছে সব পোশাক কারখানা

নিজস্ব প্রতিবেদক: শ্রমিকদের আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া সব পোশাক শিল্প কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক মালিক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

আরও পড়ুন: হজের নিবন্ধন শুরু আজ

মঙ্গলবার (১৪ নভেম্বর) বন্ধ কারখানা সংশ্লিষ্ট এলাকার শ্রমিক, শ্রমিক সংগঠন, স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসন, শিল্প পুলিশের সাথে আলোচনার পর এ সিদ্ধান্ত নেয়া হয়।

গত রোববার (১২ নভেম্বর) পোশাক শিল্প কারখানায় কর্মচারী ও শ্রমিকদের নিরাপত্তা এবং কারখানার সম্পত্তি রক্ষার স্বার্থে ১৩০ টি পোশাক কারখানার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। এ ঘোষণার ২ দিনের মাথায় সব কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত এলো।

বিজিএমইএ সূত্রে জানা যয়, মজুরি বৃদ্ধির ঘোষণার পরও আন্দোলনে নেমে বিভিন্ন কারখানা ভাঙচুর করে শ্রমিকরা।

আরও পড়ুন: পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

ঘোষণার পর থেকে বেশ কিছু কারখানায় অজ্ঞাতপরিচয় কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক অযৌক্তিক দাবিতে বেআইনিভাবে কর্মবিরতি পালন করে এবং কারখানার কর্মকর্তাদের মারধর করে।

এ সময় তারা কারখানার ভেতরে ব্যাপক ভাঙচুর ও ধ্বংসযজ্ঞ চালায়। এসব কারণে পোশাক কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছিল।

বিজিএমইএ পরিচালক মহিউদ্দিন রুবেল জানান, মূলত পোশাক কারখানার কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের নিরাপত্তা এবং কারখানার সম্পত্তি রক্ষার স্বার্থে সব কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কারখানা মালিকরা।

আরও পড়ুন: তফসিল ঘোষণা সন্ধ্যায়

পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় কারখানাগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিক, শ্রমিক নেতা, কারখানা মালিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

তবে মিরপুরের ২/১ কারখানা এখনো বন্ধ রাখা হয়েছে। সেসব কারখানার সংশ্লিষ্ট শ্রমিক-মালিকদের সাথে আলোচনা চলছে। আশা করি, আগামীকালের মধ্যে সেগুলোও খুলে যাবে। কারখানা খোলার সিদ্ধান্ত হলেও সব ধরনের নতুন নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকছে।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান জানান, পোশাক কারখানায় নতুন নিয়োগ বন্ধ রাখতে বলেছি। পরিস্থিতি অনূকূলে এলে আবার নিয়োগ দেওয়া হবে।

আরও পড়ুন: বায়ুদূষণে ঢাকার অবস্থান চতুর্থ

পরে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বা বিকেএমইএ’র সদস্যভুক্ত কারখানায়গুলোও নতুন নিয়োগ বন্ধ করে।

সংগঠনটি এক চিঠির মাধ্যমে তাদের সদস্য কারখানাগুলোকে জানায়, প্রয়োজন না হলে নতুন নিয়োগ বন্ধ থাকবে। একই সাথে সামগ্রিক অবস্থার পরিপ্রেক্ষিতে কারখানাগুলোর গেটে নিয়োগ বন্ধ নোটিশটি দৃশ্যমান থাকবে।

এর আগে পোশাক শ্রমিকের সর্বনিম্ন মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণের বিষয়ে আপত্তি জানিয়েছে ১১ টি শ্রমিক সংগঠন। রোববার নিম্নতম মজুরি বোর্ডে লিখিত আপত্তি জানানো হয়।

আরও পড়ুন: বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

সেখানে শ্রমিকনেত্রী তাসলিমা আখতারের নেতৃত্বে ‘মজুরি বৃদ্ধিতে গার্মেন্ট শ্রমিক আন্দোলন’র ব্যানারে ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি জানানো হয়।

তারা বলেন, প্রস্তাবিত মজুরি কাঠামোতে ১২৫০০ টাকা নির্ধারণ এবং ১ ও ২ নম্বর গ্রেড বাতিল করে শ্রমিকদের ঠকানো হয়েছে।

শ্রমিক সংগঠনগুলো গ্লোবাল লিভিং ওয়েজ কোয়ালিশনের পরিসংখ্যান তুলে ধরে ন্যূনতম মাসিক ২৫ হাজার টাকা মজুরি নির্ধারণের কথা বলে। সেই সাথে ৫ ও ৬ নম্বর গ্রেডকে ৩ ও ৪ নম্বর গ্রেডের সাথে সমন্বয় করার দাবি জানায়।

আরও পড়ুন: কেরানীগঞ্জে মার্কেটে আগুন

উল্লেখ্য, সম্প্রতি বেতন বৃদ্ধির দাবিতে সাভার ও গাজীপুর এলাকার পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলনে নামেন।

গত ৭ নভেম্বর সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২৫০০ টাকা ঘোষণা করেন, যা কার্যকর হবে আগামী ডিসেম্বর মাস থেকে।

সরকার নির্ধারিত এ বেতন কাঠামো প্রত্যাখ্যান করে ২৩-২৫ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক সংগঠনগুলো আন্দোলন চালিয়ে যায়।

আন্দোলনে এরই মধ্যে বেশ কয়েক জনের প্রাণহানি হয়েছে। পাশাপাশি বেশ কিছু পোশাক কারখানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে।

সান নিউজে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পাথর তোলায় রাজনৈতিক দলের ‘ঐকমত্য’, পরে লুট

বিভিন্ন বিষয়ে নিজেদের মধ্যে বিরোধ থাকলেও পাথর উত্তোলনে রাজনৈতিক দলগুলোর স্থান...

জামায়াত, এনসিপির শর্তের চাপে বিএনপি, নির্বাচন নিয়ে নতুন শঙ্কা

বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন শর্ত দিয়ে আন্দোলনে নামার...

যমুনা সেতুর পশ্চিমে মহাসড়ক অবরোধ, বিচ্ছিন্ন ঢাকা-উত্তরবঙ্গ

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রক...

যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, রাজনীতি থেকে মাইনাস হবে: সালাহউদ্দিন

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। পাকিস্তানের বাণ...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা