বাণিজ্য
১০ হাজার কোটি টাকা 

আবারও পুঁজি হারাল বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজার গেল সপ্তাহের মতই একদিন সূচক বৃদ্ধি আর চারদিন পতনের মধ্যদিয়ে অক্টোবরের তৃতীয় সপ্তাহ (১৭ থেকে ২১ অক্টোবর) পার করেছে। বিদায়ী এ সপ্তাহে সূচক পতনের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম এবং লেনদেনের পরিমাণ।

অর্থাৎ বিদায়ী সপ্তাহে সব কয়টি সূচকের নিম্নমুখী ধারা ছিল পুঁজিবাজারে। আর তাতে নতুন করে বিনিয়োগকারীদের পুঁজি কমেছে (বাজার মূলধন) ১০ হাজার কোটি টাকা।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক (ডিএসইএক্স) আগের সপ্তাহের চেয়ে ১৬৭ দশমিক ৪ পয়েন্ট কমে ৭ হাজার ৭৬ পয়েন্টে নেমেছে। এ সময় ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ৪৯ পয়েন্ট কমে ১ হাজার ৫১৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৯ পয়েন্ট কমে নেমেছে ২ হাজার ৬৯৯ পয়েন্টে।

এক সপ্তাহে ডিএসইতে ৩৮২ প্রতিষ্ঠানের মধ্যে ৩১ শেয়ারের দাম বেড়েছে। এছাড়া কমেছে ৩৩৮ আর অপরিবর্তিত রয়েছে ৯টির শেয়ারের দাম। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া ৩৮২ প্রতিষ্ঠানের মধ্যে ১২৪ শেয়ারের দাম বেড়েছিল। এছাড়া কমেছিল ২৩১, আর অপরিবর্তিত ছিল ২৩ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন ১০ হাজার ২৬১ কোটি ৫৬ লাখ ৪২ হাজার ৪৫১ টাকা থেকে কমে ৫ লাখ ৬৯ হাজার ৮৫১ কোটি ২৪ লাখ ৬০ হাজার ৫৮৯ টাকায় অবস্থান করছে। যা এর আগের সপ্তাহে ছিল ৫ লাখ ৮০ হাজার ১১২ কোটি ৮১ লাখ ৩ হাজার ৪০ টাকা।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে পাঁচ কার্যদিবসে মোট ৬ হাজার ৪৩ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৯৩৫ টাকা লেনদেন হয়। এর আগের সপ্তাহে মোট পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ হাজার ৬২ কোটি ১১ লাখ ৫৩ হাজার ১৫৩ টাকা । অর্থাৎ, আগের সপ্তাহের চেয়ে লেনদেন কমেছে ৩ হাজার ১৯ কোটি ৮ লাখ ১৯ হাজার ২১৮ টাকা। যা শতাংশের হিসেবে ৩৩ দশমিক ৩২ শতাংশ কমেছে।

গত সপ্তাহে সবচেয়ে বেশি পুঁজি কমেছে আল হাজ টেক্সটাইল মিলসের লিমিটেডের শেয়ারের বিনিয়োগকারীদের। বিনিয়োগকারীদের শেয়ারের দাম কমেছে ১৫ দশমিক ৫২ শতাংশ হারে। এরপর পুঁজি কমেছে বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের শেয়ার। এই কোম্পাটির শেয়ারের দাম কমেছে ১৫ দশমিক ৪২ শতাংশ হারে। এরপর যথাক্রম পুঁজি কমেছে মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড, ফুয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, উসমানিয়া গ্লাস, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, ওরিয়ন ইনফিউশন এবং এএফসি এগ্রো বায়োটেক লিমিটেডের শেয়ারের দাম কমেছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পাঁচ কার্যদিবসে মোট ২২৮ কোটি ৯৮ লাখ ১২ হাজার ২৪৮ টাকা লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩২৪ কোটি ৯৯ লাখ ৬৯ হাজার ১৩ টাকা। অর্থাৎ, লেনদেন কমেছে ৯৬ কোটি টাকার কম লেনদেন হয়েছে।

সিএসইর প্রধান সূচক সিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৪২৩ পয়েন্ট কমে ২০ হাজার ৬৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪১, কমেছে ২৮৬ আর অপরিবর্তিত রয়েছে ৮ কোম্পানির শেয়ারের দাম।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিরীন পারভীন দুদকের প্রথম নারী মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক: দুদকের পরিচালক...

এবার লাক্সের অ্যাম্বাসেডর হচ্ছেন সুহানা 

বিনোদন ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খান ও গৌরি খান দম্পতির কন্য...

হাইকোর্টের আদেশে সংক্ষুব্ধ শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: চলমান তাপপ্রবাহের মধ্যে প্রাথমিক ও মাধ্যমি...

মুন্সীগঞ্জে দোকানিকে ছুরিকাঘাতে হত্যা 

জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জে চিপস...

কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা

জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলার সদ...

বাম-ডান সরকার উৎখাতে কাজ করছে

নিজস্ব প্রতিবেদক : অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ...

ঠাকুরগাঁওয়ে আগুনে গবাদী পশু পুড়ে ছাই

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কয়েলের আগুন...

হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি : হবিগঞ্জে হারুন আহমেদ নামে এক ব্যক্তিকে হত্য...

বিএনপির আরও ৪ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : দলীয় সিদ্ধান্ত অমান্য করায় আরও ৪ নেতাকে...

ঠাকুরগাঁওয়ে কারিগরি শিক্ষা নিয়ে সেমিনার

ঠাকুরগাঁও প্রতিনিধি : "একটাই লক্ষ্য হতে হবে দক্ষ"...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা