সারাদেশ

ভূমিদস্যুদের হামলার শিকার ইউএনও 

সান নিউজ ডেস্ক: শরীয়তপুরের ভেদরগঞ্জে ভূমিদস্যুদের হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি), রামভদ্রপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাসহ এক বীর মুক্তিযোদ্ধা। মঙ্গলবার (১ নভেম্বর) রাত ১০ টার দিকে ভেদরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

আরও পড়ুন: বাসচাপায় শ্রমিক দম্পতি নিহত

এর আগে দুপুর দেড়টার দিকে আশ্রয়ণ প্রকল্প-২ এর জমি পরিদর্শনে গিয়ে রামভদ্রপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রামভদ্রপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, রামভদ্রপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেজা শাহ্ আলম (৫০) ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হাই (৭৫)। তাদের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

থানায় মামলা ও আহত রেজা শাহ্ আলম জানান, আজ (মঙ্গলবার) দুপুরে ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর এলাকায় প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর (গৃহহীন ও ভূমিহীন) জমি পরিদর্শনে যান রামভদ্রপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেজা শাহ্ আলম। এ সময় তাকে স্থানীয় ভূমিদস্যু মীর গোলাম মোস্তফা (৫৮), জিন্না মীর মালত (৬২) হঠাৎ লোকজন নিয়ে এসে অকথ্য ভাষায় গালাগালি করে এবং বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত সরকারি সাইনবোর্ড ভেঙে ফেলে। তাছাড়া তারা বাঁশ দিয়ে জমি দখল করার চেষ্টা করে। শাহ্ আলম প্রতিবাদ করলে তাকে লাথি, কিলঘুষি ও চর মেরে আহত করে। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তাকে উদ্ধার গেলে তাকেও মারধর করে আহত করা হয়। পরে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইমামুল হাফিজ নাদিম বিষয়টি যেনে তাদের উদ্ধার করতে গেলে তাদের ওপরও হামলা চালায় ভূমিদস্যুরা। তবে তারা আহত হননি।

আরও পড়ুন: ড. কাজী এরতেজা হাসান গ্রেফতার

মামলার আসামি মোস্তফা ও জিন্না’র সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাদের পাওয়া যায়নি।

হামলার বিষয়টি নিশ্চিত করে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর জমি পরিদর্শনে গিয়ে দুইজন আহত হয়। তাদের উদ্ধারে গেলে আমরাও হামলার কবলে পড়ি। সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় আমরা মামলা করেছি।

মামলার বিষয়টি নিশ্চিত করে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহলুল খান বাহার বলেন, হামলার ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করে রামভদ্রপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মামলা করেছেন। মামলার পরপরই আসামিরা পালিয়ে গেছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে হামলা-ভাংচুর 

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে...

আগুনে শতাধিক ঘর-দোকান ভস্মীভূত

জেলা প্রতিনধি : গাজীপুরের ভোগড়া এলাকায় আগুনে তিনটি কলোনির...

ইন্দোনেশিয়ায় শীতল লাভায় নিহত ৬৭

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার স...

দেশ ছাড়ল বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের স্ব...

কানে ‘গোলাপী রানি’ উর্বশী

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র জগতের সবচ...

হজযাত্রীর টাকা নিয়ে এজেন্সি মালিক উধাও

নিজস্ব প্রতিবেদক: হজ ফ্লাইট শুরু হয়েছে। ইতোমধ্যে প্রায় ২৪...

আগুনে পুড়ল ১০ দোকান 

জেলা প্রতিনিধি: গাইবান্ধা শহরের ক...

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৪

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন...

প্লাস্টিক কারখানায় আগুন

জেলা প্রতিবেদক: গাজীপুর জেলার টঙ্...

অর্থনীতি সমিতির সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ অর্থনীত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা