সান নিউজ ডেস্ক: কলম্বিয়ার মেডেলিন শহরে একটি বিমান বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন।
আরও পড়ুন: রাজস্ব আদায়ে ঘাটতি ৬০০০ কোটি টাকা
সোমবার (২১ নভেম্বর) দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মেডেলিনে এ ঘটনা ঘটে।
মেডেলিন শহরের মেয়র দানিয়েল কিন্তেরো এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্স ও সিবিএস নিউজের।
আরও পড়ুন: জাভায় ভূমিকম্প, নিহত বেড়ে ১৬২
বিমানবন্দরের টুইটার অ্যাকাউন্টে জানানো হয়েছে, বিমানটিতে থাকা ৮ আরোহীর মধ্যে ৬ জন যাত্রী এবং ২ জন ক্রু। তাদের সবাই নিহত হয়েছেন। তবে বাড়িতে কেউ আহত বা নিহত হয়েছে কি না, সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
মেয়র কিন্তেরো টুইটবার্তায় লিখেছেন, সরকার তার সব সক্ষমতা নিয়ে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে।
আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
বিমানটি উড্ডয়নের সময় ইঞ্জিনে ত্রুটির সংকেত দেয় এবং পরে সেটি ওলায়া হেরেরা বিমানবন্দরে ফিরে আসতে পারেনি। জরুরি পরিষেবাগুলোর প্রকাশ করা ছবিতে দেখা যায়, বিমানটি একটি বাড়িতে বিধ্বস্ত হয়। এতে বাড়িটি ধ্বংস হয়। দমকল কর্মীরা বিক্ষিপ্ত টাইলস এবং ধসে পড়া ইটের দেয়ালের মধ্যে আগুন নেভাতে কাজ করছে।
সান নিউজ/এমআর