খেলা

শেখ রাসেল জাতীয় ফেন্সিং প্রতিযোগিতার পুরস্কার প্রদান

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ ফেন্সিং এসোসিয়েশন কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে ২য় জুনিয়র এবং ক্যাডেট জাতীয় ফেন্সিং প্রতিযোগিতা-২০২২ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনাল (ইটচ) ও ন্যাশনাল ডিফেন্স কলেজের সাবেক কমান্ডেন্ট লেঃ জেঃ (অবঃ) শেখ মামুন খালেদ।

সম্প্রতি মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে এক বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেন্সিং এসোসিয়েশন সভাপতি এম. শোয়েব চৌধুরী।

আরও পড়ুন: মুক্তি পেল নেইমারের ‘জীবন’

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ মাসুদ করিম, আইআইবিএ, বাংলাদেশের সভাপতি কাজী সাইফুল হক এবং পেট্রোবাংলার উর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ আলী।

প্রধান অতিথির বক্তৃতায় লেঃ জেঃ (অবঃ) শেখ মামুন খালেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ ফেন্সিং এসোসিয়েশন বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি কৃজ্ঞতার বহিঃপ্রকাশান্তে যে জাতীয় ফেন্সিং প্রতিযোগিতার আয়োজন করেছে তা অত্যন্ত প্রশংসনীয়।

আরও পড়ুন: ডাচদের হোয়াইটওয়াশ করল আফগানরা

তিনি আরও জানান, ২০১৭ সাল থেকে নিয়মিত ফেন্সিং টুর্নামেন্টে দেখে আসছেন এবং মুক্তিযোদ্ধের চেতনায় উজ্জীবিত একটি সংগঠন হিসেবে ফেন্সিং এসোসিয়েশন ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি ফেন্সিং এসোসিয়েশন সভাপতি এম.শোয়েব চৌধুরীর নেতৃত্বের উজ্জল দিকগুলো তুলে ধরেন।

মোঃ মাসুদ করিম তার বক্তৃতায় বলেন, ২০১৭ সাল হতে এই অল্প সময়ের মধ্যে শোয়েব চৌধুরীর নেতৃত্বে ফেন্সিং দেশব্যাপী জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি আর্ন্তজাতিক প্রতিযোগিতায় স্বর্ণ পদক জয়ের মাধ্যমে দেশের যে সুনাম কুড়িয়েছেন তা উদাহরণ হয়ে থাকবে এবং তার নেতৃত্বে ফেন্সিং অলিম্পিক ও কমনওয়েলথ প্রতিযোগিতাতেও দেশের পতাকা সম্মানের সাথে উত্তোলন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: বাবা হলেন ক্রিকেটার যুবরাজ

বাংলাদেশ ফেন্সিং এসোসিয়েশন সভাপতি জনাব এম শোয়েব চৌধুরী তার বক্তৃতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং শেখ রাসেলের প্রতি ভালবাসা ও তার স্মৃতিকে ধরে রেখে নিয়মিত এই ধরনের প্রতিযোগিতার আয়োজনের অঙ্গীকার ব্যক্ত করেন।

এছাড়া আয়োজক কমিটি, উপস্থিত অতিথিবৃন্দ, প্রতিযোগিতা সংশ্লিষ্ট সকল ব্যাক্তিবর্গ ও ফেন্সাদের উদ্দেশ্যে ধন্যবাদ বক্তব্য রাখেন বাংলাদেশ ফেন্সিং এসোসিয়েশন কার্যনির্বাহীর কমিটির সদস্য ও দৈনিক এশিয়ান এইজ পত্রিকার প্রকাশক মোঃ আল-আমীন চৌধুরী।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর):

বোয়ালমারীতে হত্যাচেষ্টা মামলায় সুদেব সিং গ্রেফতার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে...

বাংলাদেশের বিশ্বকাপ ফটোসেশন

স্পোর্টস ডেস্ক : আগামী ২ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের...

স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে পারিবারিক কলহের জে...

ভোলায় এলজিইডি’র জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ 

ভোলা প্রতিনিধি: ভোলায় জেলা ও উপজে...

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ২৯ জনকে গ্রে...

আগুনে শতাধিক ঘর-দোকান ভস্মীভূত

জেলা প্রতিনধি : গাজীপুরের ভোগড়া এলাকায় আগুনে তিনটি কলোনির...

বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হয়ে মো. সা...

হেনরি ফন্ডা’র জন্ম

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

৫৮ জেলায় বইছে তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক : কয়েকদিনের বিরতির ফের গরম বাড়তে থাকায় দেশে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা