ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে দাবানল, নিহত বেড়ে ৬৭

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের মাউই কাউন্টিতে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো আরও কয়েকশ মানুষ নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: নাইজেরিয়ায় মসজিদ ধসে নিহত ৭

অগ্নিনির্বাপন কর্মীরা এখনো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন।

এ দাবানলে মাউই দ্বীপের প্রধান আকর্ষণীয় পর্যটন স্পট লাহাইনা শহর একেবারে ধ্বংস হয়ে গেছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ঐ অঞ্চলের কয়েক হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। স্থানীয় বাসিন্দারা একে ‘ভয়াবহ বিপর্যয়’ বলে অভিহিত করেছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৮ আগস্ট) এ দাবানলের সূত্রপাত হয়। পরে হারিকেনের প্রভাবে তৈরি হওয়া প্রচণ্ড বাতাসের কারণে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: জঙ্গি আস্তানায় অভিযান, আটক ৯

গভর্নর জোস গ্রিন দিনটিকে ‘হৃদয়বিদারক দিন’ হিসেবে উল্লেখ করে বলেন, ঐতিহাসিক নগরী লাহাইনার কমপক্ষে ১৭০০ ঘরবাড়ি ধ্বংস হয়েছে ও হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে।

তিনি বলেন, শহরটির ৮০ শতাংশ এলাকা আগুনে নিশ্চিহ্ন হয়ে গেছে। কর্তৃপক্ষ সেখান থেকে প্রায় ১৪ হাজার পর্যটককে সরিয়ে নিয়েছে। তবে বিদ্যুৎ ও ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় এখনো অনেক মানুষের সন্ধান পাওয়া যায়নি।

আগুন থেকে বেঁচে যাওয়া লাহাইনা শহরের বাসিন্দারা জানান, তাদের বাড়ির দিকে যখন দাবানলের আগুন এগিয়ে আসছিল, তখনও তাদের হুঁশিয়ার করার জন্য কোনো সতর্ক সংকেত দেওয়া হয়নি।

আরও পড়ুন: ইতালিতে বাংলাদেশি নারীর মৃত্যু

শহর কর্তৃপক্ষ জানিয়েছে, এ দুর্যোগের মধ্যে মাউই-এর প্রায় ১১ হাজার মানুষ বিদ‍্যুৎহীন অবস্থায় আছে।

বাড়ি ছেড়ে যারা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন, তাদের সতর্ক করে এখনই বাড়ি না ফিরতে বলেছেন মাউই কাউন্টির মেয়র রিচার্ড বাইসেন।

মাউই দ্বীপের কর্তৃপক্ষ বলছেন, এ দাবানলে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে অনেক বছর ও শত শত কোটি ডলার লাগবে।

আরও পড়ুন: মিয়ানমারে বন্যায় নিহত ৫

গভর্নর জোস গ্রিন বলেছেন, এটিই সম্ভবত হাওয়াই দ্বীপের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়। মৃতের সংখ্যা এখনো বাড়ছে। শত শত ঘর ধ্বংস হয়ে গেছে।

তিনি আরও বলেন, বাস্তুচ্যুত হয়ে পড়া হাজার হাজার মানুষের জন্য ঘরবাড়ি তৈরি করতে হবে। প্রাথমিকভাবে হোটেলগুলোতে তাদের জন্য ২০০০ কক্ষ চাওয়া হয়েছে।

এছাড়া যেসব এলাকায় লোকজন এখনো বসবাস করতে পারছে, সেখানকার মানুষদের তাদের বাড়ির অতিরিক্ত কক্ষে আশ্রয়হীনদের আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি।

আরও পড়ুন: ফুটপাতে যমজ নবজাতকের মরদেহ

গভর্নর বলেন, লাহাইনাকে আবার নতুন করে গড়ে তুলতে বহু বছর লাগবে। এ শহরটিই মূলত দাবানলের কেন্দ্রবিন্দু। লাহাইনার ধ্বংসযজ্ঞের চিত্র দেখলে আপনি বিস্মিত হবেন। সব ভবনই নতুন করে তৈরি করতে হবে। এটা হবে একটা নতুন লাহাইনা।

স্থানীয় কোস্ট গার্ড বলছে, তারা উপকূলীয় শহর লাহাইনা থেকে ১৭ জনকে উদ্ধার করেছে। তীব্র গরম থেকে বাঁচতে সেখানে অনেকে সাগরের পানিতে ঝাঁপিয়ে পড়েছিলো।

এদিকে স্থানীয় পুলিশ বলছে, ঠিক কতো মানুষ এখনো নিখোঁজ আছেন, তা এখনো তাদের জানা নেই। তবে সংখ্যাটি ১০০০-এর কম হবে না।

আরও পড়ুন: মা-মেয়েকে কুপিয়ে হত্যা

পুলিশ প্রধান জন পেটেলিয়ের অবশ্য বলেন, এর মানে এই নয় যে, এসব মানুষ মারা গেছে। পুরো দ্বীপে এখন বিদ্যুৎ ও ইন্টারনেট নেই। সে কারণে লোকজনকে খুঁজে পাওয়াটা কষ্টসাধ্য হয়ে উঠেছে।

মাউইয়ের বন বিভাগ জানিয়েছে, মঙ্গলবার থেকে বনাঞ্চলের একাধিক জায়গায় দাবানলে শত শত একর বনভূমি পুড়ে গেছে। অনেক জায়গায় ছোট ছোট আকারে আগুন জ্বলছে।

পরিস্থিতি এখনো বিপজ্জনক বলে মন্তব্য করে লোকজনকে ‘আগুন জোন’ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে মাউই বন বিভাগের প্রধান ব্রাড ভেনচুরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে ভূমি দুস্যুর বিরুদ্ধে মানববন্ধন 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম...

ফসলের ক্ষতি করে চলছে অবৈধ ব্যাটারি ইন্ডাস্ট্রি

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর):

গরমে বারবার গোসল করা কি ক্ষতিকর?

লাইফস্টাইল ডেস্ক: বৈশাখের শুরু থে...

আজ শেরে বাংলার ৬২তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক: আজ অবিভক্ত বাংল...

খাগড়াছড়িতে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

হিটস্ট্রোকে একদিনেই ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: তীব্র তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকে আক্রা...

আইনি সেবায় মানবিকতাকেও স্থান দেয়া উচিত

নিজস্ব প্রতিবেদক: আইনি সেবা প্রদানকালে পুঁথিগত আইন প্রয়োগের...

ভূঞাপুরে বৃষ্টির জন্য নামাজ আদায় 

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: প্রচণ্ড তাপদাহে জনজীবন অতিষ্ট। নেই...

প্রধানমন্ত্রী দেশে ফিরছেন কাল

নিজস্ব প্রতিবেদক: থাইল্যান্ড সফর শেষে আগামীকাল ব্যাংকক থেকে...

ডিপিএস এসটিএস স্কুলে গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: ডিপিএস এসটিএস স্কুল ঢাকার ২০২৩-২৪ শিক্ষাবর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা