ছবি : সংগৃহীত
সারাদেশ
বাংলাবান্ধা স্থলবন্দর

ভারতীয় ট্রাক চালকদের অবাধ বিচরণে ওমিক্রন ঝুঁকি

রাশেদুজ্জামান রাশেদ: দেশের সর্বউত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণ বৃদ্ধির হার ক্রমানয়ে বেড়ে যাওয়ায় তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা এবং ভারতীয় সীমান্ত এলাকা ফুলবাড়িতে আইন প্রয়োগকারী সংস্থা ওমিক্রন ঠেকাতে ব্যাপক কর্মযজ্ঞ শুরু করলেও দৃশ্যমান কোন কার্যক্রম নেই দেশের একমাত্র চতুর্থদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরে।

ইমিগ্রেশনে প্রবেশের প্রথমে ভারত ফেরত যাত্রীদের মাস্ক ব্যবহার শতভাগ নিশ্চিত করা গেলেও বন্দরে নেই তার ব্যবহার। ওমিক্রন ভয়াবহতায় ভারত, নেপাল, ভূটান থেকে প্রবেশে পণ্যবাহী ট্রাক চালক ও সহকারীরা অবাধে ভঙ্গ করছে স্বাস্থ্যবিধি।

এদিকে সরেজমিনে প্রত্যক্ষভাবে দেখা যায়, বন্দরে পণ্যবাহী ট্রাক প্রবেশের পর থেকে বন্দর এলাকা জুরে হোটেল,পানের দোকান, পাথর পয়েন্ট অবাধে বিচরণ করছে ভারতীয়,নেপাল,ভূটানের ট্রাক চালক ও সহকারীরা। এসময় বন্দরের বিভিন্ন এলাকা ঘুড়ে দেখা গেছে ইমিগ্রেশন অফিসের আশেপাশে যেখানে সেখানে মাস্ক ছাড়া দেখা গেছে তাদের। শ্রমিকসহ বন্দর ব্যবহারকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরত লোকজনের মধ্যে দেখা যায় নাই স্বাস্থ্যবিধি মাস্ক ব্যবহারের প্রবণতা। এমনটি বন্দর অভ্যন্তরে প্রায় ৯৫ শতাংশ সাধারণ মানুষের মুখে দেখা যায় নাই মাস্ক।

ভারতীয় কাস্টমস কার্যক্রম শেষে বন্দরে প্রবেশের সময় রাস্তায় গাড়ি রেখে বিভিন্ন দোকান থেকে ইচ্ছেমতো কেনাকাটা এবং অবাধে ঘোরাঘুরি করছে ট্রাক চালক ও সহকারী হেলপাররা। ওই ট্রাকচালদের এধরণের কর্মকান্ডে নাখোশ বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন।

বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল-মামুন তিনি বলেন, প্রতিবেশী দেশ অমিক্রম সংক্রমণ রোধে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করলেও বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত, নেপাল, ভূটানের ট্রাকচালকারা মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে না চলায় বেশ আতংকে রয়েছে স্থানীয় এলাকাবাসী।

বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেড ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট যাতে এ বন্দর দিয়ে প্রবেশ করতে না পারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি। এয়াড়াও বন্দরে যাতে বিদেশি চালকরা মাস্ক ছাড়া চলাচল করতে না পারে সেজন্য বারবার বলা হচ্ছে এবং প্রতিদিন মাইকিং করে মাস্ক ব্যবহারের নিশ্চিত করছি।

এ ব্যাপরে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা বলেন, বিদেশি ড্রাইভাররা যাতে দেশি ড্রাইভারদের সংস্পর্শে না আসতে পারে সেজন্য আমরা আলাদা সেড এবং ওয়াশ ব্লগের নির্মাণ করা হয়েছে। ভারতীয়,নেপাল ও ভূটানের ড্রাইভাররা প্রতিপালন করছে কি না সেজন্য অভিযান বা পরিদর্শন করবো আমরা।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ উদ্বোধন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে ব...

মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক: মানহানির মতো মন...

আনহার আহমেদ চৌধুরী মৃত্যুবরণ করেছেন

নিজস্ব প্রতিনিধি: ইউনিভার্সিটি অফ...

আনারের হত্যাকারীরা চিহ্নিত

নিজস্ব প্রতিবেদক : এমপি আনোয়ারুল আজীম আনারকে যারা হত্যা করেছ...

বড়াইগ্রামে দুই ব্যবসায়ীকে জরিমানা

নাটোর প্রতিনিধি: বড়াইগ্রামের বনপাড়া বাজারের বনফুল সুইটসের মা...

জাভি বরখাস্ত

স্পোর্টস ডেস্ক : মৌসুমে কোনো শিরোপা জিততে না পারায় কোচ জাভি...

বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা ধ্বংস করার...

স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জমির দলিল হস্তান্তর

নাটোর প্রতিনিধি: নাটোর জেলা স্কাউটসের জন্য তথ্য প্রযুক্তি ভি...

যুদ্ধবিরতি চান পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : কিয়েভ এবং পশ্চিমারা বর্তমান যুদ্ধপরিস্থি...

চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা

জেলা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় ফের ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা