শিক্ষা

শাবিতে কোর্স শেষের আগেই সার্টিফিকেট দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ (স্নাতকোত্তর) সেশনের তিন শিক্ষার্থী মাস্টার্স চলাকালেই তৃতীয় সেমিস্টারে থিসিসের জন্য ভর্তি হন। থিসিস চলাকালে তারা অ্যাপেয়ার্ড সার্টিফিকেট দিয়ে শিক্ষক পদে আবেদনও করেন গত বছরের সেপ্টেম্বরে।

শিক্ষার্থীরা হলেন- সামিয়া আক্তার (শামিমা চুমকি), আকাশ সাহা ও চাঁদ মিয়া।

জানা যায়, কোর্স অসম্পূর্ণ রেখেই পরবর্তী সময়ে নিয়োগ মৌখিক পরীক্ষার সুযোগ পান এই তিনজন। মৌখিক পরিক্ষার পূর্বমুহূর্তে বিষয়টি শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের নজরে এলে তিনি তাদের পরিক্ষা বন্ধ করে দেন।

এই ঘটনার কিছুদিন পরে আবার মাস্টার্সের সার্টিফিকেটের জন্য আবেদন করেন তিন শিক্ষার্থী। তাদের কোর্স অসম্পূর্ণ থাকলেও বিভাগ থেকে প্রেরিত ফলাফল শিটে সম্পূর্ণ দেখানোয় তাদেরকে সার্টিফিকেটও প্রদান করে পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। বিষয়টি জানাজানি হলে বিভাগীয় প্রধানকে শোকজ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শোকজের জবাব মনঃপূত না হওয়ায় ১৮ অক্টোবর একাডেমিক কাউন্সিলের ১৬১তম সভায় বিষয়টি ব্যাপকভাবে সমালোচিত হয়। অনলাইনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। কোর্স শেষ করার আগেই সার্টিফিকেট প্রদানের বিষয়টি ভুল হয়েছে বলে সভায় জানান পরীক্ষা কমিটির সভাপতি ও নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. নূর মোহাম্মদ মজুমদার।

এ বিষয়ে জানতে চাইলে নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. নূর মোহাম্মদ মজুমদার বলেন, এটা অনিচ্ছাকৃত ভুল। কাউকে কোনো ধরনের সুবিধা দেয়ার জন্য বিষয়টি করা হয়নি। তবে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের বিষয়টি ক্রস চেক করা উচিত ছিল। পরীক্ষা নিয়ন্ত্রক মো. মুজিবুর রহমান বলেন, বিভাগ যেখানে ফলাফল শিটে কোর্স সম্পূর্ণ লেখে পাঠায়, সেখানে পরবর্তী সেমিস্টারে থিসিস কে করবে, তা জানার সুযোগ পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে নেই।

এমনকি চূড়ান্ত ফল প্রকাশের ১৪ দিন পরে বিভাগ বোর্ড অব এডভান্সড স্টাডিজে জানায় যে তিনজন থিসিস করবে। পুরো বিষয়টিতে বিভাগের ভুল ও কোর্স শেষ না করেই সার্টিফিকেট তোলার মনমানসিকতাই দায়ী। এ বিষয়ে তিন শিক্ষার্থীর বক্তব্য হল, পুরো বিষয়টিতে প্রশাসনের ভুল ছিল। তবে মাস্টার্স শেষ করার আগেই কেন সার্টিফিকেটের জন্য আবেদন করলেন এ বিষয়ে কেউই কোনো ধরনের সদুত্তর দিতে পারেননি। শিক্ষার্থী সামিয়া আক্তার বলেন, ‘জানি না কীভাবে আমরা তুলতে পারছিলাম।

সার্বিক বিষয়ে শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত। এ ধরনের ভুল কীভাবে হল, তা জানতে শোকজ করা হয়েছিল। শোকজের জবাব মনঃপূত না হওয়ায় পুনরায় শোকজ করা হয়। শোকজের জবাবের পরিপ্রেক্ষিতে সামনের একাডেমিক কাউন্সিলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে হামলা-ভাংচুর 

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে...

আগুনে শতাধিক ঘর-দোকান ভস্মীভূত

জেলা প্রতিনধি : গাজীপুরের ভোগড়া এলাকায় আগুনে তিনটি কলোনির...

কানে ‘গোলাপী রানি’ উর্বশী

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র জগতের সবচ...

আজ ঐতিহাসিক ফারাক্কা দিবস 

নিজস্ব প্রতিবেদক: আজ ১৬ মে, ঐতিহা...

দেশ ছাড়ল বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের স্ব...

আজ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস 

নিজস্ব প্রতিবেদক: আজ আ’লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ...

বজ্রপাতে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমব...

নদীতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে মো. আব্দ...

মসজিদে আগুনে পুড়ে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় একটি মসজিদে বাইরে থেকে তালা আট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা