সারাদেশ

চট্টগ্রামে চালের দাম কমলো

চট্টগ্রাম ব্যূরো : দীর্ঘ চার মাস ঊর্ধ্বমুখী থাকার পর চট্টগ্রামে এবার কমতে শুরু করেছে চালের দাম। বোরো মৌসুমের নতুন চাল বাজারে আসতে শুরু করায় দাম কমছে বলে জানান ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, বাজারে এখন পূরনো চাল তেমন নেই। গত এক সপ্তাহ ধরে নতুন চাল আসছে। নতুন চালের দাম স্বাভাবিকভাবেই কম। ফলে পূরনো চালের চেয়ে বস্তাপ্রতি ৩০০-৬০০ টাকা কমে বিক্রী হচ্ছে নতুন চাল। সে হিসেবে খুচরা পর্যায়েও দাম কমেছে।

ব্যবসায়ীদের তথ্যমতে, চট্টগ্রামের পাহাড়তলী পাইকারি বাজারে নতুন আসা মিনিকেট সিদ্ধ ২ হাজার ৬০০ টাকায় বিক্রয় হচ্ছে। যা এক সপ্তাহ আগে ৩ হাজার ২০০ টাকায় বিক্রয় হয়েছে। বেতি আতপ ৩০০ টাকা কমে বস্তাপ্রতি ২ হাজার ৩০০ টাকা, কাটারি আতপ ৪০০ টাকা কমে ৩ হাজার টাকা, পাইজার আতপ ৩০০ টাকা কমে ২ হাজার ৬০০ টাকা, জিরাশাইল ৩০০ টাকা কমে ২ হাজার ৭৫০ টাকা, মোটা জাতের সিদ্ধ চাল ৩০০ টাকা কমে ১ হাজার ৮০০ টাকায় বিক্রী হচ্ছে।

এছাড়া স্বর্ণা সিদ্ধ চাল ২ হাজার ১০০ টাকা, পারি সিদ্ধ চাল ২ হাজার ৩০০ টাকা, জিরাশাইল ২ হাজার ৭৫০ টাকা, নাজিরশাইল ২ হাজার ৮০০ টাকা ও মোটা আতপ ১ হাজার ৭০০ টাকায় বিক্রয় হচ্ছে। সেই সাথে খুচরা বাজারেও ৬৫ টাকা কেজিতে বিক্রী হওয়া মিনিকেট ও নাজিরশাইল কেজিপ্রতি ৬০ টাকা, ৫০ টাকায় বিক্রী হওয়া স্বর্ণা চাল ৪৭ টাকায় বিক্রয় হচ্ছে।

তাছাড়া কেজিতে ৫ টাকা কমে পাইজার চাল ৫০ টাকায় ও ৩ টাকা কমে লতা চাল ৫৫ টাকায়, ভালো মানের কাটারিভোগ চাল প্রতিকেজি ৯৫ টাকায়, মাঝারি মানের কাটারিভোগ চাল ৭০ টাকায়, সিদ্ধ কাটারি চাল ৬৫ টাকায়, চিনিগুড়া চাল ১০০ টাকায় ও বাসমতি চাল প্রতিকেজি ৭৫ টাকায় বিক্রয় হচ্ছে বলে জানান খুচরা চাল বিক্রেতারা।

চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট মক্কা স্টোরের মালিক শহীদুল ইসলাম বলেন, বর্তমানে নতুন ধানের মৌসুম চলছে। মিলগুলো নতুন ধান থেকে চাল তৈরির কাজ শুরু করেছে। পাশাপাশি নতুন চাল বাজারে আসছে। তাই নতুন চালের দাম কম। দেশীয় ও আমদানিকৃত চালের সরবরাহ স্বাভাবিক থাকলে চালের দাম আরো কমে যাবে।

এই দোকানে চাল কিনতে আসা ইকবাল হোসেন বলেন, এখন নতুন ধানের ভরা মৌসুম চলছে। বাজারও নতুন চালের সয়লাব হয়েছে। তবুও অধিকাংশ চালের দাম কেজিতে ৫০ টাকার উপরে বিক্রী করছেন ব্যবসায়ীরা। আমাদের দেখার যেন কেউ নেই।

পাহাড়তলি বণিক সমিতির সাধারণ স¤পাদক নিজাম উদ্দীন বলেন, দীর্ঘদিন ধরে চালের বাজার অস্থিতিশীল ছিল। বর্তমানে বাজারে পুরনো কোন চাল নেই। সব নতুন চাল বিক্রী হচ্ছে। সরবরাহ বেশ ভালো থাকায় দামটাও ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। সামনে নতুন চালের সরবরাহ বাড়লে দাম আরও কমে যেতে পারে।

তিনি বলেন, চট্টগ্রামসহ আশপাশের এলাকায় দৈনিক এক হাজার টন চালের চাহিদা রয়েছে। সরকারিভাবে দেশব্যাপী ন্যায্যমূল্যে চাল বিক্রী ও সরবরাহ বৃদ্ধির পরও গত চার মাস ধরে চালের বাজার অস্থিতিশীল ছিল। এরমধ্যে সারাদেশে চালের দাম কিছুটা কমলেও চট্টগ্রামে তার প্রভাব পড়েনি। করোনা প্রাদুর্ভাবে লকডাউনের কারণে উত্তরবঙ্গ থেকে চাল আমদানি করা সম্ভব না হওয়ায় এর মুল কারন। তবে নতুন চাল আসায় এবার দাম কমেছে।

সান নিউজ/ আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর):

বোয়ালমারীতে হত্যাচেষ্টা মামলায় সুদেব সিং গ্রেফতার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে...

ঢাবিতে ‘আগুনমুখা’র নেতৃত্বে ফাহাদ-সামদানী

নুসরাত জাহান ঐশী: বাকিবিল্লাহ ফাহাদকে সভাপতি ও মু. তানযীম সা...

বড়াইগ্রামে ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে বোরো ধান, চাল ও গম সংগ্...

খাগড়াছড়িতে চোলাই মদসহ নারী আটক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মহালছড়িতে...

বোয়ালমারীতে হত্যাচেষ্টা মামলায় সুদেব সিং গ্রেফতার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে...

ফের হিট অ্যালার্ট জারি

নিজস্ব প্রতিবেদক : চলমান মৃদু তাপপ্রবাহ ৪২ জেলায় বিস্তার লাভ...

প্রাথমিকের দ্বিতীয় ধাপের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...

গুলিতে আহত স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ব...

ঘুম থেকে উঠে দেখতাম অস্ত্র তাক করা

নোয়াখালী প্রতিনিধি: রাতে আমরা বিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা