আন্তর্জাতিক ডেস্ক : অনেকেই গরুর খামারে আগ্রহ দেখাতে চান না। অথচ গরু-মহিষের খামার করেই কোটি টাকা রোজগার করেন ভারতের গুজরাটের বনস্কান্ত জেলার নাগানা গ্রামের বাসিন্দা ৬২ বছরের বৃদ্ধা নাভালবেন দলসাংভাই চৌধুরী।
এ বৃদ্ধার খামারে ৮০টি মহিষ ও ৪৫টি গাভি আছে। নাভালবেন খামারের সব কাজ নিজেই তদারকি করেন। গত বছর তিনি সোয়া কোটি টাকার দুধ বিক্রি করেছেন।
নাভালবেন জানান, তার চার ছেলে পড়াশোনা করে শহরে চাকরি করছে। কিন্তু কেউই তার মতো আয় করে না। ২০১৯ সালেও তিনি প্রায় ৮৮ লাখ রুপির দুধ বিক্রি করেছিলেন।
প্রথমদিকে তিনি নিজের গ্রাম এবং আশেপাশের গ্রামে দুধ সরবরাহ করতেন। অল্পদিনের মধ্যেই ব্যবসা বাড়তে থাকে। ব্যবসা সামলাতে এখন ১৫ জন কর্মচারী রেখেছেন এই বৃদ্ধা।
এই বৃদ্ধ এরইমধ্যে জেলায় তিনবার পশুপালক পুরস্কার এবং দু'বার লক্ষ্মী পুরস্কার পেয়েছেন। সূত্র : ইন্ডিয়া টাইমস
সান নিউজ/আরআই
Copyright © Sunnews24x7Newsletter
Subscribe to our newsletter and stay updated.