যানজটে নাকাল উত্তরা-বিমানবন্দর সড়ক
সারাদেশ

যানজটে নাকাল উত্তরা-বিমানবন্দর সড়ক

মুজাহিদুল ইসলাম, ঢাকা: রাজধানীর উত্তরা-বিমানবন্দর সড়কে বুধবার (২৬ অক্টোবর) সকাল থেকে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ওই রুটে চলাচলকারী যাত্রীরা। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন জায়গায় খানাখন্দ তৈরি হয়েছে। সেই সাথে বিআরটি প্রকল্পের কাজ চলমান থাকায় গাড়ি চলাচল করছে এক লেন দিয়ে। এতে ওই সড়কে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট।

আরও পড়ুন: নিষেধাজ্ঞার পরিণতি ভোগ করছি আমরা

সরেজমিনে দেখা যায়, আজ সকাল ৮টা থেকে বেলা প্রায় ১১টা পর্যন্ত এই সড়কে যান চলাচল খুব ধীর গতির ছিল। এসময় সড়কের যাত্রী ছাউনিগুলোতে ছিল কর্মব্যস্ত মানুষের ভিড়। কেউ কেউ যানজটের কারণে বাসে না উঠে পায়ে হেঁটে রওনা হন গন্তব্যের উদ্দেশে। আবার কেউ বাস থেকে নেমে হাঁটা শুরু করেন সময় বাঁচাতে।

আব্দুলাপুর বাস স্টপেজে আশুলিয়াগামী বাসের জন্য অপেক্ষারত এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জানান, ‘ভার্সিটিতে সকাল ১০ টায় ক্লাস আছে, এয়ারপোর্টের জ্যামে প্রায় আধা ঘন্টা বাসে অপেক্ষা করি। পরে এয়ারপোর্ট থেকে আব্দুলাপুর পর্যন্ত পায়ে হেটে আসলাম। ক্যাম্পাসে গিয়ে আর ১ম ক্লাস পাওয়ার সম্ভাবনা নাই ।’

আরও পড়ুন: বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার চেয়ে ভালো

এই সড়কে চলাচলকারী বিভিন্ন পরিবহনের শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টির কারণে গত সোমবার থেকে সড়কের ১০ থেকে ১২ কিলোমিটার এলাকায় যান চলাচলে ধীরগতি ছিল। মূলত, বৃষ্টিতে নতুন করে খানাখন্দ তৈরি হওয়া ও পুরোনো খানাখন্দগুলো বড় আকার ধারণ করায় অনেক জায়গায় গর্তে পরিণত হয়েছে বলে তারা জানান।

উত্তরা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) বদরুল হাসান জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিআরটি প্রকল্পের কাজ চলমান রয়েছে। টঙ্গি এলাকায় সড়কে গর্ত করে উড়াল সেতুর পিলার তোলা হয়েছে। পরে প্রকল্পের কর্মকর্তারা ইট, বালুসহ নানা উপকরণ দিয়ে সেই খানাখন্দ মেরামত করে। তবে সোমবার দিনভর বৃষ্টি থাকায় সেই গর্তগুলো থেকে নতুন খানাখন্দ তৈরি হয়েছে । মূলত সে কারণেই টঙ্গি থেকে কুড়িল পর্যন্ত যানজট হচ্ছে।

আরও পড়ুন: ডা. জাহাঙ্গীরের চেম্বারে অভিযান

এর আগে গতকাল মঙ্গলবার খিলক্ষেত-উত্তরা হয়ে গাজীপুরমুখী এই সড়ক ব্যবহার না করার জন্য অনুরোধ জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতীয় কবির জন্মবার্ষিকী

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অত...

ময়মনসিংহে বাসচাপায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় বাসের চাপায় নিহত হয়েছেন...

ফের আসছে বার্সা একাডেমির ট্রেনিং ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক: টানা দ্বিতীয়বার...

রায়ের কার্যকরী পদক্ষেপ চান ফিলিস্তিনিরা

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েলি...

বঙ্গবাজার নির্মাণ কাজের উদ্বোধন আজ

নিজস্ব প্রতিবেদক: আজ ঢাকা দক্ষিণ...

মেক্সিকোতে ‘বিওয়াইডি শার্ক’ উন্মোচন

টেকলাইফ ডেস্ক: মেক্সিকোতে প্রথম প...

বেড়িবাঁধ ভেঙে পানিবন্দি ১৫ হাজার মানুষ

জেলা প্রতিনিধি: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভোর মহেশখালীতে দমকা...

হাসপাতালে ভর্তি বিএনপি নেতা দুলু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্র...

সব মন্ত্রণালয়ের ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক: দুর্যোগ মোকাবিলা এবং দুর্গত মানুষের পাশে থ...

নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলাকে ১০ নম্বর বিপৎসংকেত দেখাতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা