ছবি: সংগৃহীত
বাণিজ্য

পাঙ্গাশসহ সব মাছের দাম চড়া 

নিজস্ব প্রতিবেদক: নানা অজুহাতে বছরের বেশিরভাগ সময় জুড়েই গরিবের মাছ হিসেবে খ্যাত পাঙ্গাশ, তেলাপিয়া, চাষের কইসহ সব মাছের দাম চড়া ছিল। বছরের শেষ সময়ে এসেও বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ।

আরও পড়ুন: শেয়ারট্রিপের ক্যাম্পেইন, কেনাকাটায় বিশেষ ছাড়

এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় কিছুদিন গরুর মাংস ৬০০/৬৫০ টাকায় বিক্রি হলেও ফের দাম বাড়িয়ে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংস ১১০০ টাকা। ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ২০০ টাকা হলেও লেয়ার, কক, সোনালী মুরগির দাম বাড়তি যাচ্ছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, তেলাপিয়া মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকা, পাঙ্গাশ প্রতি কেজি ২২০-২৪০ টাকা, চাষের কই প্রতি কেজি ২৪০-২৮০ টাকা, শিং মাছ প্রতি কেজি ৫০০ টাকা, শোল ছোট সাইজের প্রতি কেজি ৫০০ টাকা ও মাঝারি সাইজের ৮০০ টাকা।

আরও পড়ুন: শেয়ারট্রিপের ক্যাম্পেইন, কেনাকাটায় বিশেষ ছাড়

এছাড়া প্রতি কেজি রুই ৩২০-৩৫০ টাকা, গলসা প্রতি কেজি ৬০০ টাকা, পাবদা প্রতি কেজি ৩২০-৩৫০ টাকা, চিংড়ি প্রতি কেজি ৬০০ টাকা, গলদা প্রতি কেজি ৭০০-৮০০ টাকা, টাকি মাছ প্রতি কেজি ৪০০-৪৫০ টাকা, কাতল মাছ প্রতি কেজি ৩০০-৩৩০ টাকা, আইড় মাছ ছোট সাইজের কেজি ৭০০ টাকা, টেঙরা মাছ ছোট প্রতি কেজি ৪৮০-৫০০ টাকা, বোয়াল প্রতি কেজি ৭০০-৭৫০ টাকা এবং রূপচাঁদা প্রতি কেজি আকার ভেদে ৮০০-১১০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে ব্রয়লার কেজি ২০০ টাকা, সোনালী মুরগি প্রতি কেজি ৩৩০ টাকা, লেয়ার প্রতি কেজি ৩২০, কক প্রতি কেজি ৩২০ এবং পাতি হাঁস প্রতি পিস ৪৫০-৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: জ্বালানি তেল কিনবে সরকার

এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় কিছুদিন গরুর মাংস ৬০০-৬৫০ টাকায় বিক্রি হলেও ফের ৭০০ টাকায় বিক্রি করছেন বিক্রেতারা। খাসির মাংসও মান ভেদে প্রতি কেজি ১১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

তবে বাজারে মাছের দাম নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ করছেন ক্রেতারা।

মহাখালীর বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী খাদেমুল ইসলাম জানান, অতিরিক্ত দামের কারণে কোনো মাছই কেনা যায় না। গরিবের মাছ তেলাপিয়া, পাঙ্গাশ, চাষের কই’য়ের দামও চড়া। অন্য কোনো মাছ কেনার কথা তো ভাবাই যায় না। পাঙ্গাশ মাছও ২২০-২৪০ টাকা কেজি করে কিনতে হয়।

আরও পড়ুন: তেল-ডাল কিনছে সরকার

মালিবাগে বাজারে মাছ কিনতে আসা গার্মেন্টস কর্মী মাসুদুর রহমান বলেন, ইদানীং বাজারে এলে বাড়তি দামের কারণে মাছ কিনতে পারি না। বাজারে সবচেয়ে কম দামের মাছও এখন বেশি দামে বিক্রি হচ্ছে। দরদাম করে তেলাপিয়া মাছ কিনলাম, তাও ২২০ টাকা কেজি করে।

তিনি আরও বলেন, এ বছর কোনো সময়ই কোনো মাছের দাম কমেনি। আমাদের মতো নিম্ন আয়ের মানুষরা কোনো মাছই তেমন কিনতে পারছি না।

আরও পড়ুন: সোনার দাম আরও বাড়ল

মাছের বাড়তি দামের বিষয়ে গুলশান সংলগ্ন লেকপাড় বাজারের বিক্রেতা জামাল উদ্দিন জানান, মাছের খাবারের দাম বেড়ে যাওয়ায় সব ধরনের মাছের দাম চড়া যাচ্ছে। এছাড়া হরতাল-অবরোধের কারণে পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায়ও মাছের দাম বেড়েছিল। এরপর নতুন করে দাম কমেনি।

পাইকারি বাজারেই সব ধরনের মাছ বাড়তি দামে কিনতে হচ্ছে। এরপর পরিবহন, শ্রমিক, রাস্তা খরচ ও দোকান ভাড়া মিলিয়ে দাম আগের চেয়ে কিছুটা বেশিই যাচ্ছে। আমাদের মাছ কেনা যখন কম দামে পড়বে, আমরাও তখন খুচরা বাজারে কম দামে বিক্রি করতে পারব।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে অম্বিকাচরণ রায় শিক্ষাবৃত্তি প্রদান 

কুড়িগ্রামের উলিপুরে অম্বিকাচরণ রায় শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (২৯...

লক্ষ্মীপুরে মব সৃষ্টি করে জুমার খুতবায় বিএনপি নেতাদের বাঁধা, ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরে জুমার নামাজের খুতবায় বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বির...

অবহেলায় হারিয়ে যাচ্ছে দেশের বিজ্ঞানী: রাফায়েল আহমেদ শামীম

রাফায়েল আহমেদ শামীম দেশের উন্নয়নের মূল চালি...

উলিপুরে অম্বিকাচরণ রায় শিক্ষাবৃত্তি প্রদান 

কুড়িগ্রামের উলিপুরে অম্বিকাচরণ রায় শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (২৯...

লক্ষ্মীপুরে মব সৃষ্টি করে জুমার খুতবায় বিএনপি নেতাদের বাঁধা, ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরে জুমার নামাজের খুতবায় বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বির...

অবহেলায় হারিয়ে যাচ্ছে দেশের বিজ্ঞানী: রাফায়েল আহমেদ শামীম

রাফায়েল আহমেদ শামীম দেশের উন্নয়নের মূল চালি...

বাগেরহাটে লবণাক্ত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য ঘেরের ভেড়িতে লবণাক্ত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার...

 লক্ষ্মীপুর নারীকে জবাই করে হত্যা, ঘাতক আটক

লক্ষ্মীপুরে রাশেদা বেগম নামে এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত নারী রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা