খেলা

রোনালদোর গোলের বিশ্ব রেকর্ড

ক্রীড়া ডেস্ক : ফ্রান্সের বিপক্ষে বুধবার দিবাগত রাতে ইউরোর ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে জাতীয় দলের জার্সি গায়ে ১০৯ গোল হয় তার। এর মধ্য দিয়ে গোলের বিশ্ব রেকর্ড গড়েন সিআর৭। ইরানের সাবেক ফুটবলার আলী দাইয়ির রেকর্ড ১০৯ গোল স্পর্শ করে যৌথভাবে বিশ্বের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন।

আন্তর্জাতিক ফুটবল ইতিহাসে মাত্র দুজন ফুটবলার শতাধিক গোল করেছেন এবং তারা দুজনই এখন বিশ্ব রেকর্ডধারী। অবশ্য রোনালদোর সামনে সুযোগ আছে আলী দাইয়িকে ছাড়িয়ে যাওয়ার। কারণ, পর্তুগাল যে ফ্রান্সকে ২-২ গোলে রুখে দিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। নকআউট পর্বে তারা খেলবে বেলজিয়ামের বিপক্ষে। সেই ম্যাচে রোনালদো গোল পেলে সবাইকে পেছনে ফেলে এককভাবে বিশ্ব রেকর্ডটি নিজের করে নিবেন তিনি।

ফ্রান্সের বিপক্ষে ম্যাচের ৩০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। এর মধ্য দিয়ে জাতীয় দলের জার্সি গায়ে তার গোল হয় ১০৮। ৬০ মিনিটের মাথায় আবাও পেনাল্টি থেকে গোল পান জুভেন্টাস তারকা। তাতে তার মোট গোল হয় ১০৯। আর ছুঁয়ে ফেলেন দীর্ঘদিন ধরে অধরা থাকা আলী দাইয়ির বিশ্ব রেকর্ড।

আজকের দুই গোলের মধ্য দিয়ে পর্তুগালের হয়ে সবশেষ ৪৫ ম্যাচে মাঠে নেমে ৪৮ গোল করার কৃতিত্ব দেখান সাবেক রিয়াল তারকা।

জাতীয় দলের হয়ে ২০১৬ ইউরোতে ৩ গোল করেছিলেন রোনালদো। আর ২০১৮ বিশ্বকাপে করেছিলেন ৭ গোল। এবারের ইউরোতে ৩ ম্যাচে ইতোমধ্যে ৫ গোল করেছেন। তার মধ্যে ৪টিই পেনাল্টি থেকে। প্রথম ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে করেন ২ গোল পেনাল্টি থেকে। পরের ম্যাচে জার্মানির বিপক্ষে করেন ১ গোল। আর শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে করেন ২ গোল পেনাল্টি থেকে।

এর মধ্যে দিয়ে ইউরোতে একমাত্র খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ১৪ গোল করার কীর্তিও গড়েছেন তিনি। আগেই পেছনে ফেলেছেন ইউরোর সর্বোচ্চ গোলদাতা মিশেল প্লাতিনিকে।

এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামেন ৩৬ বছর বয়সী এই ফুটবলার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আস...

কর্মস্থলে না এসেও বেতন তোলেন শিক্ষক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ শনিবার (১৮মে) বেশ কিছু খেল...

মেঘনা নদীতে পাঙ্গাশ রক্ষায় অবৈধ চাই ধ্বংস 

ভোলা প্রতিনিধি: ভোলায় মেঘনা নদী থ...

মুন্সীগঞ্জে ভাসমান মরদেহ উদ্ধার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ পৌরসভার মধ্য কোটগাঁ...

দেশে ফিরলেন ১৪০ পাকিস্তানি শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের...

পুলিশ বক্সে আগুন দিল অবরোধকারীরা

নিজস্ব প্রতিবেদক: অটোরিকশা চলাচল...

বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলায় উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্র...

সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু কাল 

নিনা আফরিন, পটুয়াখালী: আগামীকাল...

ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা