আন্তর্জাতিক

জ্বালানি তেলের বাজার দখলে রাশিয়ার চেয়ে এগিয়ে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক : অপরিশোধিত জ্বালানি তেলের শীর্ষ ক্রেতা চীন, যার সিংহভাগ আমদানির মাধ্যমে পূরণ করে দেশটি। যারজন্য চীনের জ্বালানি তেলের বাজার দখলে নিতে জ্বালানি পণ্যের রফতানিকারকরা অপেক্ষায় থাকেন। এ বাজারের শীর্ষ অংশীদার হতে রাশিয়া ও সৌদি আরবের মধ্যেও তুমুল প্রতিযোগীতা বিদ্যমান।

তবে গত বছর এ প্রতিযোগীতায় রাশিয়াকে পেছনে ফেলে এগিয়ে গেছে সৌদি আরব। ২০২০ সালে চীনের বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের শীর্ষ রফতানিকারক হিসেবে উঠে এসেছে সৌদি আরবের নাম। খবর রয়টার্স ও ইকোনমিক টাইমস।

গত বছর করোনা মহামারীর কারণে চীনা অর্থনীতি অনেকটাই শ্লথ হয়ে এসেছিল। লকডাউনের কারণে উৎপাদন ও পরিবহন খাত বন্ধ কিংবা সীমিত থাকায় কমেছিল জ্বালানি তেলের চাহিদা। তবে এ পরিস্থিতি দ্রুতই কাটিয়ে উঠেছে চীন। বছর শেষের আগেই অর্থনীতির গতি ফেরানোর পাশাপাশি জ্বালানি তেলের চাহিদা বাড়িয়েছে দেশটি। এ ধারাবাহিকতায় ২০২০ সালে রেকর্ড পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে চীন।

আন্তর্জাতিক বাজারে তুলনামূলক কম দাম চীনকে জ্বালানি পণ্যটির আমদানি বাড়াতে উৎসাহ জুগিয়েছে। চীনের জেনারেল এ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে চীনা আমদানিকারকরা আন্তর্জাতিক বাজার থেকে সব মিলিয়ে ৫৪ কোটি ২৪ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছেন।

দৈনিক হিসাবে এর গড় পরিমাণ ১ কোটি ৮ লাখ ৫০ হাজার ব্যারেল। এক বছরের ব্যবধানে চীনে জ্বালানি পণ্যটির আমদানি বেড়েছে ৭ দশমিক ৩ শতাংশ। চীনের ইতিহাসে এটা সবচেয়ে বেশি অপরিশোধিত জ্বালানি তেল আমদানির রেকর্ড। ২০২০ সালে বিশ্বের শীর্ষ জ্বালানি তেল রফতানিকারক দেশ সৌদি আরব চীনের বাজারে সব মিলিয়ে ৮ কোটি ৪৯ লাখ ২০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করেছে।

দৈনিক হিসাবে এর গড় পরিমাণ ১৬ লাখ ৯০ হাজার ব্যারেল। এক বছরের ব্যবধানে সৌদি আরব থেকে চীনে জ্বালানি পণ্যের আমদানি বেড়েছে ১ দশমিক ৯ শতাংশ। একই সময়ে রাশিয়া থেকে চীনা আমদানিকারকরা সব মিলিয়ে ৮ কোটি ৩৫ লাখ ৭০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে। দৈনিক হিসাবে এর গড় পরিমাণ ১৬ লাখ ৭০ হাজার ব্যারেল। এক বছরের ব্যবধানে রাশিয়া থেকে চীনের বাজারে জ্বালানি পণ্যের আমদানি বেড়েছে ৭ দশমিক ৬ শতাংশ।

রয়টার্সের পণ্যবাজার বিষয়ক বিশ্লেষক ওয়াং তাও বলেন, জ্বালানি তেলের চীনা আমদানি বাজার বেশ বড় ও টেকসই। স্বাভাবিকভাবেই রফতানি কারক দেশ ও প্রতিষ্ঠানগুলো এ বাজারে অবস্থান পোক্ত করার তুমুল প্রতিযোগিতায় লিপ্ত। করোনাকালে বিদ্যমান টালমাটাল পরিস্থিতিতে চীনের বাজারে রফতানি অংশীদার হিসেবে রাশিয়াকে পেছনে ফেলে দিয়ে আরো বেশি সুবিধাজনক অবস্থানে পৌঁছে গিয়েছে সৌদি আরব।

এদিকে করোনা মহামারীর সূচনা ও নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ নিয়ে ২০২০ সালজুড়ে বিরোধে জড়িয়ে ছিল চীন ও যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যকার বাণিজ্যযুদ্ধের লাগাম পুরোপুরি টেনে ধরাও সম্ভব হয়নি। পারস্পরিক বিরোধ ও বাণিজ্যযুদ্ধ চলমান থাকার পরও বিদায়ী বছরে যুক্তরাষ্ট্র থেকে সব মিলিয়ে ১ কোটি ৯৭ লাখ ৬০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে চীন। দৈনিক হিসাবে এর গড় পরিমাণ ৩ লাখ ৯৪ হাজার ব্যারেল।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভূঞাপুরে বৃষ্টির জন্য নামাজ আদায় 

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: প্রচণ্ড তাপদাহে জনজীবন অতিষ্ট। নেই...

মুন্সীগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন

মো. নাজির হোসেন, মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলায় ভূমি অফি...

লক্ষ্মীপুরে চলছে ৫ ইউনিয়নে ভোট

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি...

শহীদ শেখ জামাল’র জন্ম

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অত...

রাতের আঁধারে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর):

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সান নিউজ ডেস্ক: প্রতি সপ্তাহের একেক দিন বন্ধ থাকে রাজধানীর ব...

আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : থাইল্যান্ড সফর শেষে আজ দেশে ফিরবেন প্রধান...

রাফাহতে ইসরায়েলি হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের রাফাহতে ইসরায়ে...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ সোমবার (২৯ এপ্রিল) বেশ কি...

হিটস্ট্রোকে একদিনেই ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: তীব্র তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকে আক্রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা