বাণিজ্য

হাওরের ৯০ ভাগ ফসল কাটা শেষ: কৃষি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

হাওরের ৯০ ভাগ ধান কাটা শেষ। এমনকি আগামী এক সপ্তাহের মধ্যে হাওরের বোরো ফসল সম্পূর্ণ ঘরে উঠে যাবে কৃষকের ঘরে। এমনটাই বললেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

চলতি বোরো মৌসুমে মোট ৪৭ লাখ ৫৪ হাজার ৪৩৭ হেক্টর জমিতে বোরোর আবাদ করা হয়েছে। এরমধ্যে ১১ লাখ হেক্টর জমির ধান কাটা শেষ হয়েছে। মোট ধানের ২৫ শতাংশ ইতিমধ্যে কাটা হয়ে গেছে।

আজ মঙ্গলবার কৃষি মন্ত্রণালয় থেকে বোরো ফসলের এবং আউশ আমন মৌসুমের প্রস্তুতি নিয়ে অনলাইনের মাধ্যমে সংবাদ সম্মেলনে কৃষি মন্ত্রী এসব তথ্য জানান।

কৃষি মন্ত্রী আরও জানান, আগামী জুনের মধ্যে সারাদেশের শতভাগ বোরো ফসল কৃষকের ঘরে উঠে যাবে। প্রযুক্তির ব্যবহারের কারণে অর্থাৎ কম্বাইন্ড হারভেস্টার ও রিপার মেশিন ব্যবহার করে দ্রুততম সময়ের মধ্যে কৃষক ধান ঘরে তুলতে পেরেছে। চলতি মৌসুমে সারাদেশে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফসল উৎপাদন হয়েছে। ফলে দেশে কোন খাদ্য সংকট দেখা দেবে না।

তিনি আবারো স্মরণ করিয়ে দেন, সরকার দেশের কৃষকের পাশে আছে। কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে পাঁচ হাজার কোটি টাকা এবং কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বরাদ্দ মিলিয়ে ১৯ হাজার ৫০০ কোটি টাকা মাত্র ৪ শতাংশ সুদে কৃষককে প্রণোদনা দেয়া হবে।

আব্দুর রাজ্জাক বলেন, আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ইতিমধ্যে কৃষকদের মধ্যে ১৫০ কোটি টাকার সার ও বীজ সরবরাহ করা হয়েছে। জুলাই-আগস্ট মাসে আমন মৌসুমে জন্য কৃষককে যাতে পর্যাপ্ত বীজ, সার ও অন্যান্য সহযোগিতা দেয়া যায় তার জন্য আমরা ইতিমধ্যে প্রস্তুতি নেয়া শুরু করেছি। আমনে আমরা উৎপাদন লক্ষ্যমাত্রা আরও দুই লাখ মেট্রিক টন বাড়িয়েছি। একইভাবে পাট বীজ ও গ্রীষ্মকালীন সবজির বীজ বিনামূল্যে কৃষককে দেয়া হচ্ছে।

কৃষিমন্ত্রী বলেন, কৃষক যাতে উৎপাদিত ফসল বিশেষ করে শাকসবজি দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় পৌঁছাতে পারে সেই জন্য আমরা নানামুখী উদ্যোগ নিয়েছি। আমরা মাঠ পর্যায়ের অর্থাৎ যশোর, ঈশ্বরদী, পাবনা, নওগাঁ, বগুড়া, নরসিংদী এলাকার বড় বড় মোকাম মালিকদের সাথে ঢাকার ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করছি। যাতে করে কৃষক সহজে তার উৎপাদিত পণ্য ঢাকাসহ অন্যান্য অঞ্চলে পৌঁছাতে পারে এবং ন্যায্য মূল্য পায়। আমরা উদ্যোগ নিয়েছি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকার ব্যবসায়ীদের, আড়তদারদের এবং পাইকারদের সংযোগ স্থাপনের।

এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, বাড়ির আঙ্গিনায় এবং ছাদে শাক সবজি উৎপাদনের জন্য আমরা সার্ভিসসহ প্রযুক্তি সরবরাহ করবো। বাড়ির আঙ্গিনায় যে ১৪ ধরনের শাকসবজি করা যায় তা দিয়ে ১২ মাস সংসারের শাক সবজির চাহিদা মেটানো সম্ভব।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন মৌসুমী ফসল বিশেষ করে আম কিভাবে কৃষকরা বাজারজাত করতে পারেন সে জন্য সব ধরনের সহযোগিতা দেয়া হবে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবি আদায়ের লক্ষে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবি এবং শিক্ষক আন্দোলনে পুল...

এনসিপির দাবিকৃত ‘শাপলা’ প্রতীক নিতে চায় বাংলাদেশ কংগ্রেস

দলীয় প্রতীক হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’র দাবি করে...

গাজায় যুদ্ধবিরতি, শান্তির বার্তা ট্রাম্পের

প্রায় দুই বছর ধরে চলা গাজায় যুদ্ধ শেষ হয়েছে বলে মন...

কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লার সীমান্ত এলাকায় পিকআপে থাকা প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও...

রিজভী-মির্জা আব্বাসসহ নাশকতা মামলায় অব্যাহতি পেলেন ১৬৭ জন

রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা নাশকতা মামলায় আদালত দায়মুক্তি দিয়েছে বিএন...

জাতীয় নির্বাচন হবে জনগণের ক্ষমতায়নের প্রাতিষ্ঠানিক রূপ

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন হবে ন্যায়বিচার ও জনগণের ক্ষমতায়...

হতাশা হয়ে এনসিপি নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলার প্রধান সমন্বয়ক মো. ফিরোজ আলমগীর দ...

ভোজ্যতেলের দাম লিটারে সর্বোচ্চ ১৩ টাকা বাড়লো

দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে। ব্যবসায়ীরা বোতলজাত সয়াবিন তেলের দাম...

এনসিপির দাবিকৃত ‘শাপলা’ প্রতীক নিতে চায় বাংলাদেশ কংগ্রেস

দলীয় প্রতীক হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’র দাবি করে...

বরিশাল বিপিএল খেললে তামিমও খেলবে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর আগামী ডিসেম্বর-জানুয়ারিতে মাঠে গড়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা