ছবি: সংগৃহীত
বিনোদন

‘গলুই’ সিনেমার প্রদর্শনী বন্ধ

সান নিউজ ডেস্ক: শাকিব খান অভিনীত ‘গলুই’ সিনেমা ঈদে দেশব্যাপী মুক্তি পেয়েছে। সিনেমাটি মুক্তির পর দর্শকমহলে দারুণ সাড়া পাচ্ছে। তবে এরইমধ্যে হঠাৎ করে জামালপুরের ইসলামপুর অডিটরিয়ামে চলা সিনেমাটির প্রদর্শনী সরকারি নির্দেশনায় বন্ধ করা হয়।

আরও পড়ুন: ফের ‘বিয়ে করেছেন’ শবনম ফারিয়া!

এছাড়াও আগামীকাল রোববার (৮ মে) থেকে জামালপুর সদর ও মাদারগঞ্জ উপজেলায় এই সিনেমা প্রদর্শনী বন্ধের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। এতে দর্শক ও সিনেমা সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সিনেমার ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন দর্শক, নাট্যকর্মী ও সিনেমা সংশ্লিষ্টরা।

জামালপুরের একজন দর্শক বলেন, ঈদে ভিড় থাকায় আমরা গলুই সিনেমাটি দেখতে পারেনি। এখন আমার ও বন্ধুবান্ধবের টিকেট ফেরত দেয়া হলো। জামালপুরের পরিচালকের বানানো সিনেমা, জামালপুরেই শুটিং হয়েছে। এই সিনেমাটি আমরা দেখতে পাবো না এটি খুবই কষ্টকর।

আরও পড়ুন: অবশেষে প্রসেনজিতের স্ত্রী মিথিলা!

গলুই সিনেমায় অভিনয় করা জামালপুরের অপু আহম্মেদ বলেন, গলুই সিনেমায় জামালপুরের শত শত নাট্যকর্মী অভিনয় করেছে। এখন এই সিনেমাটি জামালপুরে বন্ধ হয়ে যাবে। এতে খুবই খারাপ লাগছে। প্রশাসনের এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার দাবি জানান তিনি।

সিনেমার পরিচালক এস এ হক অলিক অভিযোগ করে বলেন, উপজেল প্রশাসনের নির্দেশে ইসলামপুরে শনিবার থেকে গলুই সিনেমা বন্ধ রয়েছে। এছাড়া আগামীকাল থেকে জামালপুর সদরের মির্জা আজম অডিটরিয়ামে এবং মাদারগঞ্জে গলুই সিনেমা চালানো বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, জেলা প্রশাসন ১৯১৮ সালের আইন অনুযায়ী সিনেমা হল ব্যতীত অন্য কোনো জায়গায় সিনেমা চালানো যাবে না বলে শো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তিনি বলেন, ১০৪ বছর আগের আইন কতটা কার্যকরী। তাছাড়া জামালপুরে কোনো সিনেমা হল নেই। এই সিনেমাতে জামালপুরের শত শত নাট্য কর্মী অভিনয় করেছে। এছাড়াও দর্শকরা অনেক আগ্রহ নিয়ে হলে গিয়ে ছবিটি দেখছে। এই ছবি বন্ধের কারণ কি তা তারা বুঝতে পারছেন না।

আরও পড়ুন: ফের বিয়ে করছেন সামান্থা!

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রুমান বলেন, গত শনিবার থেকে গলুই সিনেমা বন্ধ রয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনায় আমরা এটি বন্ধ করে দিয়েছি। কারণ হিসেবে তিনি বলেন, বাণিজ্যিকভাবে সিনেমা প্রদর্শন করতে হলে লাইসেন্সকৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান বা সিনেমা হলে এটি প্রদর্শন করতে হবে। অন্য কোনো জায়গায় এটি বিনামূল্যে দেখাতে হবে। যেহেতু অডিটরিয়ামে দেখানো হচ্ছে তাই এটি বন্ধ করে দেয়া হয়েছে। জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান বলেন, যে কোনো সিনেমা প্রদর্শনের জন্য সরকারের প্রচলিত আইন-কানুন রয়েছে । তা মেনেই করতে হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জায়েদের ফোন পানিতে ছুড়ে ফেললেন সাকিব

বিনোদন ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের...

চীনে সড়ক ধসে নিহত ১৯ 

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণাঞ...

রাজধানীতে তাপমাত্রা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক: চলতি তাপপ্রবা...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ বুধবার (১লা মে) বেশ কিছু খ...

শ্রমিকদের অধিকার বঞ্চিত করলে ছাড় নয়

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শ...

যুদ্ধকে ‘না’ বলতে আহ্বান জানিয়েছি

নিজস্ব প্রতিবেদক : থাইল্যান্ড সফরে যুদ্ধকে ‘না’...

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান...

বিকেলে বসছে সংসদ অধিবেশন

নিজস্ব প্রতিবেদক : চলমান দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে...

ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ট্রাকের ধাক্কায় মো. ইউসুফ (৪৫)...

ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫

জেলা প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ট্রাকচাপায় প্রাইভেটকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা