ছবি : সংগৃহিত
সারাদেশ
সান নিউজে সংবাদ প্রকাশ

শিশু নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে নলকূপের হাতল চুরির অভিযোগে দুই শিশুকে অমানবিক নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন: সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

শুক্রবার (৯ জুন) দিবাগত রাতে এক শিশুর বাবা মো. আলীবার শেখ বাদি হয়ে এক ইউপি সদস্যসহ ৫ জনের উল্লেখ করে অজ্ঞাত আরো ২/৩ জনের নামে মামলা করেছেন। মামলা নম্বর ৭। ওই রাতেই মামলার ৪ নম্বর আসামি হাবিল খানকে (৪৫) গ্রেফতার করে ৩ দিনের রিমান্ড চেয়ে গতকাল শনিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

জানা যায়, সম্প্রতি উপজেলার গুনবহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চাপলডাঙ্গা গ্রামের ইউপি সদস্য নাজমুল শেখের বড় ভাই নজরুল শেখের একটি নলকূপের হাতল চুরির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে ইউপি সদস্য মো. নাজমুল শেখ, তার ভাই নজরুল শেখ ও একই গ্রামের হাসান খন্দকারসহ কয়েকজন চুরির অভিযোগে সুমন শেখ (১১) এবং সৌরভ আলী (১১) নামে দুইটি শিশুকে পায়ে লোহার শিকল বেঁধে গত মঙ্গলবার (৬ জুন) দুপুরে স্থানীয় নাজমুল মেম্বরের ধানের চাতালে প্রচন্ড দাবদাহের মধ্যে চিৎ করে শুইয়ে কাঠ ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে। সুমন শেখ ওই ইউনিয়নের চাপলডাঙ্গা গ্রামের রিক্সা চালক মিন্টু শেখের ছেলে। অপর শিশু সৌরভ আলী একই ইউনিয়নের মুক্তারপুর গ্রামের কৃষক আলীবর শেখের ছেলে। নির্যাতনকারীরা প্রভাবশালী হওয়ায় ঘটনার দুইদিন পরেও ভয়ে মুখ খুলছিলো না ভুক্তভোগী ওই দুই পরিবার।

আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে যশোর যাবে ট্রেন

নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি নিয়ে শুক্রবার অনলাইন নিউজ পোর্টাল সান নিউজ-এ ‘চুরির অভিযোগে দুই শিশুকে শেকলে বেঁধে নির্যাতন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে তাদের নির্দেশে শুক্রবার দিবাগত রাতে শিশু সৌরভ আলীর বাবা আলীবর শেখ বাদি হয়ে গুনবহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাজমুল শেখকে (৩৫) ১ নম্বর আসামী করে থানায় ১৪৩/৩৪২/৩২৩/৩২৫/৩০৭/৩৭/৫০৬/১১৪ পেনাল কোড ধারায় মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত অন্যান্য আসামিরা হলেন- ইউপি সদস্য নাজমুল শেখের বড় ভাই নজরুল শেখ (৪০), চাপলডাঙ্গা গ্রামের হাসান খন্দকার (২৫), হাবিল খান (৪৫), রকিবুল খন্দকার (২০)। পুলিশ হাবিল খানকে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছেন।

আরও পড়ুন: অবশেষে মায়ের পাশে সমাহিত হলেন

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক মো. আব্দুর রহমান বলেন, মামলার এক আসামিকে গ্রেফতার করে তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। নির্যাতিত দুই শিশুকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে শিশু দুটিকে খাবার ও নতুন কাপড় চোপড় কিনে দেওয়া হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

এ ব্যাপারে ফরিদপুরের বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালি অঞ্চলের সার্কেল এএসপি সুমন কর জানান, এ ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর):

বোয়ালমারীতে হত্যাচেষ্টা মামলায় সুদেব সিং গ্রেফতার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে...

বাংলাদেশের বিশ্বকাপ ফটোসেশন

স্পোর্টস ডেস্ক : আগামী ২ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের...

স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে পারিবারিক কলহের জে...

কান উৎসবে নজর কাড়লেন ভাবনা

বিনোদন ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবে...

বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র কাজে দেয়নি

নিজস্ব প্রতিবেদক: বিএনপির দেশবিরো...

ডাল কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক: স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ট্রেড...

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ৫২ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: দলীয় সিদ্ধান্ত...

রাজধানীতে চলন্ত মাইক্রোবাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহজাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা