ছবি: সংগৃহীত
সারাদেশ

পাসপোর্ট দালালদের ২৪ জন গ্রেফতার

জেলা প্রতিনিধি : কুমিল্লার কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাসপোর্ট দালালচক্রের মূলহোতাসহ ২৪ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব।

আরও পড়ুন : মুক্তির মেয়াদ বাড়ানো হবে

সোমবার (৬ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দালালরা অতিরিক্ত টাকা নেওয়ার পরও যথাসময়ে পাসপোর্ট পায়নি বলে লিখিত ও মৌখিক অভিযোগ করেন অসংখ্য ভুক্তভোগী। এ অভিযোগের সত্যতা যাচাইয়ে র‍্যাব-১১ ও সিপিসি-২ কুমিল্লায় ছায়াতদন্ত শুরু করে।

আরও পড়ুন : সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে র‍্যাব রোববার কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন বিভিন্ন এলাকায় সারাদিন ব্যাপী বিশেষ একটি অভিযান পরিচালনা করে। এতে দালালচক্রের মূলহোতা শাকিল আহমেদ সুজনসহ ২৪ জনকে গ্রেফতার করা হয়।

এ সময় দালালদের কাছ থেকে ২০টি পাসপোর্ট, ১০৮টি ডেলিভারি স্লিপ, ২৯টি জাতীয় পরিচয়পত্র, একটি মোবাইল, ৭টি বিভিন্ন সিল, একটি প্যাড, নগদ ৪৩ হাজার টাকাসহ বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।

আরও পড়ুন : এবার বদরুন্নেসায় নেত্রীর বিরুদ্ধে অভিযোগ

গ্রেফতারকৃতরা স্বীকারোক্তি দিয়েছে, তারা পাসপোর্ট দালালচক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে তারা পাসপোর্ট তৈরি করে দেওয়ার কথা বলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়।

এতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত দালালদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন : রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

পাসপোর্ট অফিসে দালাল নির্মূলে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়েছে এ বিজ্ঞপ্তিতে।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার শাকতলা গ্রামের সৈয়দ ফারুক আহম্মেদের ছেলে শাকিল আহম্মেদ সুজন (৩৮), কোতোয়ালি মডেল থানার বাগিচাগাঁও গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. শাহাদাত হোসেন (২৭), নোয়াপাড়া গ্রামের মৃত দুলু মিয়ার ছেলে মো. শরীফ (৩৪), মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. মাসুক (৫০), মো. আনিছুর রহমান সুমন খানের ছেলে মো. লিকন খান লিটন (২০), আলী হোসেনের ছেলে ডালিম সরকার (২০), মো. শওকতের ছেলে মো. ইরফান (২৮), মৃত আলী আশ্রাফের ছেলে মো. শওকত আলী (৫৪), কবির হোসেনের ছেলে মো. ওজায়ের হোসেন সাকিব (২০), নতুন চৌধুরী পাড়ার মৃত আব্দুর মোন্নাফের ছেলে মো. দেলোয়ার হোসেন রোমান (৫২), মুরাদনগর থানার কুরুইল গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুর রহিম (৩৭), কোতোয়ালি মডেল থানার মোরাপাড়া গ্রামের শাহিন মিয়ার ছেলে ইশান আহম্মেদ রাব্বি (২৩), চট্টগ্রামের স্নদ্বীপ থানার মগধারা গ্রামের মোতাচ্ছের আহম্মদের ছেলে মুজিবুর রহমান (২১), কুমিল্লার বুড়িচং থানার পীর যাত্রাপুর গ্রামের শাহিন মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম (২০), কোতোয়ালি মডেল থানার মৃত মাঈন উদ্দিনের ছেলে মো. শাফি (২৯), মো. আজাহারের ছেলে মো. তুহিন (২০), খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার ব্রিজপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে মো. রুহুল আমিন রুবেল (৩০), কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ছোটরা গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে মো. মাজহারুল ইসলাম (২১), বুড়িচং থানার পয়াত গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে আব্দুল হান্নান বাবুল (৫৩), আব্দুল হান্নানের ছেলে হাছিবুল হাসান জিমি (২৩), শিকারপুরের মো. তোফাজ্জল হোসেনের ছেলে তানজিদ হাসান (২৭), দেবিদ্বার থানার ওয়াহেদপুর গ্রামের মৃত রমিজ আহম্মেদের ছেলে মো. ইমরুল হাসান (৪০), বুড়িচং থানার পীর যাত্রাপুর গ্রামের মৃত আব্দুর কাদেরের ছেলে মো. আবুল কালাম আজাদ (৫৫) এবং কুমিল্লার কোতোয়ালি মডেল থানার কালিকাপুর গ্রামের মৃত আব্দুরের ছেলে মো. আব্দুল কাইয়ুম (৫২)।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আস...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ শনিবার (১৮মে) বেশ কিছু খেল...

কর্মস্থলে না এসেও বেতন তোলেন শিক্ষক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

মুন্সীগঞ্জে ভাসমান মরদেহ উদ্ধার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ পৌরসভার মধ্য কোটগাঁ...

মেঘনা নদীতে পাঙ্গাশ রক্ষায় অবৈধ চাই ধ্বংস 

ভোলা প্রতিনিধি: ভোলায় মেঘনা নদী থ...

ওএমএস বিতরণে গাফলতি হলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী সা...

পটল কেন উপকারী?

লাইফস্টাইল ডেস্ক: পটল আমাদের দেশের পরিচিত একটি সবজি, যা খেতে...

মিডিয়া ট্রায়াল বন্ধে ব্যবস্থা নেয়া হবে

জেলা প্রতিনিধি: বিচারের আগে মিডিয...

হোয়াটসঅ্যাপে আসছে পরিবর্তন

টেকলাইফ ডেস্ক: জনপ্রিয় যোগাযোগ মা...

মঙ্গলবার ১৫৭ উপজেলায় সাধারণ ছুটি 

নিজস্ব প্রতিবেদক: ষষ্ঠ উপজেলা পরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা