সারাদেশ

ভোলায় বেপরোয়া লঞ্চের ধাক্কায় এক নারী যাত্রীর পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলার দৌলতখানে বেপরোয়া লঞ্চের ধাক্কায় কহিনুর (৪০) নামের এক নারী যাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার রাতে ঢাকাগামী ফারহান-৫ নামের একটি লঞ্চ ঘাটে ভিতরে গিয়ে দাঁড়িয়ে থাকা যাত্রীদের উপর উঠিয়ে দিলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দৌলতখান উপজেলার সৈয়দপুর এলাকার সালাউদ্দিনের স্ত্রী কহিনুর বেগম ঢাকা যাবার উদ্দেশ্যে লঞ্চে ওঠার জন্য পল্টুনে অপেক্ষা করছিলেন। রাত সাড়ে ৮টার দিকে টিপু কোম্পানির এমভি ফারহান-৫ নামের লঞ্চটি বেপরোয়া গতিতে ঘাটে এসে পল্টুনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের উপর তুলে দেয়। এতে কহিনুর বেগমের বা পায়ের হাটুর নিচের অংশ সম্পুর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। তাৎক্ষণিক তাকে দৌলতখান হাসপাতালে এবং ওই রাতেই বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়।

এদিকে স্থানীয়দের অভিযোগ ভোলা-ঢাকা নৌরুটের যাত্রীবাহী লঞ্চগুলো দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা করছে না। মানছে না নৌ ট্রাফিক আইন। অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের সাথে দুর্ব্যবহার এবং নদীতে বেপরোয়াভাবে চলাচলের কারণে জানমালের ক্ষতি হলেও তারা থেকে যায় আইনের ধরা ছোয়ার বাইরে। নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে অভিযোগ দিলেও কোন প্রতিকার হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সুত্র জানায়, ২০১৭ সালে টিপু কোম্পানির এমভি ফারহান নামের ঢাকাগামী লঞ্চ ভোলার আলিমুদ্দিন বাংলাবাজার এলাকায় একটি জেলে নৌকায় ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। ওই দুর্ঘটনায় মিরাজ, কামাল নামের দুই ভাই এবং তাদের ভাতিজা জসিম নিহত হন।

এছাড়া ২০২০ সালের ৬ ডিসেম্বর তুজমদ্দিন লঞ্চঘাট এলাকায় এমভি ফারহান লঞ্চের ধাক্কায় একটি জেলে ট্রলার ডুবে যায়। এ ঘটনার ৩ দিন পর ওই নৌকায় থাকা আল আমিন (১৯) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ১০ ডিসেম্বর ২০২০ তারিখে ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক মো: কামরুজ্জামান উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত প্রতিবেদন দিয়েছেন। কোন আইনী পদক্ষেপের খবর পাওয়া যায়নি।

এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক কামরুজ্জামান জানান, লঞ্চগুলো অনেক সময়ই নিয়মনীতির তোয়াক্কা করে না। উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, এ ধরণের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তকে সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি তদন্ত সাপেক্ষে দোষী নৌযানের মাস্টারের সনদ বাতিল এবং নৌযানের রুটপারমিট বাতিলেরও বিধান রয়েছে। তবে এ পর্যন্ত কারও বিরুদ্ধে এ ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে কি না তা তিনি জানাতে পারেননি।

নৌযান সংশ্লিষ্টদের অভিযোগ যেসব নৌযান বেপরোয়া গতিতে চালিয়ে এ ধরণের দুর্ঘটনা ঘটাচ্ছে ওইসব নৌযানের মালিকদের সাথে উর্ধ্বতন কর্তৃপক্ষের যোগসাজস রয়েছে। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না। তবে এমন অভিযোগ অস্বীকার করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিচালক রফিকুল ইসলাম জানান, আইনের চোখে সবাই সমান। শনিবার দুর্ঘটনায় পা হারানো যাত্রীর বিষয়ে খোঁজ খবর রাখা হচ্ছে। লঞ্চের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। তবে বিগত দিনে দুর্ঘটনায় পতিত ট্রলারগুলোর লাইসেন্স নেই, অনুমোদন নেই। তা ছাড়া তাদের মালিকরা কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ না দিলে ব্যবস্থা নেয়া যায় না।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হলো একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে

অভিযোগে বলা হয়, সেনা সমর্থিত সরকারের সময় ২০০৭ সালের ১৭ মার্চ তারা বৈশাখী টিভি...

দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০,খসড়া তালিকা প্রকাশ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্ব...

ট্রাম্পের দূতের হাতে বিশেষ পুরস্কার তুলে দিলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্...

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার দেবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ছাত...

দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০,খসড়া তালিকা প্রকাশ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্ব...

ইভিএম বাতিল, ফিরছে ‘না’ ভোট

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম বাতিল করে ‘না’ ভোটের বিধান ফিরি...

অবহেলায় শিক্ষা খাত, সংস্কারে কমিশনও করা হয়নি

অন্তর্বর্তী সরকারের এক বছরে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে দৃশ্যমান পরিবর্তন হ...

ভোটের অধিকার বাস্তবায়ন না হওয়ার ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

স্বৈরাচার পতনের আন্দোলনের প্রথম ধাপ শেষ হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চ...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মা...

রংপুরে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: আসক

রংপুরে তারাগঞ্জ উপজেলা এলাকায় ভ্যান চুরির সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা