জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান বলেছেন, রাখাইনে জাতিসংঘের ত্রাণ পাঠাতে ‘মানবিক করিডর’ সংক্রান্ত কোনো চুক্তি করেনি সরকার।
রবিবার (৪ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে এক সেমিনারে এ কথা জানান তিনি।
নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি। এটি নিয়ে কেবল প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে।’
সাননিউজ/ইউকে