সারাদেশ

যোগদান বোয়ালমারীতে, সেবা দেন অন্যত্র

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজারে অবস্থিত কাদিরদী উপ-স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যসেবার এখন বেহালদশা। ওই উপ-স্বাস্থ্য কেন্দ্রের একটি ঘর জরাজীর্ণ হওয়ায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। একজন মেডিকেল অফিসারকে ওই উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ দেয়া হলেও তিনি ডেপুটেশনে থাকায় স্বাস্থ্যসেবা প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজারে অবস্থিত কাদিরদী উপ-স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার পদে ডা. মহসিন ফরাজীকে ২০২০ সালের ৬ জুলাই নিয়োগ দেয়া হয়। এরপর ডা. মহসিন ফরাজী ডেপুটেশনে ফরিদপুরে যোগদান করেন। ফলে সপ্তাহে ৩ দিন শুধুমাত্র একজন মিডওয়াইফ (ধাত্রী) ওই উপ-স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যসেবার দায়িত্বে নিয়োজিত থাকেন।

সপ্তাহের অন্য ৩ দিন পার্শ্ববর্তী ঘোষপুর ইউনিয়নের খামারপাড়ায় অবস্থিত উপ-স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. নুরুল ইসলাম স্বাস্থ্যসেবা প্রদান করেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, কাদিরদী উপ-স্বাস্থ্য কেন্দ্রের পশ্চিম ও উত্তর পাশে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়া সারাবছরই আশেপাশের বাড়ি এবং কাঁচা বাজারের পানি, ময়লা ওই স্থানসমূহে জমার ফলে দুর্গন্ধের সৃষ্টি হয়। এর ফলে উপ-স্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেই সাথে উপ-স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরতদের দায়িত্ব পালন করাও কষ্টসাধ্য হয়ে ওঠে। উপ-স্বাস্থ্য কেন্দ্রটিতে ফার্মাসিস্ট ও নাইট গার্ডও নেই।

এ ব্যাপারে ডা. মো. নুরুল ইসলাম বলেন, 'কাদিরদী উপ-স্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন ১০০/১৫০ জন রোগী আসে চিকিৎসা সেবা নিতে। লোকবলের অভাবে হিমশিম খেতে হয়।'

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান বলেন, 'ওই চিকিৎসকের (ডা. মহসিন ফরাজী) ডেপুটেশন বাতিল চেয়ে আবেদন করবো। আমাদের আরেকজন চিকিৎসকও এই মুহূর্তে ডেপুটেশনে আছেন।'

ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বলেন, 'এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ওই চিকিৎসকের ডেপুটেশন বাতিল চেয়ে আবেদন করতে বলেছি। আবেদন করলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।'

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি হওয়ার প্রস্তুতি নিচ্ছি

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্ন...

স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জমির দলিল হস্তান্তর

নাটোর প্রতিনিধি: নাটোর জেলা স্কাউটসের জন্য তথ্য প্রযুক্তি ভি...

ময়মনসিংহে বাসচাপায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় বাসের চাপায় নিহত হয়েছেন...

চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা

জেলা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় ফের ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র...

জাতীয় কবির জন্মবার্ষিকী

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অত...

পায়রা-মোংলায় ৭ নম্বর সংকেত

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রেমালের...

ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন...

সুইমিংপুলে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার স...

নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি প্রবল ঘ...

দাম কমলো সোনার

নিজস্ব প্রতিবেদক: বর্তমান দেশের ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা