ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধে ইউক্রেনের ২৬২ ক্রীড়াবিদ নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রুশ আগ্রাসনে দেশটির ২৬২ জন ক্রীড়াবিদ নিহতসহ ৩৬৩টি ক্রীড়া অবকাঠামো ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় ক্রীড়ামন্ত্রী ভাদিম হুটসেট।

আরও পড়ুন : ইরানে চুল খোলা রাখায় নারী গ্রেফতার

রোববার (২ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (১ এপ্রিল) ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জিমন্যাস্টিকসের সফররত প্রেসিডেন্ট মোরিনারি ওয়াতানাবের সাথে সাক্ষাৎ করেন ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী ভাদিম হুটসেট। এ সময় রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনীয় ক্রীড়াবিদদের প্রাণহানি ও ক্রীড়া অবকাঠামোতে ক্ষয়ক্ষতির তথ্য সামনে আনেন তিনি।

আরও পড়ুন : দেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে

ইউক্রেনীয় ক্রীড়ামন্ত্রী জানান, রাশিয়ার কোনও ক্রীড়াবিদকে অলিম্পিক বা অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি দেওয়া উচিত নয়। কারণ তারা (রাশিয়ার ক্রীড়াবিদ) সকলেই এই যুদ্ধকে সমর্থন করে এবং এই যুদ্ধের সমর্থনেই বিভিন্ন ইভেন্টে যোগ দিয়ে থাকে।

এ বিষয়ে রয়টার্স বলছে, দেশের নাম নিয়ে নয় বরং নিরপেক্ষ প্রতিযোগী হিসাবে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় রাশিয়ান এবং বেলারুশিয়ান ক্রীড়াবিদদের ধীরে ধীরে ফিরে আসার সুযোগ দেওয়ার সুপারিশ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

আরও পড়ুন : আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যানের মৃত্যু

তবে সংস্থাটি ২০২৪ সালে অনুষ্ঠিতব্য প্যারিস অলিম্পিকে রুশ ও বেলারুশের অ্যাথলেটদের অংশগ্রহণের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি।

শুক্রবার (৩১ মার্চ) ইউক্রেন জানায়, রাশিয়ানদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে নামানো হলে ২০২৪ সালের গেমসের জন্য যোগ্যতা অর্জনের ইভেন্টে ইউক্রেনীয় ক্রীড়াবিদদের অংশ নিতে দেওয়া হবে না।

আরও পড়ুন : ঈদ যাত্রা নিরাপদ করতে পথসভা অনুষ্ঠিত

তবে আইওসি ইউক্রেনের এ সিদ্ধান্তের সমালোচনা করেছে।

রয়টার্স আরও বলছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ঠিক কত সংখ্যক ইউক্রেনীয় ক্রীড়াবিদ নিহত বা কত স্থাপনা ধ্বংস করা হয়েছে তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

আরও পড়ুন : প্রতিবন্ধীরাও সমাজ ও পরিবারের অংশ

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণ মাত্রার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ইউক্রেনের জাতীয় পর্যায়ের বেশ কয়েকজন ক্রীড়াবিদ দেশকে রক্ষার জন্য স্বেচ্ছায় অস্ত্র তুলে নিয়েছেন। এ বছর যারা নিহত হয়েছেন তাদের মধ্যে ফিগার স্কেটার দিমিত্রো শার্পার রয়েছেন। তিনি বাখমুতের কাছে যুদ্ধে মারা যান।

এছাড়া ভলোদিমির আন্দ্রোশচুক নামে ২২ বছর বয়সী ডেকাথলন চ্যাম্পিয়নও প্রাণ হারিয়েছেন। তিনি তার ভবিষ্যতের অলিম্পিকে ভালো ফলাফলের বিষয়ে আশাবাদী ছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্ট...

ভোলায় উপকূলজুড়ে কোস্টগার্ড মোতায়েন  

ভোলা প্রতিনিধি: আসন্ন ৬ষ্ঠ উপজেলা...

সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু কাল 

নিনা আফরিন, পটুয়াখালী: আগামীকাল...

বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলায় উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: কিরগিজস্তানে বা...

নজর কাড়লেন কিয়ারা

বিনোদন ডেস্ক: কান চলচ্চিত্র উৎসব...

মালবাহী ট্রেনর বগি লাইনচ্যুত

জেলা প্রতিনিধি: নরসিংদী জেলার রায়...

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলায় পুকুরের পানিতে ডুবে সাদ বাবু...

দারিদ্রতাকে হার মানিয়ে জিপিএ-৫ পেল ৬ জন 

রংপুর ব্যুরো: কুড়িগ্রামের চিলমারী...

এসএমই পণ্য মেলায় ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন

নিজস্ব প্রতিবেক : সাত দিনব্যাপী জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প...

জ্বালিয়ে অটোরিকশা চালকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি: ডেমরা সাইনবোর্ড এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে বি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা