বাণিজ্য
১০ হাজার কোটি টাকা 

আবারও পুঁজি হারাল বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজার গেল সপ্তাহের মতই একদিন সূচক বৃদ্ধি আর চারদিন পতনের মধ্যদিয়ে অক্টোবরের তৃতীয় সপ্তাহ (১৭ থেকে ২১ অক্টোবর) পার করেছে। বিদায়ী এ সপ্তাহে সূচক পতনের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম এবং লেনদেনের পরিমাণ।

অর্থাৎ বিদায়ী সপ্তাহে সব কয়টি সূচকের নিম্নমুখী ধারা ছিল পুঁজিবাজারে। আর তাতে নতুন করে বিনিয়োগকারীদের পুঁজি কমেছে (বাজার মূলধন) ১০ হাজার কোটি টাকা।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক (ডিএসইএক্স) আগের সপ্তাহের চেয়ে ১৬৭ দশমিক ৪ পয়েন্ট কমে ৭ হাজার ৭৬ পয়েন্টে নেমেছে। এ সময় ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ৪৯ পয়েন্ট কমে ১ হাজার ৫১৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৯ পয়েন্ট কমে নেমেছে ২ হাজার ৬৯৯ পয়েন্টে।

এক সপ্তাহে ডিএসইতে ৩৮২ প্রতিষ্ঠানের মধ্যে ৩১ শেয়ারের দাম বেড়েছে। এছাড়া কমেছে ৩৩৮ আর অপরিবর্তিত রয়েছে ৯টির শেয়ারের দাম। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া ৩৮২ প্রতিষ্ঠানের মধ্যে ১২৪ শেয়ারের দাম বেড়েছিল। এছাড়া কমেছিল ২৩১, আর অপরিবর্তিত ছিল ২৩ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন ১০ হাজার ২৬১ কোটি ৫৬ লাখ ৪২ হাজার ৪৫১ টাকা থেকে কমে ৫ লাখ ৬৯ হাজার ৮৫১ কোটি ২৪ লাখ ৬০ হাজার ৫৮৯ টাকায় অবস্থান করছে। যা এর আগের সপ্তাহে ছিল ৫ লাখ ৮০ হাজার ১১২ কোটি ৮১ লাখ ৩ হাজার ৪০ টাকা।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে পাঁচ কার্যদিবসে মোট ৬ হাজার ৪৩ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৯৩৫ টাকা লেনদেন হয়। এর আগের সপ্তাহে মোট পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ হাজার ৬২ কোটি ১১ লাখ ৫৩ হাজার ১৫৩ টাকা । অর্থাৎ, আগের সপ্তাহের চেয়ে লেনদেন কমেছে ৩ হাজার ১৯ কোটি ৮ লাখ ১৯ হাজার ২১৮ টাকা। যা শতাংশের হিসেবে ৩৩ দশমিক ৩২ শতাংশ কমেছে।

গত সপ্তাহে সবচেয়ে বেশি পুঁজি কমেছে আল হাজ টেক্সটাইল মিলসের লিমিটেডের শেয়ারের বিনিয়োগকারীদের। বিনিয়োগকারীদের শেয়ারের দাম কমেছে ১৫ দশমিক ৫২ শতাংশ হারে। এরপর পুঁজি কমেছে বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের শেয়ার। এই কোম্পাটির শেয়ারের দাম কমেছে ১৫ দশমিক ৪২ শতাংশ হারে। এরপর যথাক্রম পুঁজি কমেছে মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড, ফুয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, উসমানিয়া গ্লাস, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, ওরিয়ন ইনফিউশন এবং এএফসি এগ্রো বায়োটেক লিমিটেডের শেয়ারের দাম কমেছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পাঁচ কার্যদিবসে মোট ২২৮ কোটি ৯৮ লাখ ১২ হাজার ২৪৮ টাকা লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩২৪ কোটি ৯৯ লাখ ৬৯ হাজার ১৩ টাকা। অর্থাৎ, লেনদেন কমেছে ৯৬ কোটি টাকার কম লেনদেন হয়েছে।

সিএসইর প্রধান সূচক সিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৪২৩ পয়েন্ট কমে ২০ হাজার ৬৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪১, কমেছে ২৮৬ আর অপরিবর্তিত রয়েছে ৮ কোম্পানির শেয়ারের দাম।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম...

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র...

আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক শেষ, যুদ্ধ স্থগিতের ঘোষণা নেই

যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট...

‘গোপন রাজনীতি’, ছাত্রশিবির ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম সংস্কৃতি এবং এই কেন্দ্রিক নির্যাতন গত ১৫ বছরে ছি...

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ

দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করা...

ফের ৯৮ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া

ফের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে ৯৮ বাংলাদেশিকে। বিম...

‘গোপন রাজনীতি’, ছাত্রশিবির ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম সংস্কৃতি এবং এই কেন্দ্রিক নির্যাতন গত ১৫ বছরে ছি...

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ

দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করা...

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র...

আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক শেষ, যুদ্ধ স্থগিতের ঘোষণা নেই

যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা