সারাদেশ

'জমি আছে, ঘর নেই' প্রকল্পের টাকায় চেয়ারম্যানের 'পকেট ভারী' 

জামাল উদ্দিন বাবলু, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতিতে সরকারি ঘরের তালিকা করার নামে এক চেয়ারম্যান পকেট ভারী করেছেন। চরবাদাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাখাওয়াত হোসেন জসিমের বিরুদ্ধে এ অভিযোগ। 'জমি আছে, ঘর নেই' এমন ৭১৩টি দরিদ্র পরিবারের কাছ থেকে এক হাজার থেকে ১০ হাজার টাকা করে নিয়েছেন। সম্প্রতি সদস্য (মেম্বার) ও অনুসারীদের মাধ্যমে ইউপি চেয়ারম্যান অন্তত ১৫ লাখ টাকা হাতিয়েছেন।

এদিকে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) চেয়ারম্যানের বাণিজ্যের বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) ও দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন ভুক্তভোগীদের কয়েকজন। তারা বিচার দাবি করে সরেজমিনে তদন্তের আহ্বান জানিয়েছেন।

উপজেলা পরিষদ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মুজিব শতবর্ষ উপলক্ষে 'জমি আছে, ঘর নেই' এমন কিছু ব্যক্তিকে বিনা খরচে ঘর করে দেওয়ার উদ্যোগ নেয় সরকার। এ লক্ষ্যে ইউপি চেয়ারম্যানদের কাছে কিছু নামের তালিকা চাওয়া হয়। এতে চরবাদাম ইউপি চেয়ারম্যান জসিম অতি উৎসাহী হয়ে পরিষদের সদস্য ও অনুসারীদের দিয়ে ইউনিয়নব্যাপী তালিকা করান। পরে তা উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়ে দাখিল করা হয়।

এতে ৭১৩ জনের নাম অন্তর্ভুক্ত করেন। প্রত্যেকের কাছ থেকে এক হাজার থেকে ১০ হাজার পর্যন্ত টাকা নেওয়া হয়। ওই ইউনিয়নের চর কলাকোপা ও চরসীতা গ্রামের অন্তত ১৮ জনের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন জসিম বলেন, ঘর দেওয়ার কথা বলে কোনো টাকা নেওয়া হয়নি।

এ ব্যাপারে রামগতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুল মোমিন বলেন, আমরা এখন শুধু ভূমিহীনদের নিয়ে কাজ করছি। অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


সান নিউজ/জেইউবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনকল্যাণমুখী কার্যক্রমে দেশ আজ এগিয়ে

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, প্রধানম...

আবেদনময়ী লুকে নুসরাত

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্র চিত্রনায়িকা নুসরাত...

খাগড়াছড়িতে শাশুড়ি হত্যায় জামাতা আটক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে জুয়া খেলতে...

৬ তারিখে বাজেট প্রস্তাবন

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন, ৬...

গণতন্ত্র শেখ হাসিনার হাতেই সুরক্ষিত

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রকামী মান...

বাক-বিতণ্ডার জেরে নিহত ১

উপজেলা প্রতিনিধি: সাভার জেলার আশু...

হিমাগারে মজুত ১ লাখ ডিম

জেলা প্রতিনিধি: বগুড়া সদরে &lsquo...

নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি : চাঁদপুরে নিখোঁজ হওয়ার পর ডাকাতিয়া নদী থেকে...

কিরিগিজস্তানে শিক্ষার্থীদের বাইরে যাওয়া নিষেধ

আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশি,...

ঘূর্ণিঝড়ের সবশেষ তথ্য

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে চলমান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা