সারাদেশ

বিড়ম্বনার শিকার সিলেটে যুক্তরাজ্য প্রবাসীরা

নিজস্ব প্রতিনিধি, সিলেট : দীর্ঘ ভ্রমণের ক্লান্তি সত্ত্বেও যুক্তরাজ্য প্রবাসীরা সিলেট পৌঁছেছেন দুপুর ১২টায়, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তারা বিআরটিসির বাসেই অবস্থান করছিলেন। সরকার নির্ধারিত দুটি হোটেলের সঙ্গে দর দামে হচ্ছিল না বিধায় এত বিড়ম্বনায় পড়তে হয়েছে তাদের।

অবশ্য বিকেল সোয়া ৪টার দিকে সিলেটের জেলা প্রশাসক জানিয়েছেন, প্রবাসীদের ৪১ জনই উঠছেন নির্ধারিত হোটেল হলি গেইটে। আর সিলেট মহানগর পুলিশ জানিয়েছে ১ পরিবার উঠেছেন হোটেল স্টার প্যাসিফিকে আর দু’টি পরিবার উঠেছেন হোটেল হলি গেইটে। অন্যরা বিআরটিসির বাসে অবস্থান করছিলেন।

মহামারি করোনার নতুন ধরন আবিষ্কারের পর আতঙ্কে সিলেটের যুক্তরাজ্য প্রবাসীদের অনেকেই দেশে ফিরতে শুরু করেছেন।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি-২০২) সিলেটে এসেছেন ৪৭ জন প্রবাসী। এদের ৪১ জন নেমেছেন সিলেটে, অন্যরা গেছেন ঢাকায়।

সিলেটের প্রবাসীদের সরকারের নিয়মানুযায়ী স্বাস্থ্য পরীক্ষার পর বিআরটিসির দুটি বাস বহন করে নিয়ে আসে নগরীর দরগাগেইট এলাকায় কোয়ারেন্টাইনের জন্য প্রশাসন নির্ধারিত হোটেল স্টার প্যাসিফিক ও হোটেল হলি গেইটের সামনে। কিন্তু এখানে আসার পর হোটেলগুলোর ভাড়া নিয়ে বিপত্তি বাধে। চলে দর দাম।

এ অবস্থায় উদ্বেগ উৎকন্ঠা ছড়িয়ে পড়ে প্রবাসী ও তাদের স্বজনদের মধ্যে। সর্বশেষ বিকেল ৪টার দিকেও সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম প্রবাসীরা হোটেলে উঠেছেন কি না, তা নিশ্চিত করতে পারেননি।

সান নিউজের সিলেট প্রতিনিধিকে তিনি বিকেল ৪টা ১০ মিনিটে ম্যাসেজ দিয়ে জানিয়েছেন ৪১ জনই হোটেল হলি গেইটে উঠছেন।

সোয়া ৪টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের জানান, স্টার প্যাসিফিকে ১টি পরিবার ও হলিসাইডে দুটি পরিবার উঠেছেন। অন্যরা বাসেই অবস্থান করছেন।

তিনি আরও জানান, হোটেল দুটোতে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ঘটনাস্থল থেকে একাধিক সূত্র জানায়, প্রবাসীরা এত খরচে ২ সপ্তাহ ধরে হোটেলে থেকে কোয়ারেন্টাইনের বিষয়টি মেনে নিতে পারছেন না। বিকেল পৌনে ৫টা পর্যন্তই এই অচলাবস্থা চলে।

উল্লেখ্য, হাটেল স্টার প্যাসিফিকের সিঙ্গেল বেডের একটা কক্ষের ভাড়া প্রতিদিন ৪ হাজার ও ডাবল বেডের একটা কক্ষের জন্য ৫ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন হোটেল কর্তৃপক্ষ। আর হলিগেইটের ভাড়ার বিষয়টি আগের নিয়মেই বলে জানিয়েছেন হোটেলটির কর্তৃপক্ষ।

সর্বশেষ, হোটেল হলিগেইট কর্তৃপক্ষ জানিয়েছেন, বিকেল ৫টার দিকে কিছুসংখ্যক প্রবাসী তাদের হোটেলে উঠতে শুরু করেছেন। তবে সংখ্যাটা তারা তাৎক্ষণিক জানাতে পারেননি।

সান নিউজ/এক/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আস...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ শনিবার (১৮মে) বেশ কিছু খেল...

কর্মস্থলে না এসেও বেতন তোলেন শিক্ষক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

মেঘনা নদীতে পাঙ্গাশ রক্ষায় অবৈধ চাই ধ্বংস 

ভোলা প্রতিনিধি: ভোলায় মেঘনা নদী থ...

মুন্সীগঞ্জে ভাসমান মরদেহ উদ্ধার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ পৌরসভার মধ্য কোটগাঁ...

ওএমএস বিতরণে গাফলতি হলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী সা...

পটল কেন উপকারী?

লাইফস্টাইল ডেস্ক: পটল আমাদের দেশের পরিচিত একটি সবজি, যা খেতে...

মিডিয়া ট্রায়াল বন্ধে ব্যবস্থা নেয়া হবে

জেলা প্রতিনিধি: বিচারের আগে মিডিয...

হোয়াটসঅ্যাপে আসছে পরিবর্তন

টেকলাইফ ডেস্ক: জনপ্রিয় যোগাযোগ মা...

মঙ্গলবার ১৫৭ উপজেলায় সাধারণ ছুটি 

নিজস্ব প্রতিবেদক: ষষ্ঠ উপজেলা পরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা