সারাদেশ

ফরিদপুরে টিকার বরাদ্দ শেষ

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরে টিকার বরাদ্দ শেষ। তাই আপাতত টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে। নতুন করে বরাদ্দ চেয়ে চিঠি দেয়া হয়েছে।

রোববার (৮ আগস্ট) দুপুর থেকে ফরিদপুর সদরের তিনটি কেন্দ্রে টিকা ফুরিয়ে যাওয়ায় এ কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়াও সিভিল সার্জন অফিসের ডিপোতেও বরাদ্দকৃত টিকার মজুত শেষ হয়ে গেছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান।

জানা গেছে, রোববার দুপুর ১২টা থেকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতাল এবং পরবর্তীতে ধাপে ধাপে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ফরিদপুর পুলিশ লাইন্স হাসপাতালের টিকার বরাদ্দ ফুরিয়ে যাওয়ায় টিকা দেয়া বন্ধ হয়ে যায়।

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দিকুর রহমান বলেন, টিকা শেষ হয়ে যাওয়ায় রোববার দুপুর থেকে ফরিদপুর সদরের তিনটি কেন্দ্রে টিকাদান বন্ধ রয়েছে। উপজেলা পর্যায়ের মধ্যে নগরকান্দা ও মধুখালীতে সোমবার (৯ আগস্ট) টিকা দেয়া সম্ভব হলেও মঙ্গলবার (১০ আগস্ট) থেকে টিকাদান বন্ধ হয়ে যাবে। জেলার অন্য ছয়টি উপজেলার টিকাও প্রায় শেষ পর্যায়ে।

এদিকে, রোববার দুপুর ১টার দিকে ফরিদপুর জেনালের হাসপাতালে টিকা নিতে এসে না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন টিকা প্রত্যাশীরা। যারা এসেছিলেন তারা সবাই টিকা পাওয়ার মেসেজও পেয়েছিলেন কিন্তু এসে অপেক্ষার পর টিকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে ফিরে গেছেন।

ফরিদপুর শহরের চরকমলাপুর মহল্লার বাসিন্দা অভিযোগ করে বলেন, নিবন্ধন করার ৪ দিন পর তিনি টিকা গ্রহণের মেসেজ পেয়ে এসেছিলেন। এসে দেখেন টিকা নেই। তার মতো অনেকেই ফিরে যান।

তিনি বলেন, টিকা নেই তাহলে আমাকে মেসেজ দিয়ে এনে ভোগান্তি করানোর মানে কী?

ফরিদপুর পুলিশ লাইন্স হাসপাতাল সূত্রে জানা গেছে, ৮ আগস্ট ওই হাসপাতাল থেকে ৬০০ জনকে টিকা দেয়া হয়। টিকা না থাকায় কার্যক্রম বন্ধ করা হয়েছে। সিভিল সার্জনের ডিপো থেকে তাদের টিকা সরবরাহ করা হয়। কিন্তু সেখানেই টিকা নেই। নতুন করে টিকা যতদিন না আসবে ততদিন টিকাদান কার্যক্রম বন্ধ রাখা ছাড়া কোনো উপায় নেই।

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দিকুর রহমান জানান, ফরিদপুরে এ পর্যন্ত দুই লাখ ২৯ হাজার ১২০ ডোজ টিকা এসেছে। এগুলো সবই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ও সিনেফার্মার।

তিনি বলেন, টিকার বরাদ্দ চেয়ে নতুন করে চিঠি দেয়া হয়েছে স্বাস্থ্য অধিদফতরে। টিকা আসা সাপেক্ষে ফরিদপুরে আবার শুরু হবে কার্যক্রম।

তিনি জানান, যাদের টিকা নেয়ার ম্যাসেজ আসছে কিন্তু টিকা নিতে পারেনি নতুন আসার পর সমন্বয় করে টিকা দেয়া হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কর্মস্থলে না এসেও বেতন তোলেন শিক্ষক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আস...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ শনিবার (১৮মে) বেশ কিছু খেল...

মেঘনা নদীতে পাঙ্গাশ রক্ষায় অবৈধ চাই ধ্বংস 

ভোলা প্রতিনিধি: ভোলায় মেঘনা নদী থ...

মুন্সীগঞ্জে ভাসমান মরদেহ উদ্ধার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ পৌরসভার মধ্য কোটগাঁ...

পর্যটকবাহী গাড়ি নদীতে, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সিকিমে...

গাজায় শরণার্থী শিবিরে হামলা, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক: গাজা ভূখণ্ডের নুসেইরাত শরণার্থী শিবিরে হা...

বজ্রপাতে বাড়ি পুড়ে ছাই

জেলা প্রতিনিধি: রাঙামাটি জেলার বা...

স্যার যদুনাথ সরকার’র প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সান নিউজ ডেস্ক: প্রতি সপ্তাহের একেক দিন বন্ধ থাকে রাজধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা