ইউক্রেনকে পশ্চিমারা রাশিয়ার মুখে একা ছেড়ে দিয়েছে- ইউক্রেননিয়ান প্রেসিডেন্ট
আন্তর্জাতিক

রাশিয়ার মুখে একা ছেড়েছে পশ্চিমারা

আন্তর্জাতিক ডেস্ক: গতকাল শুরু হওয়া সংঘাতের দ্বিতীয় দিনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেছেন, রাশিয়ার আক্রমণের মুখে ইউক্রেনকে একা ছেড়ে দেওয়া হয়েছে।

২৫ ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে এক ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, তারা একাই লড়ছেন আর শক্তিশালী দেশগুলো দূর থেকে শুধু দেখছে। সংবাদ বিবিসি।

ভলোদিমির জেলেনস্কি বলেন, আজ সকালেও আমরা একা দেশরক্ষায় লড়ছি। গতকালের মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনীগুলো দূর থেকে শুধু দেখছে।

তিনি বলেন, রাশিয়া কি গতকালের নিষেধাজ্ঞায় শান্ত হয়েছে? আমরা দেখতেই পাচ্ছি, এটি যথেষ্ট নয়।

বক্তব্যে ইউক্রেনীয় প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন, আজ সকালেও একাধিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তিনি জানান, ২য় দিনে ভোর ৪টা থেকেই হামলা শুরু করেছে পুতিন বাহিনী।

রাশিয়া এর আগে দাবি জানিয়েছিলো, তারা শুধু ইউক্রেনের সামরিক স্থাপনাতেই হামলা করছে। তবে জেলেনস্কির অভিযোগ, সামরিক-বেসামরিক উভয় ধরনের স্থাপনাতেই হামলা চালাচ্ছে রুশ বাহিনী।

জেলেনস্কি রাশিয়ার প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন, দ্রুত হোক বা দেরিতে, মস্কোকে আমাদের সঙ্গে কথা বলতেই হবে। ফলে যত তাড়াতাড়ি সেটি করবে, ক্ষয়-ক্ষতিও তত কম হবে। সেই পর্যন্ত আমরা আমাদের দেশকে রক্ষায় লড়ে যাবো।

এর আগে, পুতিনের নির্দেশে বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে আক্রমণ শুরু করে রুশ বাহিনী। তবে কঠিন প্রতিরোধ গড়ার চেষ্টা করছেন ইউক্রেনের সেনারা। প্রথমদিনের লড়াইয়েই দুই পক্ষের সামরিক-বেসামরিক মিলিয়ে শতাধিক মানুষ নিহত হয়েছেন। হামলার দ্বিতীয় দিনেও কিয়েভে বিস্ফোরণের খবর শোনা গেছে।

এদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত ইউক্রেনের ১ লাখ নাগরিক ঘরছাড়া হয়েছেন। এছাড়া কয়েক হাজার নাগরিক ইউক্রেন ছেড়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছেন।

ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ রাশিয়ার এ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ‘অবিবেচক ও উস্কানিমূলক হামলা’।

২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এতে ‘অসংখ্য’ মানুষের জীবন চরম ঝুঁকির মুখে পড়েছে। সংবাদ জানিয়েছে এএফপি।

জেন্স স্টলটেনবার্গ বলেন, ন্যাটোর মিত্র দেশগুলো ‘রাশিয়ার আগ্রাসনমূলক পদক্ষেপের পরিণতি মোকাবেলার ব্যাপারে বৈঠক করবে।’

এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি ইউক্রেনে রাশিয়ার বেপরোয়া ও উস্কানিমূলক হামলার কঠোর নিন্দা জানাচ্ছি। এ হামলার কারণে অসংখ্য বেসামরিক নাগরিকের জীবন ঝুঁকির মুখে পড়েছে।’

আরও পড়ুন: রুশ হামলায় ১৩৭ সেনা নিহত

তিনি আরো বলেন, ‘আমাদের বারবার সতর্ক বাণী উচ্চারণ এবং এ সংকটের কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার ব্যাপারে জোর প্রচেষ্টা চালানো সত্ত্বেও আবারো রাশিয়া একটি সার্বভৌম ও স্বাধীন দেশের বিরুদ্ধে আগ্রাসনের পথ বেছে নিলো।’

আরও পড়ুন: আজ পিলখানা হত্যা দিবস

স্টলটেনবার্গ বলেন, ‘এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং ইউরো-আটলান্টিক নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় হুমকি। দ্রুত রাশিয়ার সামরিক পদক্ষেপ বন্ধ করতে হবে এবং ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভূখন্ডগত অখন্ডতার প্রতি সম্মান জানাতে আমি মস্কোর প্রতি আহ্বান জানাচ্ছি।’

আরও পড়ুন: আশা দিয়েও এখন কেউ পাশে নেই

তিনি আরো বলেন, ‘আমরা এই ভয়ঙ্কর সময়ে ইউক্রেনের জনগণের পক্ষে রয়েছি। ন্যাটো তাদের সকল মিত্র দেশকে রক্ষায় সবকিছু করবে।’সূত্র : বাসস।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবচরে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ

মাদারীপুরের শিবচরে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ ও গাভী পালন প্রশিক্...

গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকে আগুন

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছ...

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে আলী রীয়াজকে নিয়োগ

উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে জাতীয় ঐকমত্য কমিশনের...

বিএনপি নেতার নেতৃত্বে ধলেশ্বরী নদীর তীরে মাটি চুরির অভিযোগ

রাতের আঁধারে মুন্সীগঞ্জ সদরের মীরকাদিমে ধলেশ্বরী নদীর তীরবর্তী চরের মাটি চুরি...

কলেজছাত্রী রোদেলা হত্যা মামলায় স্বামী সোহানের মৃত্যুদণ্ড

ফরিদপুরের কলেজছাত্রী সাজিয়া আফরিন রোদেলা হত্যা মামলায় স্বামী সোহানুর রহমান সো...

খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী কার্যক্রম শুরু

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে দিনাজপু...

সময়মতো সুষ্ঠু নির্বাচন হবে, তবে আ.লীগ অংশ নিতে পারবে না

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়ে...

দেশের ৫০ ভাগ নারী, নারীদের নেতৃত্ব ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের ৫০ ভাগ নারী।...

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে আলী রীয়াজকে নিয়োগ

উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে জাতীয় ঐকমত্য কমিশনের...

কলেজছাত্রী রোদেলা হত্যা মামলায় স্বামী সোহানের মৃত্যুদণ্ড

ফরিদপুরের কলেজছাত্রী সাজিয়া আফরিন রোদেলা হত্যা মামলায় স্বামী সোহানুর রহমান সো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা