জাতীয়
ঢাকায় ভোটের মহড়া বৃহস্পতিবার

ইভিএমে ভোটের সংখ্যা বাড়াতে চায় কমিশন

নিজস্ব প্রতিবেদক:

ইভিএমে অনুষ্ঠিত বিগত কয়েকটি নির্বাচনে ভোটারের উপস্থিতি নিয়ে এক ধরনের অস্বস্তিতে রয়েছে কমিশন। ইভিএমে অনুষ্ঠিত রংপুর-৩ এবং চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে দেখা গেছে, ভোট প্রদানের হার খুবই কম। গত বছরের ৫ অক্টোবর অনুষ্ঠিত রংপুর-৩ আসনে ভোট পড়ে ২১ দশমিক ৩১ শতাংশ। অথচ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ইভিএমে অনুষ্ঠিত এই আসনে ভোট পড়েছিল ৫২ দশমিক ৩১ শতাংশ। গত ১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনে ভোট পড়ে ২২ দশমিক ৯৪ শতাংশ। একইভাবে গত ১৩ জানুয়ারি চাঁদপুরের হাইমচর পৌরসভার নির্বাচনে ভোট পড়ে ৪০ শতাংশ।

এমন বাস্তবতায় আসন্ন ঢাকার দুই সিটির নির্বাচনে ভোটকেন্দ্র-গুলোতে ভোটার সংখ্যা বৃদ্ধির ওপর জোর দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচনী ব্যবস্থাপনায় অনাস্থার কারণে ভোটাররা খানিকটা কেন্দ্রবিমুখ। তাছাড়া এই যন্ত্রটি ভোটারদের আস্থা টানতে পারেনি। ভোটের বুথ থেকে অনেক ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ভোটারদের ফিরে আসার উদাহরণ আছে। আবার ব্যালটের মতো ইভিএমে ভোট দিয়ে ভোটাররা সন্তুষ্ট হতে পারে না। সিল মারার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে যন্ত্রে অভ্যস্ত হতে চাইছে না অনেকে। এর অন্যতম কারণ হচ্ছে, ইভিএম নিয়ে ভোটারদের মধ্যে প্রশিক্ষণ ও প্রচারে ঘাটতি রয়েছে।

এসব কারণে এবার প্রশিক্ষণ, প্রদর্শন এবং মক ভোটিংয়ের ব্যবস্থার উপর জোর দিয়েছে কমিশন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে উপলক্ষে আগামী বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুই সিটির সবকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুশীলনমূলক ভোট (মক ভোট) নেবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির ইভিএম প্রকল্পের অপারেশন প্ল্যানিং অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়েছে, ঢাকা উত্তর (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নির্বাচন উপলক্ষে আগামী মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী সব ভোটকেন্দ্রে ইভিএম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ওইদিন ভোটাররা নিকটস্থ যেকোনো ভোটকেন্দ্রে গিয়ে ইভিএমে ভোট দেওয়া সম্পর্কে ধারণা নিতে পারবেন।

আগামী বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবকেন্দ্রে অনুশীলনমূলক (মক) ভোট অনুষ্ঠিত হবে। ভোটাররা সংশ্লিষ্ট ভোটাকেন্দ্রে গিয়ে মক ভোট দিতে পারবেন।

ঢাকা উত্তরে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্রের ৭ হাজার ৮৫০টি বুথে ৩০ লাখ ৯ হাজার এবং দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০ ভোটকেন্দ্রের ৬ হাজার ৫৮৯টি বুথে ২৪ লাখ ৫২ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কোটি টাকা নিয়ে উধাও ইসলামী ব্যাংকের এজেন্ট

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে প...

প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে

নিজস্ব প্রতিবেদক : এখন থেকে প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে। শু...

মুন্সীগঞ্জে শিক্ষকদের মানববন্ধন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : ঢাকা শিক্ষা ভবনের সামনে সরকারি...

বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে নিম...

ফ্লাইটে বাংলাদেশি যাত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের রাজ...

ফের রিমান্ডে সালমান-আনিসুল হক

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি...

দেশে তাপপ্রবাহের আভাস

নিজস্ব প্রতিবেদক : দেশের তিন বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে...

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নিজস্ব প্রতিবেদক: প্রতি সপ্তাহের একেক দিন বন্ধ থাকে রাজধানীর...

গণপিটুনিতে জাবির ছাত্রলীগ নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলী...

লেবাননে বিস্ফোরণে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের বিভিন্ন স্থানে ওয়্যারলেস কমিউন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা