সারাদেশ

নাটোরে দুইজন ছিনতাইকারী গ্রেপ্তার, কার উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরে সংঘবদ্ধ একটি ছিনতাই চক্র প্রাইভেট কারে যাত্রী হিসেবে তুলে তার সর্বস্ব ছিনিয়ে নিত। এরকম একটি ঘটনার রহস্য উদঘাটন এবং ছিনতাই চক্রের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা এ তথ্য জানান। ছিনাতাইকারীরা হলেন, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দিকশোঁও গ্রামের হাবিবুর রহমানের ছেলে শরিফুল ইসলাম-(৪০) এবং চাঁদপুর জেলার হাইমচর থানার উত্তরপাড়া (বগুড়াপাড়া) এলাকার আজিজুল হকের ছেলে বাদশা মিয়া দেওয়ান (৪৮)।

পুলিশ সুপার লিটন কুমার সাহা আরো জানান, গুরুদাসপুর উপজেলার খাকড়া দাহ গ্রামের অধিবাসী এবং গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম গত ১৭ সেপ্টেম্বর ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা তাকে দাশুরিয়া থেকে যাত্রী হিসেবে প্রাইভেটকারে তুলে নিয়ে মারধর করে নগদ ২৯ হাজার টাকা এবং ব্যাংকের একটি এটিএম কার্ড ছিনিয়ে নিয়ে ২৯ হাজার টাকা উঠিয়ে নেয়। এরপর তাকে জিম্মি করে বিকাশের মাধ্যমে আরো বিশ হাজার টাকা দিতে বাধ্য করে। পরে বনপাড়া ডিগ্রী মহিলা কলেজের সামনে জাহিদুলকে ফেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় মামলা হলে পুলিশ তদন্ত চালিয়ে এটিএম বুথের সিসিটিভি ফুটেজ দেখে গত ২ নভেম্বর ঢাকার গুলিস্থান এলাকা থেকে শরিফুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করে ও সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের পাশ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি উদ্ধার করা করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সাভার থেকে বাদশা মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার জানান, ছিনতাইকারীরা একটি সংঘবদ্ধ অপরাদী চক্র। প্রতি বৃহস্পতিবার একত্রিত হয়ে তারা একজন করে যাত্রী তুলে ছিনতাই কাজ চালিয়ে আসছিল। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এআই/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনকল্যাণমুখী কার্যক্রমে দেশ আজ এগিয়ে

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, প্রধানম...

আবেদনময়ী লুকে নুসরাত

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্র চিত্রনায়িকা নুসরাত...

খাগড়াছড়িতে শাশুড়ি হত্যায় জামাতা আটক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে জুয়া খেলতে...

৬ তারিখে বাজেট প্রস্তাবন

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন, ৬...

গণতন্ত্র শেখ হাসিনার হাতেই সুরক্ষিত

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রকামী মান...

বাক-বিতণ্ডার জেরে নিহত ১

উপজেলা প্রতিনিধি: সাভার জেলার আশু...

হিমাগারে মজুত ১ লাখ ডিম

জেলা প্রতিনিধি: বগুড়া সদরে &lsquo...

নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি : চাঁদপুরে নিখোঁজ হওয়ার পর ডাকাতিয়া নদী থেকে...

কিরিগিজস্তানে শিক্ষার্থীদের বাইরে যাওয়া নিষেধ

আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশি,...

ঘূর্ণিঝড়ের সবশেষ তথ্য

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে চলমান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা