ছবি: সংগৃহীত
সারাদেশ

টহল দলের গুলিতে জেলে আহত

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বিশ্ব ঐতিহ্য পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ পূর্ব সুন্দরবনের বলেশ্বর নদ সংলগ্ন কচিখালী-কটকা এলাকায় অনুপ্রবেশ করে জয়নাল মাঝি (৩০) নামে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন।

আরও পড়ুন: নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

আহত জয়নাল হাওলাদার পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের রুহিতা ৬নং ওয়ার্ডের আব্দুল রশিদ হাওলাদারের ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশালে স্থানান্তর করা হয়েছে।

জয়নাল জানান, সুন্দরবনের কচিখালী-কটকা এলাকায় বলেশ্বর নদে মাছ ধরার সময় বনবিভাগের স্মার্ট বাহিনী (টহল টিম) তাদের (জয়নালসহ কয়েকজন জেলে) ধাওয়া করে। এ সময় তারা দ্রুত ট্রলার চালিয়ে যাওয়ার সময় স্মার্ট বাহিনী এলোপাথাড়ি গুলি করলে তার ডান হাতে গুলি লাগে।

আরও পড়ুন: নোয়াখালীতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের পক্ষ থেকে জানানো হয়, রাত সাড়ে ৩ টার দিকে গুলিবিদ্ধ জয়নালকে কচিখালী স্টেশনের সহযোগিতায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

এ বিষয়ে জানতে বনবিভাগের সুন্দরবন কচিখালী ক্যাম্পের বিট অফিসার আবদুস সবুরের ফোনে একাধিকবার কল দেওয়া হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন: জামিন পাননি আমান উল্লাহ

আহত জয়নাল অভিযোগ করে বলেন, রাত ৩ টার দিকে কচিখালী থেকে পাথরঘাটার উদ্দেশ্যে রওনা দিলে ফরেস্টের স্মার্ট টহল দল আমাদেরকে লাইট দিয়ে সিগনাল দেয়। আমরা অমান্য করে ট্রলারে ইঞ্জিল বাড়িয়ে দিলে তারা আমাদের উপর সরাসরি ১০-১২ রাউন্ড গুলি করে।

আমি একা ইঞ্জিন রুমে ছিলাম। তাদের গুলিতে ট্রলার ছিদ্র হয়ে আমার ডান হাতে একটি গুলি লাগে। পরে কচিখালী কোস্টগার্ডের জেটিতে নোঙ্গর করি। কোস্টগার্ড আমাদের কথা শুনে আমাদের ট্রলারে থাকা ৫ জেলেকে উদ্ধার করে এবং পাথরঘাটার স্বাস্থ্য কমপ্লেক্স এ দিয়ে আসে।

আরও পড়ুন: চীনে খামার থেকে পালিয়েছে ৭৫ টি কুমির

জয়নাল আরও বলেন, স্মার্ট টহল দলকে প্রতি সপ্তাহে ২০-৩০ হাজার টাকা দিতে হয়। না দিলে আমাদেরকে ধরে নিয়ে বেধরক পেটানো হয়।

এ বছর এমনিতেই মাছ কম আমাদের বাজার খরচ হয় না। তার উপর আমরা কিভাবে তাদেরকে টাকা দিবো। ট্রলারে মাঝি এবং মালিক আমি। আমরা মাছ শিকারের উদ্দেশ্যে ৩ দিন আগে সমুদ্রে গিয়েছিলাম।

সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা শেখ মো. মাহবুব হাসান বলেন, জেলেরা হরিণ শিকার করে নিয়ে যাচ্ছিলো। আমরা তাদের ট্রলার থামাতে সিগনাল দিলে তারা একটি বস্তা নদীতে ফেলে দিয়ে দ্রুতগতিতে ট্রলার চালিয়ে দেয়।

আরও পড়ুন: ফুটবলের আঘাতে কৃষকের মৃত্যু

এ সময় তারা আমাদের টহল বোর্ডে ধাক্কা দিয়ে দুজন বনকর্মীকে নদীতে ফেলে দেয়। এরপর আমরা ফাঁকাগুলি করতে বাধ্য হই।

পরে গুলিবিদ্ধ জয়নালকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক রুবাইয়াত আলী বলেন, জয়নালের হাতে গুলি রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফুজ্জামান বলেন, এক জেলে বনবিভাগের স্মার্ট বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়েছেন বলে শুনেছি। তবে আমরা হাসপাতালে যাওয়ার আগেই তাকে বরিশালে পাঠানো হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ায় শীতল লাভায় নিহত ৬৭

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার স...

আজ ঐতিহাসিক ফারাক্কা দিবস 

নিজস্ব প্রতিবেদক: আজ ১৬ মে, ঐতিহা...

আগুনে শতাধিক ঘর-দোকান ভস্মীভূত

জেলা প্রতিনধি : গাজীপুরের ভোগড়া এলাকায় আগুনে তিনটি কলোনির...

লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে হামলা-ভাংচুর 

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে...

৬ তারিখে বাজেট প্রস্তাবন

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন, ৬...

খাগড়াছড়িতে শাশুড়ি হত্যায় জামাতা আটক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে জুয়া খেলতে...

আরও ২ দিনের হিট অ্যালার্ট জারি

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে চলমান তাপপ্রবাহে নতুন করে চার বি...

মানুষের গড় আয়ু ৫ বছর বাড়বে

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে ২০৫০ সালের মধ্যে মানুষের গড় আয়ু ৫...

মানুষের সুন্দর ভবিষ্যত গড়ে দিয়ে যাব

নিজস্ব প্রতিবেদক : কী পেলাম- না পেলাম সেই চিন্তা করিনি। ভবিষ...

রোহিঙ্গা ক্যাম্পে আতঙ্ক সন্ত্রাসী আরসা

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা ক্যাম্প ঘিরে আরসা ও অন্যান্য সন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা