স্বাস্থ্য

বেসরকারি হাসপাতালে করোনার ১০ পরীক্ষার মূল্য নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : দেশের বেসরকারি হাসপাতাল সমূহে অক্সিজেন ও করোনা সম্পর্কিত ১০ ধরনের পরীক্ষার মূল্য তালিকা চূড়ান্ত করে বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে নির্ধারিত মূল্যের বাইরে টাকা নিতে পারবে না দেশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো।

রোবাবার ( ১৭ জানুয়ারি) এ মূল্য তালিকায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, গত ২৮ ডিসেম্বর স্বাস্থ্য অধিদফতরের পাঠানো অক্সিজেন এবং করোনা সম্পর্কিত বেশকিছু পরীক্ষার মূল্য তালিকায় অনুমোদন দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।

মূল্য তালিকায় অক্সিজেন সিলিন্ডার বা সিস্টেমের ৪টি ধরনের কথা উল্লেখ রয়েছে। এতে একক অক্সিজেন সিলিন্ডার ও মেনিফোল্ড অক্সিজেন সিলিন্ডার সিস্টেমে প্রতি ঘণ্টা ২ থেকে ৫ লিটার অক্সিজেন মাত্রার জন্য ১০০ টাকা, ৬ থেকে ৯ লিটার মাত্রার জন্য ১২৫ এবং ১০ থেকে ১৫ লিটার মাত্রার মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা। এছাড়া সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম (জেনারেটর বেইজড) ২ থেকে ৫ লিটার মাত্রার ঘণ্টা প্রতি ১২০ টাকা, ৬ থেকে ৯ লিটার মাত্রার জন্য ৩০০ টাকা এবং ১০ থেকে ১৫ লিটার মাত্রার জন্য ৩৫০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।

সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম (লিকুইড অক্সিজেন ট্যাংক বেইজড) ২ থেকে ৫ লিটার অক্সিজেন মাত্রার জন্য ঘণ্টা প্রতি ১২০ টাকা, ৬ থেকে ৯ লিটার মাত্রার জন্য ২৫০ টাকা এবং ১০ থেকে ১৫ লিটার মাত্রার জন্য ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম এবং হাইফ্লো নেজাল ক্যানুলা ৬০ থেকে ৮০ লিটার মাত্রার অক্সিজেনের জন্য ঘণ্টা প্রতি ৫০০ টাকা ধরা হয়েছে। এসব অক্সিজেনের প্রস্তাবিত মূল্যের ১৪ থেকে ৩০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল) ডা. ফরিদ হোসেন মিয়া জানান, দেশে লিন্ডে বাংলাদেশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেড, স্পেক্ট্রা ইন্টারন্যাশনাল লি. ও ইসলাম অক্সিজেন প্রাইভেট লিমিটেড নামে ৪টি প্রতিষ্ঠানের অনুমোদন রয়েছে।এর মধ্যে লিন্ডে বাংলাদেশ এবং স্পেক্ট্রা ইন্টারন্যাশনাল সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সরকারি হাসপাতালে অক্সিজেন সরবরাহ করে থাকে।

তিনি বলেন, ‘অক্সিজেনের মূল্য নির্ধারণের সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। আর কোনও প্রক্রিয়া বাকি নেই। দুই একদিনের মধ্যেই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।’ অক্সিজেন ও উল্লেখিত পরীক্ষার জন্য বেসরকারি হাসপাতালগুলো এখন ইচ্ছেমতো দাম নিতে পারবে না বলে মন্তব্য করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেন, হাসপাতাল শাখা এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রচার করলেই তা কার্যকর করতে বাধ্য হবে বেসরকারি হাসপাতালগুলো।’

অক্সিজেন ও অন্যান্য জরুরি পরীক্ষা মূল্য নির্ধারণ করায় মানুষের হয়রানি কিছুটা বন্ধ হবে বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশিদ-ই মাহবুব। তবে মূল্য নির্ধারণের সঙ্গে সঙ্গে হাসপাতাল বা ক্লিনিকের প্রকারভেদ করা উচিত বলে মনে করেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আবুল কাসেম।

তিনি বলেন, ‘যে মূল্য নির্ধারণ করা হয়েছে তা ঠিক আছে। তবে এটা বিবেচনায় আনতে হবে উপজেলা বা জেলা পর্যায়ের একটি হাসপাতাল যে খরচে সেবা দিতে পারবে রাজধানীর একটি বড় হাসপাতাল সে খরচে সেবা দিতে পারবে না। এক্ষেত্রে হাসপাতালের প্রকারভেদ করে মূল্য নির্ধারণ করা উচিত।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আড়িয়ল ইউপিতে উপ-নির্বাচন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রানা প্লাজা ট্র্যাজেডি দিবস

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

খাগড়াছড়িতে গৃহকর্মীকে জিম্মির অভিযোগ 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

কার্বণ মিল ও সীসা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি:

ভোলায় ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি পালিত 

ভোলা প্রতিনিধি: তীব্র তাপদাহ থেকে...

অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বাস চাপায় চুয়েট...

রাজধানীতে শিক্ষার্থীর আতহত্যা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাঁখা...

শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়ছে না ছুটি

নিজস্ব প্রতিবেদক : আবহাওয়া অধিদপ্...

আবারও কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক : চলতি মাসে তিন...

রংপুরে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

রংপুর প্রতিনিধি : সারাদেশের মতো র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা