সারাদেশ

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় করোনার প্রকোপ বাড়ছে। একই সাথে বাড়ছে বোয়ালখালীতে করোনার টিকার প্রতি মানুষের আগ্রহ।

বুধবার (৪ আগস্ট) সকালে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নিতে নারী-পুরুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, করোনা টিকা নেওয়ার জন্য বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ও বাইরে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে বিপুল সংখ্যক নারী-পুরুষ ভিড় করছেন। গাদাগাদি করে দাঁড়িয়ে থাকায় উপেক্ষিত হচ্ছে সামাজিক দূরত্ব। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

অন্যদিকে টিকা প্রত্যাশীদের চাপে হিমশিম খেতে হচ্ছে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষকে। এমন ভিড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই লেগে থাকছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের বক্তব্য, সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার। কিন্তু মানুষের এত চাপ যে তা পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

বুধবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসা বিভিন্ন এলাকার নারী-পুরুষের সাথে কথা বলে জানা যায়, সকাল ৯টা থেকে টিকা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন তারা। দুপুর ১২ টায়ও সিরিয়াল পাননি। ৭ থেকে ৮ জন কর্মীর মাধ্যমে টিকা দেওয়া হচ্ছে। কিন্তু মানুষ অনেক, ফলে এত ভিড় আর ভোগান্তি হচ্ছে। বুথে কর্মীর সংখ্যা বাড়ালে ভিড় কমে যাবে বলে মনে করছেন তারা।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে, প্রতিদিন গড়ে ২৫০০ থেকে ৩০০০ জন নারী-পুরুষ স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসেন। কিন্তু আজ প্রায় ৫ থেকে ৬ হাজার মানুষ আসায় আমাদের হিমশিম খেতে হচ্ছে। যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পুরুষ ও মহিলাকে আলাদা করে সুষ্ঠুভাবে টিকা প্রদান করা হচ্ছে। বোয়ালখালীতে কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৩ হাজার ৩৮৪ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১১ হাজার ১৬৮ জনকে। আর সিনোফার্মের ১৫ হাজার ৬৮০ ডোজ টিকার মধ্যে ১৫ হাজার ৮২টি টিকা প্রদান করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাংবাদিকতায় সেরাদের অ্যাওয়ার্ড দিচ্ছে ডিএমএফ

নিজস্ব প্রতিবেদক: আগামী জুন মাসে...

ভালুকায় কৃষকদের মাঝে উন্নয়ন সহায়তা প্রদান

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ২০২৩-২৪ অ...

বিশ্বকাপের দল ঘোষণা মঙ্গলবার

স্পোর্টস ডেস্ক: সব জল্পনা-কল্পনার...

এসএসসি পরীক্ষায় ফেল করায় আত্মহত্যা

নোয়াখালীর প্রতিনিধি: নোয়াখালীর সদ...

ঢাবিতে ‘আগুনমুখা’র নেতৃত্বে ফাহাদ-সামদানী

নিজস্ব প্রতিবেদক: বাকিবিল্লাহ ফাহাদকে সভাপতি ও মু. তানযীম সা...

পেঁয়াজ আমদানি শুরু

জেলা প্রতিনিধি : ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি...

ইবির প্রথম বাসকে ভাস্কর্যে রূপ দেওয়ার দাবি

নজরুল ইসলাম, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম বাস (কুষ্টিয়...

ফ্রান্সে প্রিজন ভ্যানে হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে প্রিজন ভ্যানে অতর্কিত হামলা চাল...

গৃহকর্মী হত্যায় দম্পতির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিলে শিল্পী বেগম (১১) নামে এক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা