নিজস্ব প্রতিবেদক: বিশ্বে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী আজ। এদিকে বিহিত পূজা, সন্ধি পূজা ও কুমারী পূজার মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে মহাঅষ্টমী উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।
এ মহাঅষ্টমীর অন্যতম আকর্ষণ হলো কুমারী পূজা। এ সময় মাতৃভাবে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা করে শ্রদ্ধা নিবেদন করা হবে। শাস্ত্র মতে ১ বছর থেকে ১৬ বছরের অজাতপুষ্প সুলক্ষণা কোনো কুমারীকে পূজা করা হয়।
আরও পড়ুন: ৮ বিভাগে বৃষ্টির আভাস
ব্রাহ্মণ অবিবাহিত কন্যাকেও পূজা করার বিধান রয়েছে এবং পূজার আগ পর্যন্ত গোপন রাখা হয় কুমারীর নাম। তিথি অনুযায়ী এদিন সন্ধি পূজা হবে বেলা ১২টা ১৩ মিনিট থেকে ১টা ১ মিনিটের মধ্যে। দেবী দুর্গার ভক্তকুলের প্রত্যাশা কুমারী পূজার মধ্য দিয়ে আবারও জানান দেয়া হবে নারী শক্তির, করা হবে নারীকে সম্মানের আহ্বান।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, এ বছর স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে সারা দেশে ৩১ হাজার ৪৬১ টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। আর রাজধানীতে পূজা হচ্ছে ২৫২টি মণ্ডপে।
সান নিউজ/এমএইচ