ছবি: সংগৃহীত
সারাদেশ

হবিগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী। তবে পুলিশ জানিয়েছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন: বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ১৬ লাখ

ঘটনার পর পরই উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখে। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আানতে চেষ্টা করে। পরে পুলিশ উর্ধ্বতন কর্তৃপক্ষ স্থানীয় লোকজনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আানেন।

নিহতরা হলেন, বি-বাড়িয়া জেলার সরাইল উপজেলা বড়ইবাড়ি গ্রামের আব্দুস শহীদের ছেলে আাল আমিন (১৭), বাহুবল উপজেলার স্বর্ণরেখ গ্রামের পিযুষ দাস (৫০)। বাকীদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের ভাষ্যমতে, শুক্রবার (১১ মার্চ) রাত ১০টার দিকে মহাসড়কের উলুকান্দি এলাকায় হাইওয়ে পুলিশ একটি মালবোঝাই ট্রাককে ধাওয়া করে। ট্রাকটি দ্রুত চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ হয়। তখন পেছন দিক থেকে আসা আরেকটি বাস দূর্ঘটনা কবলিত বাসকে ধাক্কা দেয়।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে আটক ৫৮

এ ঘটনার পরই স্থানীয় লোকজন হাইওয়ে পুুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে ঢাকা- সিলেট মহাসড়ক অবরোধ করেন। হাইওয়ে পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে চাইলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। পরে হবিগঞ্জ সদর সার্কেল এএসপি ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আানেন। এ সময় ঢাকা- সিলেট মহাসড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচলা বন্ধ ছিল।

এদিকে, খবর পাওয়ার সাথে সাথেই হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনা কবলিত দুমড়ে মুচড়ে যাওয়া বাসগুলোর ভেতর থেকে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। তবে আহতদের অবস্থা আশংকাজনক। এর মধ্যে অনেকেই মারা যেতে পারে। কমপক্ষে ১৫ জনকে ঢাকা ও সিলেটে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন: জাতীয় দলে ফিরলেন নেইমার

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে (আজ শনিবার সকাল ১০টায়) জানান, শুক্রবার দিকাগত রাত ১০টার দিকে আাশিক পরিবহন ও শ্যামলী পরিবহনের বাস এবং একটি ট্রাকের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে ৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ওই ট্রাকটিকে ধাওয়া করার কোন ঘটনা ঘটেনি। দূর্ঘটনার খবর শুনে আমরা ঘটনাস্থলে যাই। এ সময় স্থানীয় লোকজন লুটপাট ও পুলিশের উপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আানতে পুলিশ গুলি চালায়।

সাননিউজ/জেএস/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভূঞাপুরে বৃষ্টির জন্য নামাজ আদায় 

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: প্রচণ্ড তাপদাহে জনজীবন অতিষ্ট। নেই...

শহীদ শেখ জামাল’র জন্ম

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অত...

মুন্সীগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন

মো. নাজির হোসেন, মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলায় ভূমি অফি...

লক্ষ্মীপুরে চলছে ৫ ইউনিয়নে ভোট

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি...

রাতের আঁধারে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর):

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁওয়ে রেল গেট এলাকায় ট্রেনের...

টিপু-প্রীতি হত্যা মামলার বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহ...

লেকে শিশু পড়ে যাওয়া নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালীতে লেকে পড়ে এক শিশু নিখোঁজ...

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন...

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২২

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা