জাতীয়

রোহিঙ্গা সমস্যা যত বেশি দীর্ঘায়িত হবে মানবপাচারের ঝুঁকি তত বাড়বে

নিজস্ব প্রতিবেদক:
উন্নত জীবনের স্বপ্নে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের অনেকে অবৈধ পথে বিদেশে পাড়ি দেয়ার পথ বেছে নিচ্ছেন। জীবনের ঝুঁকি নিয়ে সে পথে পা বাড়িয়ে জীবনটাকেই হারাচ্ছেন অনেকে। বঙ্গপোসাগরের পথ ধরে মালয়েশিয়ার পাড়ি দেয়ার বিষয়টিও নতুন কিছু নয়। মানব পাচারকারীরাও এই সুযোগে তাদের তৎপরতা বাড়িয়ে অনেক। সবশেষ গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মালয়েশিয়ায় যেতে গিয়ে ট্রলারডুবিতে প্রান হারিয়েছেন ১৬ রোহিঙ্গা। এধরণের ঘটনা এখানেই থেমে থাকবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও বললেন সেই কখা।

রোহিঙ্গা সমস্যা যত বেশি দীর্ঘায়িত হবে মানবপাচারের ঝুঁকি তত বাড়বে বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অথিতি ভবন পদ্মায় এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, ‘রোহিঙ্গারা যে পাচারের হচ্ছে বা হবে এই ঝুঁকির কথা আমরা সবসময়ে বলেছি। আমরা জানি যে, এই সমস্যা যত বেশি দীর্ঘায়িত হবে মানবপাচারের বিষয়গুলো থাকবে।’

পররাষ্ট্র সচিব বলেন, ‘এখানে শুধু মানবপাচার নয়, মাদক ব্যবসারও ঝুঁকি আছে। এসব বিষয় বিবেচনা করেই কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য চিন্তা করা হয়েছে। তাদের নিরাপত্তা ও বাংলাদেশের অন্য জায়গায় রোহিঙ্গারা যেন যেতে না পারে সেটির বিবেচনা করে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে।’

রোহিঙ্গাদের হাতে বাড়তি অর্থ থাকার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘যে মুহূর্তে তাদের হাতে বাড়তি অর্থ থাকবে, তারা মানবপাচারকারীদের শিকার হবে। অতীতে আমরা দেখেছি শুধু বাংলাদেশ থেকে নয়, রাখাইন থেকেও তারা পাচারের শিকার হয়েছে।’

তিনি বলেন, ‘তারা বিভিন্ন সময়ে বাংলাদেশের পাসপোর্ট বা অন্য জিনিস পাওয়ার চেষ্টা করেছে এবং অনেক সময়ে ধরাও পড়েছে। সুতরাং এই বিষয়গুলো নিয়ে বেশি সাবধান থাকতে হবে। এসব কারণে ভাসানচরের যে বিষয়টি সেটি গুরুত্বপূর্ণ। তারা সেখানে ভালো থাকবে এবং এই ঝুঁকিগুলি কম থাকবে।’

ভাসানচর প্রস্তুত আছে এবং আগামী শুক্রবার পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্যরা সেখানে যাবে বলে মন্তব্য করেন সচিব।

জঙ্গি গ্রুপের উপস্থিতির বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যশনালের রিপোর্টের বিষয়ে তিনি বলেন, ‘জঙ্গি গ্রুপের বিষয়ে আমাদের জানা নাই। কিসের ওপর ভিত্তি করে টিআইবি এই তথ্য দিয়েছে সেটি আমরা জানি না। আমাদের নিরাপত্তা বাহিনী যথেষ্ট তৎপর। কিন্তু রাতের অন্ধকারে হয়তো মাদক চোরাচালান হয়। এছাড়া ছোট আগ্নেয়াস্ত্র এক-দুইবার পাওয়া গেছে এবং সেগুলো আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। আমাদের তথ্য অনুযায়ী জঙ্গি গ্রুপ কাজ করছে এমন কিছু জানা নাই।’

সৌদি আরবে থাকা রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, ‘এটি নিয়ে আলোচনা চলছে। আজকে সৌদি আরবের সঙ্গে যৌথ কমিশনের বৈঠক আছে।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবি আদায়ের লক্ষে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবি এবং শিক্ষক আন্দোলনে পুল...

এনসিপির দাবিকৃত ‘শাপলা’ প্রতীক নিতে চায় বাংলাদেশ কংগ্রেস

দলীয় প্রতীক হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’র দাবি করে...

গাজায় যুদ্ধবিরতি, শান্তির বার্তা ট্রাম্পের

প্রায় দুই বছর ধরে চলা গাজায় যুদ্ধ শেষ হয়েছে বলে মন...

কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লার সীমান্ত এলাকায় পিকআপে থাকা প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও...

রিজভী-মির্জা আব্বাসসহ নাশকতা মামলায় অব্যাহতি পেলেন ১৬৭ জন

রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা নাশকতা মামলায় আদালত দায়মুক্তি দিয়েছে বিএন...

জাতীয় নির্বাচন হবে জনগণের ক্ষমতায়নের প্রাতিষ্ঠানিক রূপ

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন হবে ন্যায়বিচার ও জনগণের ক্ষমতায়...

হতাশা হয়ে এনসিপি নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলার প্রধান সমন্বয়ক মো. ফিরোজ আলমগীর দ...

ভোজ্যতেলের দাম লিটারে সর্বোচ্চ ১৩ টাকা বাড়লো

দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে। ব্যবসায়ীরা বোতলজাত সয়াবিন তেলের দাম...

এনসিপির দাবিকৃত ‘শাপলা’ প্রতীক নিতে চায় বাংলাদেশ কংগ্রেস

দলীয় প্রতীক হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’র দাবি করে...

বরিশাল বিপিএল খেললে তামিমও খেলবে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর আগামী ডিসেম্বর-জানুয়ারিতে মাঠে গড়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা