জাতীয়

রোহিঙ্গা সমস্যা যত বেশি দীর্ঘায়িত হবে মানবপাচারের ঝুঁকি তত বাড়বে

নিজস্ব প্রতিবেদক:
উন্নত জীবনের স্বপ্নে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের অনেকে অবৈধ পথে বিদেশে পাড়ি দেয়ার পথ বেছে নিচ্ছেন। জীবনের ঝুঁকি নিয়ে সে পথে পা বাড়িয়ে জীবনটাকেই হারাচ্ছেন অনেকে। বঙ্গপোসাগরের পথ ধরে মালয়েশিয়ার পাড়ি দেয়ার বিষয়টিও নতুন কিছু নয়। মানব পাচারকারীরাও এই সুযোগে তাদের তৎপরতা বাড়িয়ে অনেক। সবশেষ গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মালয়েশিয়ায় যেতে গিয়ে ট্রলারডুবিতে প্রান হারিয়েছেন ১৬ রোহিঙ্গা। এধরণের ঘটনা এখানেই থেমে থাকবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও বললেন সেই কখা।

রোহিঙ্গা সমস্যা যত বেশি দীর্ঘায়িত হবে মানবপাচারের ঝুঁকি তত বাড়বে বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অথিতি ভবন পদ্মায় এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, ‘রোহিঙ্গারা যে পাচারের হচ্ছে বা হবে এই ঝুঁকির কথা আমরা সবসময়ে বলেছি। আমরা জানি যে, এই সমস্যা যত বেশি দীর্ঘায়িত হবে মানবপাচারের বিষয়গুলো থাকবে।’

পররাষ্ট্র সচিব বলেন, ‘এখানে শুধু মানবপাচার নয়, মাদক ব্যবসারও ঝুঁকি আছে। এসব বিষয় বিবেচনা করেই কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য চিন্তা করা হয়েছে। তাদের নিরাপত্তা ও বাংলাদেশের অন্য জায়গায় রোহিঙ্গারা যেন যেতে না পারে সেটির বিবেচনা করে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে।’

রোহিঙ্গাদের হাতে বাড়তি অর্থ থাকার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘যে মুহূর্তে তাদের হাতে বাড়তি অর্থ থাকবে, তারা মানবপাচারকারীদের শিকার হবে। অতীতে আমরা দেখেছি শুধু বাংলাদেশ থেকে নয়, রাখাইন থেকেও তারা পাচারের শিকার হয়েছে।’

তিনি বলেন, ‘তারা বিভিন্ন সময়ে বাংলাদেশের পাসপোর্ট বা অন্য জিনিস পাওয়ার চেষ্টা করেছে এবং অনেক সময়ে ধরাও পড়েছে। সুতরাং এই বিষয়গুলো নিয়ে বেশি সাবধান থাকতে হবে। এসব কারণে ভাসানচরের যে বিষয়টি সেটি গুরুত্বপূর্ণ। তারা সেখানে ভালো থাকবে এবং এই ঝুঁকিগুলি কম থাকবে।’

ভাসানচর প্রস্তুত আছে এবং আগামী শুক্রবার পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্যরা সেখানে যাবে বলে মন্তব্য করেন সচিব।

জঙ্গি গ্রুপের উপস্থিতির বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যশনালের রিপোর্টের বিষয়ে তিনি বলেন, ‘জঙ্গি গ্রুপের বিষয়ে আমাদের জানা নাই। কিসের ওপর ভিত্তি করে টিআইবি এই তথ্য দিয়েছে সেটি আমরা জানি না। আমাদের নিরাপত্তা বাহিনী যথেষ্ট তৎপর। কিন্তু রাতের অন্ধকারে হয়তো মাদক চোরাচালান হয়। এছাড়া ছোট আগ্নেয়াস্ত্র এক-দুইবার পাওয়া গেছে এবং সেগুলো আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। আমাদের তথ্য অনুযায়ী জঙ্গি গ্রুপ কাজ করছে এমন কিছু জানা নাই।’

সৌদি আরবে থাকা রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, ‘এটি নিয়ে আলোচনা চলছে। আজকে সৌদি আরবের সঙ্গে যৌথ কমিশনের বৈঠক আছে।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার...

লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অবরুদ্ধ, পুলিশে সোপর্দ

সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফ...

রাতভর কিয়েভে রুশ হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় নিহত হয়েছেন অ...

বুয়েটসহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন চলছে

বুয়েটসহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তিন দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন...

বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই: আইএসপিআর

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহি...

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সিইসির বৈঠক বাতিল

রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের &l...

মুনিয়ার মৃত্যুতে তৌহিদ আফ্রিদির সংশ্লিষ্টতার প্রমাণ মিলছে

বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির কল রেকর্ডে প্রমাণিত হয়েছে মুনিয়ার মৃ...

চীনের সামরিক কুচকাওয়াজে যাচ্ছেন পুতিন-কিম,আমন্ত্রণ পাননি পশ্চিমা নেতারা

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন আগামী ৩ সেপ্টেম্বর বেইজিংয়ে আয়োজিত সামরিক...

নতুন রেকর্ড গড়ল রজনীকান্তের ‘কুলি’

গত জুলাই মাসে মোহিত সুরির ‘সাইয়ারা’ মুক্তির পরই বক্স অফিসে ঝড় ওঠে...

‘ইয়ামালের গাড়ি বা বান্ধবী নয়, ওর খেলা দেখুন’

মাস দুয়েক ধরে মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচনায় লামিনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা