সংগৃহীত ছবি
রাজনীতি

নৌকায় ভোট চাইতে গেলে গালি খেতে হবে না

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও ফরিদপুর-১ আসনে (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবদূর রহমান বলেছেন, 'স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে রাস্তা ছিলো না। সে সময় খাদ্য সংকটে ভুগছিলেন দেশবাসী। মাত্র সাড়ে তিন বছরের মাথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে দারিদ্রতা থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ঠিক ৭৫‘র ১৫ আগষ্টে ঘাতকরা বঙ্গবন্ধুসহ পরিবারের ১৮জনকে হত্যা করে আওয়ামী লীগকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিলেন। ১৯৮১ সালে দেশে আসার পর শেখ হাসিনা চারবার প্রধানমন্ত্রী হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করছেন। তিনি বাংলাদেশে ১৫ বছরে সকল পর্যায়ে দৃশ্যমান উন্নয়ন করে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দেশকে পরিচিত করেছেন। উন্নয়নের বাংলাদেশ হিসেবে বিশ্ববাসী বাংলাদেশকে এখন চেনে।'

আরও পড়ুন : নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা হবে

শুক্রবার দুপুরে বোয়ালমারী পৌরসদরের অডিটোরিয়াম চত্বরে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদারের সভাপতিত্বে আয়োজিত কর্মী সভায় আবদুর রহমান এ কথাগুলো বলেছেন।

তিনি বলেন, 'আমরা এই এলাকায় অনেকেই মনোনয়ন চেয়েছিলাম। শেষ পর্যন্ত দলীয় প্রধান শেখ হাসিনার সিদ্ধান্তকে মেনে নিয়েই আমরা কাজ করছি। যাঁরা দলের বাইরে গিয়ে কাজ করছেন তারা দলীয় সিদ্ধান্ত মানছে না।

আরও পড়ুন : দুই দিনে ৪০০ ফিলিস্তিনি নিহত

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট চাওয়ার অনেক উপাদান রয়েছে। শেখ হাসিনার নৌকায় ভোট চাইতে গেলে কাউকে গালি খেতে হবে না।'

নির্বাচনী এলাকাবাসীর উদ্দেশ্যে আবদুর রহমান বলেন, 'গত ১০ বছর আমি এমপি ছিলাম। তিন উপজেলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনেক উন্নয়ন করেছি। যা আমার সমালোচকরা উন্নয়েনের কথা বলাবলি করে। এলাকায় বাকি উন্নয়ন কাজ সম্পন্ন করতে আপনাদের আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।'

আরও পড়ুন : ফাউল করলে খবর আছে

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এসএম বাকের ইদ্রিসের সঞ্চালনায় কর্মী সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, বোয়ালমারী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের আহবায়ক সেলিম রেজা লিপন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক মো. আজিজুল হক আজিজ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের উপ-মানবাধিকার বিষয়ক সম্পাদক আমিনুর রহমান সোহেল, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. জাহাঙ্গীর হোসেন, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জহুরুল ইসলাম জনি, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিন, জেলা যুবলীগের সদস্য শরীফ সেলিমুজ্জামান লিটু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনজুর রহমান তুষার, পরমেশ্বরদী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. ইনামুল শেখ, সাতৈর ইউনিয়নের সভাপতি মো. সাইফুল ইসলাম, দাদপুর ইউনিয়নের সভাপতি শামীম ওসমান, বোয়ালমারী ইউনিয়নের সভাপতি শাহজাহান শেখ, ময়না ইউনিয়নের সভাপতি হাসিবুল ইসলাম সবুজ প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মৃধা মিলন, কেন্দ্রীয় আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য মুন্সী সেলিম হোসেন, বিমান রায়, ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য খায়ের মিয়া, পৌর কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, জেলা যুবলীগের সদস্য দাউদুজ্জামান দাউদ, পৌর আ’লীগের সদস্য রাহাদুল আকতার তপন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি খন্দকার ওমর হাফিজ মুক্তি, বোয়ালমারী পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবেক কাউন্সিলর কাজী সেলিমুজ্জান, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম পলাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মৌতুজা আলী তমাল ও সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকীসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পরিবেশ রক্ষায় গাছ কাটা বন্ধে রিট 

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ রক্ষায়...

সেনাবাহিনীকে আধুনিক করে তোলা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শ...

গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজ...

নাতির হাতে বৃদ্ধা খুন, আটক ৩

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মন...

কেমব্রিজ পরীক্ষায় ডিপিএস শিক্ষার্থীদের সাফল্য

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি প্রকাশ...

মুন্সীগঞ্জে কালবৈশাখী, ব্যাপক ক্ষয়ক্ষতি 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: এ বছ...

ইউরোপ সফরে চীনা প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: ৫ বছরের মধ্যে...

ইবি ও ইগদির বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্বাক্ষর

ইবি প্রতিনিধি: শিক্ষা ও গবেষণা কা...

ট্রাক উল্টে প্রাণ গেল চালকের

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে কয়লাবোঝাই ট্রাক উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা