বাণিজ্য

আইপিও ঘিরে বিও একাউন্ট খোলা হচ্ছে নতুন গতিতে

নিজস্ব প্রতিবেদক : দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বেনিফিসিয়ারি ওনার্স (বিও) একাউন্ট খোলা নতুন গতিতে সঞ্চারিত হয়েছে। গত নভেম্বর মাসেও বিও একাউন্ট খোলার সংখ্যা বেড়েছে প্রায় দেড় লাখ। এর মধ্যে দেশি বিনিয়োগকারীদের বিও বেড়েছে প্রায় সোয়া ১ লাখ। বিদেশি বিনিয়োগকারীদের বিও বেড়েছে ২২ হাজার।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক শাকিল রিজভী বলেন, রবি আজিয়াটা লিমিটেড ও ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেডসহ বেশকিছু কোম্পানির আইপিওতে আবেদন করার জন্য বিও হিসাব খুলছেন বিনিয়োগকারীরা। পাশাপাশি নতুন কমিশনের নেতৃত্বে ঘুরে দাঁড়াতে শুরু করেছে পুঁজিবাজার। অল্পদামে ভালো কোম্পানির শেয়ার কিনতে পারছেন বিনিয়োগকারীরা। আর তাতে বিনিয়োগকারীরা নতুন করে বাজারে ঝুঁকছেন।

দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটাসহ কয়েকটি কোম্পানির আইপিওকে কেন্দ্র করে বেশির ভাগ বিও বেড়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। এর আগে গ্রামীণফোনের আইপিওর সময় ৪ লাখ নতুন বিও একাউন্ট খোলা হয়েছিল। এবার প্রায় দেড় লাখ নতুন বিও একাউন্ট পেলো পুঁজিবাজার। তারা জানান, সেকেন্ডারি মার্কেটে ইতিবাচক লেনদেনের পাশাপাশি নতুন কোম্পানির আইপিও অনুমোদন দেয়ার ফলে নতুন করে বিনিয়োগকারীরা পুঁজিবাজারে এসেছেন।

বিও একাউন্ট না থাকলে এর জন্য আবেদন করা যায় না। পুঁজিবাজারে বিনিয়োগের প্রথম ধাপ হলো সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) অধীনে বিও একাউন্ট খোলা। ব্যাংক একাউন্ট থাকলে ব্রোকারেজ হাউজের মাধ্যমে বিও একাউন্ট খোলা যায়। শেয়ার সংরক্ষণকারী প্রতিষ্ঠান সিডিবিএলর তথ্য অনুসারে, চলতি বছরের ১লা নভেম্বর বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ২৩ লাখ ৬৪ হাজার ৪৮৩টি। এক মাসের ব্যবধানে ১ লাখ ৪৭ হাজার বিও হিসাব বেড়ে ১লা ডিসেম্বর দাঁড়িয়েছে ২৫ লাখ ১০ হাজারে।

এর মধ্যে ওয়ালটন ও ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আইপিওতে আবেদন কেন্দ্র করে বিও বেড়েছে ৮১ হাজার ২০২টি। আর রবির সময়ে আবেদন করতে বিও বেড়েছে ৮৬ হাজার ২১৬টি। এ ছাড়া নতুন করে আইপিওর সাবক্রিপশনে আসছে এনার্জিপ্যাক, ইনডেক্স এগ্রোসহ বেশ কিছু কোম্পানি। ফলে এসব কোম্পানির আইপিওতে আবেদনের উদ্দেশে বিনিয়োগকারীরা বিও খুলছেন।

সিডিবিএলের তথ্য মতে, ২৫ লাখ বিওর মধ্যে ব্যক্তি শ্রেণির বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ লাখ ৯৬ হাজার ৯৬১টি আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৬০টি। ব্যক্তি শ্রেণির বিওধারীদের মধ্যে ১লা ডিসেম্বর পর্যন্ত সময়ে পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৮ হাজার ৩৯৯টি। যা নভেম্বর মাসের একই সময়ে ছিল ১৭ লাখ ৪০ হাজার ৩৪৭টি। অর্থাৎ পুরুষদের বিও বেড়েছে ১ লাখ ৮ হাজারটি।

অন্যদিকে, নারী বিও হিসাবধারীদের সংখ্যা ৬ লাখ ১০ হাজার ৬২৯টি থেকে ৪০ হাজার বেড়ে ৬ লাখ ৪৮ হাজার ৫৬২টিতে দাঁড়িয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে নভেম্বর মাসে দেশি বিনিয়োগকারীদের সংখ্যা বেড়েছে ১ লাখ ২৩ হাজার ৭০টি। সিডিবিএলের তথ্য মতে, ১ নভেম্বর দেশি বিও হিসাবের সংখ্যা ছিল ২২ লাখ ২১ হাজার ৮৩৩টি। সেখান থেকে সোয়া ১ লাখ বেড়ে ১ ডিসেম্বর দাঁড়িয়েছে ২৩ লাখ ৪৪ হাজার ৯০৩টিতে।

অনদিকে ১ নভেম্বর বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও সংখ্যা ছিল ১ লাখ ২৯ হাজার ৪৩টি। সেখান থেকে ২২ হাজার বেড়ে ১ ডিসেম্বর দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৯২৪টিতে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৫৩টি বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৬০টিতে। গত মাসের একই সময়ে ছিল ১৩ হাজার ৫০৭টি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর):

বোয়ালমারীতে হত্যাচেষ্টা মামলায় সুদেব সিং গ্রেফতার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে...

বড়াইগ্রামে ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে বোরো ধান, চাল ও গম সংগ্...

ঢাবিতে ‘আগুনমুখা’র নেতৃত্বে ফাহাদ-সামদানী

নুসরাত জাহান ঐশী: বাকিবিল্লাহ ফাহাদকে সভাপতি ও মু. তানযীম সা...

খাগড়াছড়িতে চোলাই মদসহ নারী আটক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মহালছড়িতে...

বোয়ালমারীতে হত্যাচেষ্টা মামলায় সুদেব সিং গ্রেফতার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে...

ফের হিট অ্যালার্ট জারি

নিজস্ব প্রতিবেদক : চলমান মৃদু তাপপ্রবাহ ৪২ জেলায় বিস্তার লাভ...

প্রাথমিকের দ্বিতীয় ধাপের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...

গুলিতে আহত স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ব...

ঘুম থেকে উঠে দেখতাম অস্ত্র তাক করা

নোয়াখালী প্রতিনিধি: রাতে আমরা বিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা