আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধ পুতিনের একার

সান নিউজ ডেস্ক: ইউক্রেন হামলা অব্যাহত রেখে রাশিয়া কোনো দিন জয়ী হতে পারবে না। এটি রাশিয়ার নয়, পুতিনের একার যুদ্ধ বলেও তীব্র সমালোচনা করেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। আনাদোলু এজেন্সি’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: ব্রিটেনের সাবেক রাষ্ট্রদূতকে গ্রেফতার

বৃহস্পতিবার (২৫ আগস্ট) জার্মানির মাগধেবুর্গে জনসাধারণের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, এ যুদ্ধে পুতিন কখনো জয়ী হতে পারবে না। রাশিয়া যাই করুক না কেন, ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট থাকবে আশা করছি।

এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল-গ্যাসের সংকট প্রসঙ্গে শলৎজ বলেন, এমন পরিস্থিতি থেকে উত্তরণে প্রশাসন সবসময় জনগণের পাশে থাকবে।

চ্যান্সেলর বলেন, জ্বালানি সংকট নিয়ে আমরা কঠিন একটা সময় পার করছি, রাশিয়া থেকে সব পণ্য আমদানি আপাতত বন্ধ হয়ে গেছে। কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে চাই— শুধু জ্বালানি শক্তি নয়, সব সংকটে আমরা দেশের জনগণের পাশে আছি।

ইউক্রেনে ভারি অস্ত্র সহায়তা অব্যাহত রাখাসহ দেশটির আর্থ-সামাজিক উন্নয়নে জার্মানি পাশে থাকবে বলেও জানান শলৎজ।

জার্মানিতে মুদ্রাস্ফীতির হার জুলাইয়ে সাত দশমিক ৫ শতাংশ থাকলেও কয়েক সপ্তাহের ব্যবধানে তা বেড়ে ১০ শতাংশে দাঁড়িয়েছে, যা গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। অর্থনীতিবিদরা বলছেন, এটি জার্মানির মতো দেশের জন্য অশুভ লক্ষণ।

আরও পড়ুন: শুক্রবার কোথায় কখন লোডশেডিং

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী নিত্য পণ্যের দাম বেড়ে যায় যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।

এদিকে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই পাল্টে যেতে শুরু করে জার্মানিসহ পশ্চিমা দেশগুলোর অর্থনীতির চেহারা। নিষেধাজ্ঞার বিপরীতে রাশিয়া থেকে জ্বালানি, ভোজ্য তেল, গ্যাস ও কয়লাসহ খাদ্যশস্যের আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। বিভিন্ন দেশে দেখা দিয়েছে মূল্যস্ফীতি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কর্মস্থলে না এসেও বেতন তোলেন শিক্ষক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আস...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ শনিবার (১৮মে) বেশ কিছু খেল...

মেঘনা নদীতে পাঙ্গাশ রক্ষায় অবৈধ চাই ধ্বংস 

ভোলা প্রতিনিধি: ভোলায় মেঘনা নদী থ...

মুন্সীগঞ্জে ভাসমান মরদেহ উদ্ধার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ পৌরসভার মধ্য কোটগাঁ...

বাক-বিতণ্ডার জেরে নিহত ১

উপজেলা প্রতিনিধি: সাভার জেলার আশু...

হিমাগারে মজুত ১ লাখ ডিম

জেলা প্রতিনিধি: বগুড়া সদরে &lsquo...

নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি : চাঁদপুরে নিখোঁজ হওয়ার পর ডাকাতিয়া নদী থেকে...

কিরিগিজস্তানে শিক্ষার্থীদের বাইরে যাওয়া নিষেধ

আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশি,...

ঘূর্ণিঝড়ের সবশেষ তথ্য

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে চলমান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা