খেলা

সিরিজ জিতলো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের সামনে দাঁড়াতেই পারছে না স্বাগতিক জিম্বাবুয়ে। সোমবার (৬ জুন) সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে আফগানরা। জিম্বাবুয়েকে উড়িয়ে এক ম্যাচ আগেই নিশ্চিত করেছে ওয়ানডে সিরিজ। শেষ ম্যাচে হোয়াইটওয়াশের মিশনে নামবে দলটি।

আরও পড়ুন: তামিম মিথ্যাচার করেছে!

হারারে স্পোর্টস ক্লাব মাঠে নির্ধারিত ৫০ ওভারে আগে ব্যাট করা জিম্বাবুয়ে ২২৮ রান করে অলআউট হয়। জবাবে ইব্রাহিম জাদরানের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ও রহমত শাহর বড় ফিফটির সুবাদে মাত্র ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান।

বিশ্বকাপ সুপার লিগে ১১ ম্যাচে নয় জয়ে আফগানদের সংগ্রহ বেড়ে দাঁড়ালো ৯০ পয়েন্ট। টেবিলে তিন নম্বরে উঠে এসেছে তারা। সিরিজের শেষ ম্যাচেও জিতলে বাংলাদেশের পর দ্বিতীয় দল হিসেবে পয়েন্টের সেঞ্চুরি হবে রশিদ খান, মোহাম্মদ নাবিদের।

জিম্বাবুয়ের করা ২২৮ রানের জবাবে খেলতে নেমে দলীয় ১৭ রানেই সাজঘরে ফিরে যান রহমানউল্লাহ গুরবাজ (৪)। শুরুতে ধাক্কা খেলেও দ্বিতীয় উইকেটে ১৯৫ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান ইব্রাহিম ও রহমত।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

আগের ম্যাচে ৯৪ রান করা রহমত এবার ৮৮ রান করে আউট হয়ে যান। রহমত না পারলেও ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ঠিকই তুলে নেন ইব্রাহিম। শেষ পর্যন্ত ১৩৮ বলে ১৬ চারের মারে ১২০ রান করে অপরাজিত থাকেন তিনি। অধিনায়ক হাশমতউল্লাহ শহিদির ব্যাট থেকে আসে ১ রান।

এর আগে ইনোসেন্ট কাইয়া ৬৩, রায়ান বার্ল ৫১ ও সিকান্দার রাজা ৪০ রানের ইনিংস খেললে কোনোমতে ২০০ পেরোয় জিম্বাবুয়ের ইনিংস। আফগানদের সবচেয়ে সফল বোলার ফরিদ আহমেদ। এই বাঁহাতি পেসার ৫৬ রানে নেন ৩ উইকেট। আর ২টি করে উইকেট শিকার ফজল হক ফারুকী, মোহাম্মদ নবি ও রশিদ খান।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভূঞাপুরে বৃষ্টির জন্য নামাজ আদায় 

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: প্রচণ্ড তাপদাহে জনজীবন অতিষ্ট। নেই...

শহীদ শেখ জামাল’র জন্ম

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অত...

রাতের আঁধারে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর):

লক্ষ্মীপুরে চলছে ৫ ইউনিয়নে ভোট

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি...

মুন্সীগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন

মো. নাজির হোসেন, মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলায় ভূমি অফি...

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু 

জেলা প্রতিনিধি: ঝালকাঠিতে পানিতে ডুবে আব্দুল্লাহ (৬) ও জামিল...

বাড্ডা এলাকায় দীর্ঘ লোডশেডিং

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরা থেকে বসুন্ধরা পর্যন্ত পাও...

হাইকোর্টের আদেশে সংক্ষুব্ধ শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: চলমান তাপপ্রবাহের মধ্যে প্রাথমিক ও মাধ্যমি...

এবার লাক্সের অ্যাম্বাসেডর হচ্ছেন সুহানা 

বিনোদন ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খান ও গৌরি খান দম্পতির কন্য...

বিএনপি কৃত্রিমভাবে সৃষ্ট রাজনৈতিক দল

নিজস্ব প্রতিবেদক: আ’লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা