সংগৃহীত
মতামত

টুকটুকে বউ 

খন্দকার করিম: আমার এক ভারতীয় ছাত্র সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করেছে। ওর সাথে কথা হচ্ছিল,

'স্যার, আমার জীবনের লক্ষ্য ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া।'
‘কেন?’
‘শুনেছিলাম ভালো বেতন এবং টুকটুকে রূপসী বউ পাওয়ার যায়।’
‘সেসব জুটেছে?’
“জ্বি স্যার।”
‘তুমি সুখী?’
‘ঠিক বলতে পারি না। হাই প্রেসার চাকরি এবং হাই মেনটেনান্স বউ নিয়ে যতটুকু সুখী থাকা যায়।’

আরও পড়ুন: বঙ্গবন্ধুর চেতনা আমাদের প্রেরণা

'এই বয়েসে তোমার মাথায় টাক পড়লো কী করে?'
'আমি যে কোম্পানিতে চাকরি করি তার বাইরে আরো দুটি কোম্পানিতে পার্ট টাইম চাকরি করি। ওখানে বেতন ঘন্টাপ্রতি দেড় গুন্ বেশি। সকাল সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত কাজ করি। সবাই আমাকে কাজ দিতে চায়। আমার মাথার চুল যত কমছে, ব্যাংকে টাকার পরিমান তত বাড়ছে।'
'টাকার সাথে টাকের সম্পর্কের কথা আমি শুনেছি।'
'সবাই আমার গাড়ির দিকে তাকায়, আমার টাকের দিকে নয়।'

‘তুমি মুহাম্মদ মুসা আল খাওয়ারিজমীকে (Khwarizmi) চেন?’
‘সে ব্যাটা আবার কে?’
‘খাওয়ারিজমী ছিলেন পৃথিবীর প্রথম সফটওয়্যার ইঞ্জিনিয়ার।’
‘তার মাথায় কি টাক ছিল? টুকটুকে বউ ছিল?'
'তা বলতে পারি না। ছবিতে দেখেছি তাঁর মাথা সবসময় পার্সিয়ান পাগড়িতে ঢাকা। পাগড়ির নিচে টাক ছিল না চুল ছিল বলা মুশকিল।’
'তাঁর নিবাস?'

আরও পড়ুন: চিকিৎসা খাতের দূর্বৃত্ত

'৭৮০ সালে উজবেকিস্তানে জন্মেছিলেন, তবে জীবন কাটিয়েছেন বাগদাদে। সে সময় বিশ্বের জ্ঞানীগুণীরা সব বাগদাদে এসে জুটতো। ওখানে ছিল জ্ঞানগৃহ (House of Wisdom) নামে বিশাল এক লাইব্রেরি এবং বিশ্ববিদ্যালয়। সেখানে এরিস্টটল, প্লেটো, এবং আরো অনেক বিদেশী লেখকের বই আরবিতে অনুবাদ করা হতো। তারপরে আরবি থেকে ল্যাটিন ভাষায়। খাওয়ারিজমী "হিন্দু গণিত শাস্ত্রে যোগ এবং বিয়োগের নিয়ম" নামে আরবিতে একটি বই লিখেছিলেন। এখানে হিন্দু বলতে ভারতীয় গনিতবিদ ব্রহ্মগুপ্ত এবং আরিয়াভাটার কথা বলা হচ্ছে।'

'কিন্তু এর সাথে সফটওয়্যারের সম্পর্ক কী?'
'তোমাদেরকে কেন ইঞ্জিনিয়ার বলে আমি বুঝি না। কলকব্জা, লোহা, ইটপাথরের সাথে সম্পর্ক নাই। চেয়ারে বসে সারাদিন কি লেখ?'
'এলগোরিদম লিখি।'
'এলগোরিদম কী?'
'কতগুলো নির্দেষ, যা কম্পিউটার বুঝতে পারবে। পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ এলগোরিদম লেখা হচ্ছে। এজন্যে হাজার হাজার সফটওয়্যার ইঞ্জিনিয়ার দরকার। আপনি যখন মুঠোফোনে কথা বলেন, গান শোনেন, সিনেমা দেখেন, গাড়ি চালান, তখন নিজের অজান্তে এই সব এলগোরিদম ব্যবহার করছেন।'
'এলগোরিদমের নমুনা দাও।'
'এই যেমন INPUT, YES, NO, IF, ELSE, THEN, GO, TRUE, FALSE, STOP, OUTPUT ইত্যাদি শব্দ দিয়ে সহজ কিছু নির্দেষ।’

আরও পড়ুন: প্রসঙ্গ ডিজিটাল ব্যাংকিং

'এলগোরিদম এসেছে আল খাওয়ারিজমীর নাম থেকে, অ্যালজেব্রা এসেছে আরবি শব্দ আল জবর থেকে। আল খাওয়ারিজমীর বইগুলো আরবি থেকে ল্যাটিনে অনুবাদ করা হয়েছিল। আল খাওয়ারিজমীর খটমটে নাম উচ্চারণ করা সহজ ছিল না। ল্যাটিনে তিনি হয়ে গেলেন আলগোরিটমি (Algoritmi), সেই থেকে এলগোরিদম শব্দটির জন্ম। তিনি দেখিয়েছিলেন যে একটা জটিল সমস্যাকে কেমন করে অংকের নিয়মে ছোটছোট সহজ সমস্যায় ভাগ করা যায়। তোমরা তো রাতদিন সেই কাজ করে সময় কাটাও।

শুধু অ্যালজেব্রা এবং এলগোরিদম নয়, আল খাওয়ারিজমী ত্রিকোণমিতির সব ফাংসান এবং অনেক সূত্র আবিষ্কার করেছিলেন। আমরা এখন গণিত বলতে যা বুঝি তা শুরু হয়েছিল আল খাওয়ারিজমীর বই থেকে। ল্যাটিন থেকে গণিতের এই জ্ঞান ইংরেজিতে ইউরোপের সর্বত্র ছড়িয়ে পড়লো; নিউটন, ম্যাক্সওয়েল, আইনস্টাইন জন্ম নিলেন।

মুসলমানদের স্বর্ণযুগে জন্মেছিলেন আল হেথাম, ইবনে খালেদুন, ইবনে সিনা, আল খাওয়ারিজমী, আল বিরুনী, আল ফারাবী, আবু রুশদ, আল টুসি, খালিদ ইবনে ওয়ালিদ, তারিক বিন জিয়াদ, রুমি, হাফিজ, ওমর খৈয়াম; জগতের সব সেরা দার্শনিক, বিজ্ঞানী, চিকিৎসক, যোদ্ধা, কবি। তখন চলছিল ইউরোপের অন্ধকার যুগ। মুসলমানরা ইউরোপে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিয়ে নিজেরা অন্ধকারে তলিয়ে গেল।’

আরও পড়ুন: দেশনায়ক থেকে বিশ্বনায়ক

‘কিন্তু কেন? কী হয়েছিল?’
‘মুসলিম শাসকদের ক্ষমতার দ্বন্দ্ব, মুক্ত চিন্তার উপরে ধর্মীয় অনুশাসন, বিজ্ঞানের ধর্মীয়করণ। যে দেশে চিন্তা এবং মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা নাই, সেখানে বিজ্ঞান বাঁচতে পারে না। বিজ্ঞানীরা সেই দেশ থেকে পালিয়ে যায়। তাছাড়া আর সব কিছুর মতো সভ্যতার উত্থান এবং পতন হয়। মেসোপটেমিয়া, গ্রিক, পার্সিয়ান, রোমান সভ্যতারও পতন হয়েছে।’
'এখন মুসলমানরা কী নিয়ে গবেষণা করছে?'
'মেয়েদের পর্দা, বিবি তালাকের ফতোয়া, মেয়েদের ক্লাস সিক্সের বেশি পড়ার অধিকার আছে না নেই, কেয়ামতের আলামত; এই ধরণের বিষয় নিয়ে।'

'মুসলমানরা যাই করুক, আমি আমার টুকটুকে বৌয়ের জন্যে আল খাওয়ারিজমীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।'

লেখক: শিক্ষক, গবেষক ও লেখক ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজনৈতিক দলের সমর্থন না পেলে সব কাজ বিফলে যাবে: সিইসি

প্রবাসী ভোটিং পদ্ধতি বাছাইয়ে রাজনৈতিক দলসহ সব অংশী...

২৯ এপ্রিল: বিপ্লবী রবি নিয়োগীর জন্মদিন

রবি নিয়োগী ১৯০৯ সালের ২৯ এপ্রিল শেরপুরে এক বিখ্যা...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের...

ফেনী ছাত্রদলের তদন্ত কমিটি

ফেনীর জনপ্রিয় এক পত্রিকার চীফ রিপোর্টার আরিফ আজমকে হুমকি ও ফেনী সরকারি কলেজ গ...

ভালুকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা হাইওয়ে থানা কর্তৃক আয়োজিত “ওপেন হাউজ...

সাবেক সংসদ সদস্য তুহিনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহ...

আলুবীজের দরপতনে দুশ্চিন্তায় বগুড়া ও জয়পুরহাটের চাষিরা

আলুবীজ উৎপাদনে খরচ হয়েছে কেজিপ্রতি ৩০ টাকা। কিন্তু চলতি মৌসুমে ২৬ টাকা দরে বি...

বগুড়ায় পৌরসভার ঢালাই রাস্তার ওপর ইটের প্রাচীর নির্মাণ

বগুড়া শহরের শিববাটি এলাকায় পৌরসভার আরসিসি ঢালাই রাস্তা কেটে এবং ভেঙে বাড়ির সী...

ভালুকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা হাইওয়ে থানা কর্তৃক আয়োজিত “ওপেন হাউজ...

কটিয়াদীতে বজ্রপাতে এক জন নিহত

কিশোরগঞ্জের কটিয়াদীতে ব্জ্রপাতে মো: শাহজাহান (৪৫)ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা